Ajker Patrika

অনেক বছর পর একসঙ্গে প্রাণ-অপূর্ব

অনেক বছর পর একসঙ্গে প্রাণ-অপূর্ব

১৪ বছর আগের কথা। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ‘রমিজের আয়না’ ধারাবাহিক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রাণ রায়। একই ধারাবাহিকে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।

এরপর কেটে গেছে ১৪ বছর। শিহাব শাহীনের পরিচালনায় বহু নাটকে অপূর্ব অভিনয় করলেও আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি প্রাণ রায় ও অপূর্বর। এত বছর পর তাঁরা আবার একফ্রেমে হাজির হয়েছেন।

‘একটা নির্জন দুপুর চাই’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। রহমান মোস্তাফিজ পাভেলের লেখায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

প্রাণ রায় বললেন, ‘এতদিন পর আমাদের দেখা হয়ে মনে হলো, যেন দুই ভাইয়ের বহু বছর পর দেখা। অপূর্ব আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিয়েছে। এত বছর আগে যে অপূর্বকে দেখেছিলাম, এখনও সেই অপূর্বই আছে। এখন অপূর্ব বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপারস্টার। কিন্তু আমার কাছে সেই আগেরই অপূর্ব। অভিনয়ে সে আগের চেয়ে আরও বেশি ম্যাচিউরড। তার সাফল্য সত্যিই আমাকে গর্বিত করে।’

অপূর্ব বলেন, ‘প্রাণদার সঙ্গে রমিজের আয়নায় অভিনয়ের সময় অনেক সহযোগিতা পেয়েছি। এতটা বছর পর একসঙ্গে কাজ করতে এসে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। মাঝে এতটা বছর পেরিয়ে গেছে টেরই পাইনি। প্রাণদাকে দেখে আমারও ভীষণ ভালো লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত