একসময় অভিনেতা আবদুন নূর সজলের পরিচিত ছিল ‘রোমান্টিক হিরো’ হিসেবে। কিন্তু গত কয়েক বছরে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন তিনি। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রইংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে ফেলেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার— সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। সজল এখনো খুঁজে চলেছেন সারাক্ষণ। যে চরিত্রগুলো তাঁকে ভাবাবে, কষ্ট করতে বাধ্য করবে।
সাহিত্যিক ইশতিয়াক আহমেদ তেমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সজলকে। লেখালেখির পাশাপাশি ইদানীং নির্মাণও করছেন ইশতিয়াক। কিছুদিন আগে বানিয়েছেন টেলিফিল্ম ‘রংমিস্ত্রি’। এতে রংমিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন সজল।
শ্যান্ডো গেঞ্জি পরে, সারা গায়ে ছিটেফোটা রং মেখে, বাঁশের তৈরি মাচায় উঠে বাস্তবের রংমিস্ত্রির মতোই সারা দিন শুটিং করেছেন সজল। ‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে সজলকে সঙ্গ দিয়েছেন সারিকা সাবরিন।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, এক চারতলা বাড়িতে রঙের কাজ করতে যায় সজল। একদিন জানালা দিয়ে দেখতে পায় সারিকাকে। প্রথম দেখাতেই ভালো লাগে। সে ভুলে যায় তাদের অবস্থানগত পার্থক্য।
দ্বিতীয় দিনেও কাজের ফাঁকে সারিকাকে দেখার চেষ্টা করে সজল। একটা সময় সারিকাও এগিয়ে আসে। তার নাম জানতে চায়। জানালা দিয়ে খাবারও বিনিময় হয়। এভাবে কথাবার্তা বাড়ে দুজনের। সখ্য তৈরি হয়। একটা সময় মেয়েটার পরিবারের লোকজন চলে আসে। শুরু হয় জটিলতা।
‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মণ, সৈকত ইসলাম ও আরাবী মাহমুদ নোমান। টেলিফিল্মটি দেখা যাবে আগামীকাল বুধবার, বেলা ৩টায় চ্যানেল আইতে।
একসময় অভিনেতা আবদুন নূর সজলের পরিচিত ছিল ‘রোমান্টিক হিরো’ হিসেবে। কিন্তু গত কয়েক বছরে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন তিনি। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রইংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে ফেলেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার— সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। সজল এখনো খুঁজে চলেছেন সারাক্ষণ। যে চরিত্রগুলো তাঁকে ভাবাবে, কষ্ট করতে বাধ্য করবে।
সাহিত্যিক ইশতিয়াক আহমেদ তেমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সজলকে। লেখালেখির পাশাপাশি ইদানীং নির্মাণও করছেন ইশতিয়াক। কিছুদিন আগে বানিয়েছেন টেলিফিল্ম ‘রংমিস্ত্রি’। এতে রংমিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন সজল।
শ্যান্ডো গেঞ্জি পরে, সারা গায়ে ছিটেফোটা রং মেখে, বাঁশের তৈরি মাচায় উঠে বাস্তবের রংমিস্ত্রির মতোই সারা দিন শুটিং করেছেন সজল। ‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে সজলকে সঙ্গ দিয়েছেন সারিকা সাবরিন।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, এক চারতলা বাড়িতে রঙের কাজ করতে যায় সজল। একদিন জানালা দিয়ে দেখতে পায় সারিকাকে। প্রথম দেখাতেই ভালো লাগে। সে ভুলে যায় তাদের অবস্থানগত পার্থক্য।
দ্বিতীয় দিনেও কাজের ফাঁকে সারিকাকে দেখার চেষ্টা করে সজল। একটা সময় সারিকাও এগিয়ে আসে। তার নাম জানতে চায়। জানালা দিয়ে খাবারও বিনিময় হয়। এভাবে কথাবার্তা বাড়ে দুজনের। সখ্য তৈরি হয়। একটা সময় মেয়েটার পরিবারের লোকজন চলে আসে। শুরু হয় জটিলতা।
‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মণ, সৈকত ইসলাম ও আরাবী মাহমুদ নোমান। টেলিফিল্মটি দেখা যাবে আগামীকাল বুধবার, বেলা ৩টায় চ্যানেল আইতে।
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১১ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১ দিন আগে