বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। নাম ‘বলয়’। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৪০তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ।
বলয় নাটকের প্রধান তিনটি চরিত্র রাজনীতিক, বিজ্ঞান চিন্তক ও ধর্মতাত্ত্বিক। প্রত্যেকে নিজের মেধায় পেশায় পরিপক্ব, কিন্তু কোথায় যেন একটা আকুলতা, মুক্তির বাসনা। তারা তিনজনই এসেছে মন বিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য। তাদের উপলব্ধি, তারা আপন বলয়ে আবদ্ধ। হাঁপিয়ে উঠেছে তারা। আর পেরে উঠছে না, তাই পরিত্রাণ চায়। বলয়মুক্ত জীবন চায়। আসলেই কি তা সম্ভব? কাউন্সেলিংয়ের ফাঁকে বের হয়ে আসে তাদের না বলা কথা, উপলব্ধির কথা। বিজ্ঞান, ধর্ম ও রাজনীতির কথা; যুক্তির পিঠে যুক্তি, যুক্তি খণ্ডন, আস্থা-অনাস্থা ও অনুভবের কথা। তারা ফিরে যায় আপন সত্তায়। নিজের সঙ্গে কথোপকথন। সম্ভব কি বলয় থেকে মুক্তি? নাকি নতুন বলয়ের অভিষেকে নিজেকে করবে সমর্পণ।
নির্দেশক মোকাদ্দেম মোরশেদ বলেন, ‘রাজনৈতিক বলয়সহ সামগ্রিক পারিপার্শ্বিক বলয়ের একটা স্থানান্তর ঘটেছে। এক বলয় থেকে অন্য বলয়ে আমরা স্থানান্তরিত হয়েছি। বলয় কিন্তু রয়েই গেছে। বলয় থেকে বলয়ে গমন অথবা আটকে পড়া বলয়ে পুঞ্জীভূত ক্ষোভের স্পন্দন, অনুকূলে বা প্রতিকূলে মুক্তিহীন বলয়বন্দী বহমান এই জীবনের উপলব্ধিই বলয় নাটকের চিন্তাসূত্র।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ, কামরুজ্জামান মিল্লাত, সেলিম মাহবুব প্রমুখ। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী এবং আবহ পরিকল্পনায় সেলিম মাহবুব।
বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। নাম ‘বলয়’। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৪০তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ।
বলয় নাটকের প্রধান তিনটি চরিত্র রাজনীতিক, বিজ্ঞান চিন্তক ও ধর্মতাত্ত্বিক। প্রত্যেকে নিজের মেধায় পেশায় পরিপক্ব, কিন্তু কোথায় যেন একটা আকুলতা, মুক্তির বাসনা। তারা তিনজনই এসেছে মন বিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য। তাদের উপলব্ধি, তারা আপন বলয়ে আবদ্ধ। হাঁপিয়ে উঠেছে তারা। আর পেরে উঠছে না, তাই পরিত্রাণ চায়। বলয়মুক্ত জীবন চায়। আসলেই কি তা সম্ভব? কাউন্সেলিংয়ের ফাঁকে বের হয়ে আসে তাদের না বলা কথা, উপলব্ধির কথা। বিজ্ঞান, ধর্ম ও রাজনীতির কথা; যুক্তির পিঠে যুক্তি, যুক্তি খণ্ডন, আস্থা-অনাস্থা ও অনুভবের কথা। তারা ফিরে যায় আপন সত্তায়। নিজের সঙ্গে কথোপকথন। সম্ভব কি বলয় থেকে মুক্তি? নাকি নতুন বলয়ের অভিষেকে নিজেকে করবে সমর্পণ।
নির্দেশক মোকাদ্দেম মোরশেদ বলেন, ‘রাজনৈতিক বলয়সহ সামগ্রিক পারিপার্শ্বিক বলয়ের একটা স্থানান্তর ঘটেছে। এক বলয় থেকে অন্য বলয়ে আমরা স্থানান্তরিত হয়েছি। বলয় কিন্তু রয়েই গেছে। বলয় থেকে বলয়ে গমন অথবা আটকে পড়া বলয়ে পুঞ্জীভূত ক্ষোভের স্পন্দন, অনুকূলে বা প্রতিকূলে মুক্তিহীন বলয়বন্দী বহমান এই জীবনের উপলব্ধিই বলয় নাটকের চিন্তাসূত্র।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ, কামরুজ্জামান মিল্লাত, সেলিম মাহবুব প্রমুখ। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী এবং আবহ পরিকল্পনায় সেলিম মাহবুব।
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
৯ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
৯ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
২০ ঘণ্টা আগে