বিনোদন প্রতিবেদক, ঢাকা
একসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বাড়ছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে প্রচারিত হয়েছে ৩৬টি পর্ব।
দেনা পাওনা নাটকের গল্পে দেখা যায়, পড়ালেখা শেষ করার পর মা-বাবার সঙ্গে ঢাকায় বড় ভাইয়ের বাসায় আসে খায়রুল। তবে খায়রুলকে তার ভাই ও ভাবি পছন্দ করে না। ভাইয়ের শাশুড়িও চায় না সে ভাইয়ের বাসায় থাকুক। এদিকে খায়রুলকে পছন্দ করে ফেলে তার বেয়াইন নিপা। এভাবেই জীবনের নিত্যদিনের গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে দেনা পাওনার গল্প।
দেনা পাওনা নাটকে খায়রুল চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। এই নাটক দিয়েই বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। তাঁর বিপরীতে নিপা চরিত্রে আছেন তাবাসসুম ছোয়া। আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, এমএনইউ রাজু, এ বি রোকন, অনিক প্রমুখ।
দর্শক চাহিদার কারণেই ধারাবাহিকের পর্বসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্মাতা। সোহাগ রানা বলেন, ‘দেনা পাওনা নাটক থেকে দর্শকের যে ভালোবাসা পাচ্ছি তাতে অভিভূত। পরিবারের গল্প বলেই হয়তো দর্শক সহজে কানেক্ট করতে পারছেন। নাটকের প্রতিটি চরিত্রকে তাঁরা আপন করে নিয়েছেন। প্রতি সপ্তাহে দুই পর্ব প্রচারিত হলেও দর্শক আরও বেশি চাচ্ছেন। ইচ্ছা আছে সপ্তাহে একটি পর্ব বাড়ানোর।’ প্রতি মঙ্গল ও বুধবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় দেনা পাওনার নতুন পর্ব।
একসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বাড়ছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে প্রচারিত হয়েছে ৩৬টি পর্ব।
দেনা পাওনা নাটকের গল্পে দেখা যায়, পড়ালেখা শেষ করার পর মা-বাবার সঙ্গে ঢাকায় বড় ভাইয়ের বাসায় আসে খায়রুল। তবে খায়রুলকে তার ভাই ও ভাবি পছন্দ করে না। ভাইয়ের শাশুড়িও চায় না সে ভাইয়ের বাসায় থাকুক। এদিকে খায়রুলকে পছন্দ করে ফেলে তার বেয়াইন নিপা। এভাবেই জীবনের নিত্যদিনের গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে দেনা পাওনার গল্প।
দেনা পাওনা নাটকে খায়রুল চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। এই নাটক দিয়েই বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। তাঁর বিপরীতে নিপা চরিত্রে আছেন তাবাসসুম ছোয়া। আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, এমএনইউ রাজু, এ বি রোকন, অনিক প্রমুখ।
দর্শক চাহিদার কারণেই ধারাবাহিকের পর্বসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্মাতা। সোহাগ রানা বলেন, ‘দেনা পাওনা নাটক থেকে দর্শকের যে ভালোবাসা পাচ্ছি তাতে অভিভূত। পরিবারের গল্প বলেই হয়তো দর্শক সহজে কানেক্ট করতে পারছেন। নাটকের প্রতিটি চরিত্রকে তাঁরা আপন করে নিয়েছেন। প্রতি সপ্তাহে দুই পর্ব প্রচারিত হলেও দর্শক আরও বেশি চাচ্ছেন। ইচ্ছা আছে সপ্তাহে একটি পর্ব বাড়ানোর।’ প্রতি মঙ্গল ও বুধবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় দেনা পাওনার নতুন পর্ব।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগেনতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১ দিন আগে