১৪ বছর আগের কথা। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ‘রমিজের আয়না’ ধারাবাহিক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রাণ রায়। একই ধারাবাহিকে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।
এরপর কেটে গেছে ১৪ বছর। শিহাব শাহীনের পরিচালনায় বহু নাটকে অপূর্ব অভিনয় করলেও আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি প্রাণ রায় ও অপূর্বর। এত বছর পর তাঁরা আবার একফ্রেমে হাজির হয়েছেন।
‘একটা নির্জন দুপুর চাই’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। রহমান মোস্তাফিজ পাভেলের লেখায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।
প্রাণ রায় বললেন, ‘এতদিন পর আমাদের দেখা হয়ে মনে হলো, যেন দুই ভাইয়ের বহু বছর পর দেখা। অপূর্ব আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিয়েছে। এত বছর আগে যে অপূর্বকে দেখেছিলাম, এখনও সেই অপূর্বই আছে। এখন অপূর্ব বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপারস্টার। কিন্তু আমার কাছে সেই আগেরই অপূর্ব। অভিনয়ে সে আগের চেয়ে আরও বেশি ম্যাচিউরড। তার সাফল্য সত্যিই আমাকে গর্বিত করে।’
অপূর্ব বলেন, ‘প্রাণদার সঙ্গে রমিজের আয়নায় অভিনয়ের সময় অনেক সহযোগিতা পেয়েছি। এতটা বছর পর একসঙ্গে কাজ করতে এসে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। মাঝে এতটা বছর পেরিয়ে গেছে টেরই পাইনি। প্রাণদাকে দেখে আমারও ভীষণ ভালো লেগেছে।’
১৪ বছর আগের কথা। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ‘রমিজের আয়না’ ধারাবাহিক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রাণ রায়। একই ধারাবাহিকে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।
এরপর কেটে গেছে ১৪ বছর। শিহাব শাহীনের পরিচালনায় বহু নাটকে অপূর্ব অভিনয় করলেও আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি প্রাণ রায় ও অপূর্বর। এত বছর পর তাঁরা আবার একফ্রেমে হাজির হয়েছেন।
‘একটা নির্জন দুপুর চাই’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। রহমান মোস্তাফিজ পাভেলের লেখায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।
প্রাণ রায় বললেন, ‘এতদিন পর আমাদের দেখা হয়ে মনে হলো, যেন দুই ভাইয়ের বহু বছর পর দেখা। অপূর্ব আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিয়েছে। এত বছর আগে যে অপূর্বকে দেখেছিলাম, এখনও সেই অপূর্বই আছে। এখন অপূর্ব বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপারস্টার। কিন্তু আমার কাছে সেই আগেরই অপূর্ব। অভিনয়ে সে আগের চেয়ে আরও বেশি ম্যাচিউরড। তার সাফল্য সত্যিই আমাকে গর্বিত করে।’
অপূর্ব বলেন, ‘প্রাণদার সঙ্গে রমিজের আয়নায় অভিনয়ের সময় অনেক সহযোগিতা পেয়েছি। এতটা বছর পর একসঙ্গে কাজ করতে এসে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। মাঝে এতটা বছর পেরিয়ে গেছে টেরই পাইনি। প্রাণদাকে দেখে আমারও ভীষণ ভালো লেগেছে।’
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১১ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১ দিন আগে