বিশ্বে মোটামুটি ৩০টির মতো সুমাত্রা গন্ডার টিকে আছে। মহাবিপন্ন এই গন্ডার প্রজাতির একটি শাবকের জন্ম হয়েছে ইন্দোনেশিয়ার একটি অভয়ারণ্যে। ইন্দোনেশিয়ার ওয়ে ক্যামবাস ন্যাশনাল পার্কের সুমাত্রা গন্ডারের অভয়ারণ্যে স্বাস্থ্যবান পুরুষ শাবকটি জন্ম নেয় বলে রোববার ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা দেয়। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া এক বিবৃতিতে জানান, মা দেলিলাহ ও বাবা হারাপানের এটি প্রথম সন্তান।
এদিকে ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিনা ফাসসিয়োনে এক বিবৃতিতে জানান, প্রথমবার মা হলেও কোনো ধরনের ‘হট্টগোল’ ছাড়াই শাবকটির যত্ন নিতে শুরু করে দেলিলাহ।
‘এটি একটি অসাধারণ ঘটনা। এটা মহাবিপন্ন এই প্রজাতির ভবিষ্যতের ব্যাপারে আশার আলো দেখাচ্ছে।’ বলেন নিনা।
গন্ডারের বাচ্চাটির এখনো কোনো নাম রাখা হয়নি। দুই মাসের মধ্যে অভয়ারণ্যটিতে জন্ম নেওয়া দ্বিতীয় গন্ডার শাবক এটি। একে নিয়ে এই অভয়ারণ্যে এখন পর্যন্ত জন্ম নিয়েছে পাঁচটি গন্ডার শাবক।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় সুমাত্রা গন্ডার মহাবিপন্ন প্রজাতি। আইইউসিএন বলছে, বিশ্বে কেবল ৩০টি বুনো প্রাপ্তবয়স্ক সুমাত্রা গন্ডার আছে। এদের সবগুলোই আছে ইন্দোনেশিয়ার অরণ্যে এবং এদের সংখ্যা দিনকে দিন কমছে।
আইইউসিএনের লাল তালিকা অনুসারে বাংলাদেশ, ভারত, ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে এরা বিলুপ্ত হয়েছে। মিয়ানমারেও এদের অবস্থানের নিশ্চিত কোনো তথ্য নেই।
ফাসসিয়োনে জানান, দুই বছর আগে পৃথিবীতে শুধু এক জোড়া বন্দী সুমাত্রা গন্ডার সফলভাবে সন্তান উৎপাদনে সক্ষম ছিল। এখন প্রজননে সক্ষম তিন জোড়া গন্ডার আছে। ‘সুমাত্রা গন্ডার প্রজনন কর্মসূচি কখনো এর চেয়ে ভালো অবস্থায় ছিল না।’ বলেন তিনি।
অভয়ারণ্যটিতে বর্তমানে ১০টি সুমাত্রা গন্ডার আছে। এই প্রজনন ও গবেষণা এলাকাটি নিয়ন্ত্রণ করে রাইনো ফাউন্ডেশন অব ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম কনজারভেশনের মহাপরিচালক সত্যওয়ান পুদিয়াতমোকো জানান, প্রজনন কর্মসূচির মূল লক্ষ্য ক্রমে হ্রাস পেতে থাকা বন্য সুমাত্রা গন্ডার রক্ষা। ভবিষ্যতে অভয়ারণ্যে জন্ম নেওয়া গন্ডারগুলোকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হতে পারে।
বিশ্বে মোটামুটি ৩০টির মতো সুমাত্রা গন্ডার টিকে আছে। মহাবিপন্ন এই গন্ডার প্রজাতির একটি শাবকের জন্ম হয়েছে ইন্দোনেশিয়ার একটি অভয়ারণ্যে। ইন্দোনেশিয়ার ওয়ে ক্যামবাস ন্যাশনাল পার্কের সুমাত্রা গন্ডারের অভয়ারণ্যে স্বাস্থ্যবান পুরুষ শাবকটি জন্ম নেয় বলে রোববার ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা দেয়। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া এক বিবৃতিতে জানান, মা দেলিলাহ ও বাবা হারাপানের এটি প্রথম সন্তান।
এদিকে ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিনা ফাসসিয়োনে এক বিবৃতিতে জানান, প্রথমবার মা হলেও কোনো ধরনের ‘হট্টগোল’ ছাড়াই শাবকটির যত্ন নিতে শুরু করে দেলিলাহ।
‘এটি একটি অসাধারণ ঘটনা। এটা মহাবিপন্ন এই প্রজাতির ভবিষ্যতের ব্যাপারে আশার আলো দেখাচ্ছে।’ বলেন নিনা।
গন্ডারের বাচ্চাটির এখনো কোনো নাম রাখা হয়নি। দুই মাসের মধ্যে অভয়ারণ্যটিতে জন্ম নেওয়া দ্বিতীয় গন্ডার শাবক এটি। একে নিয়ে এই অভয়ারণ্যে এখন পর্যন্ত জন্ম নিয়েছে পাঁচটি গন্ডার শাবক।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় সুমাত্রা গন্ডার মহাবিপন্ন প্রজাতি। আইইউসিএন বলছে, বিশ্বে কেবল ৩০টি বুনো প্রাপ্তবয়স্ক সুমাত্রা গন্ডার আছে। এদের সবগুলোই আছে ইন্দোনেশিয়ার অরণ্যে এবং এদের সংখ্যা দিনকে দিন কমছে।
আইইউসিএনের লাল তালিকা অনুসারে বাংলাদেশ, ভারত, ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে এরা বিলুপ্ত হয়েছে। মিয়ানমারেও এদের অবস্থানের নিশ্চিত কোনো তথ্য নেই।
ফাসসিয়োনে জানান, দুই বছর আগে পৃথিবীতে শুধু এক জোড়া বন্দী সুমাত্রা গন্ডার সফলভাবে সন্তান উৎপাদনে সক্ষম ছিল। এখন প্রজননে সক্ষম তিন জোড়া গন্ডার আছে। ‘সুমাত্রা গন্ডার প্রজনন কর্মসূচি কখনো এর চেয়ে ভালো অবস্থায় ছিল না।’ বলেন তিনি।
অভয়ারণ্যটিতে বর্তমানে ১০টি সুমাত্রা গন্ডার আছে। এই প্রজনন ও গবেষণা এলাকাটি নিয়ন্ত্রণ করে রাইনো ফাউন্ডেশন অব ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম কনজারভেশনের মহাপরিচালক সত্যওয়ান পুদিয়াতমোকো জানান, প্রজনন কর্মসূচির মূল লক্ষ্য ক্রমে হ্রাস পেতে থাকা বন্য সুমাত্রা গন্ডার রক্ষা। ভবিষ্যতে অভয়ারণ্যে জন্ম নেওয়া গন্ডারগুলোকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হতে পারে।
পাসিজা, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী। প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও, পরিস্থিতি ঠিক উল্টো। সমুদ্র উপকূলে রেজোসারী সেনিক নামের এই ছোট গ্রামে তাঁর বাড়িটিই এখন একমাত্র টিকে থাকা ঘর। জাভার উত্তর উপকূলে একসময় গ্রামটি শুষ্ক ভূমিতে..
১০ ঘণ্টা আগেঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১২ ঘণ্টা আগেসবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
১ দিন আগেসাধারণত বৃষ্টি হলে কমে আসে দূষণ। তবে, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তুমুল বৃষ্টির পরও বায়ুমানে তেমন উন্নতি নেই। আজ শুক্রবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ এর রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৬১ নিয়ে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক...
১ দিন আগে