Ajker Patrika

যেভাবে শেষ হচ্ছে ‘বাহার’

যেভাবে শেষ হচ্ছে ‘বাহার’

বাহারদের জীবনে এলো বসন্তের ছোঁয়া। সকল দুঃখ-দুর্দশা পেরিয়ে এগিয়ে যাওয়া বাহারদের মুখে এখন বিজয়ের হাসি। পাওয়া, না পাওয়া আর সব শূন্যতাকে ভুলে আবার নতুন করে নিজের জীবনকে রাঙ্গিয়ে তুলেছে বাহার। জীবনের পরাজয়গুলোকে পেছনে ফেলে হার না মানা বাহার আবারও নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে আরিফের সাথে। এতকিছুর পর বাহারকে অবশেষে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছে এই নি:স্বার্থ প্রেমিক। এদিকে জেইদার জীবনেও খুশির জোয়ার। সারাজীবন অবহেলায়, অনাদরে আর অসম্মানে বেঁচে থাকা জেইদার জীবনও পরিপূর্ণ হয়ে উঠেছে রাইফের ভালোবাসার ছোঁয়ায়।

একদিকে রাইফের ভালোবাসা আর সম্মান, অন্যদিকে রাজপুত্রের মতো দুই সন্তানকে পেয়ে, জীবনের সকল কষ্ট ভুলে গেছে জেইদা। জেইদার আনন্দ আরও পরিপূর্ণ হয়ে ওঠে আর্দার মুখে আম্মু ডাক শুনে।

 ‘বাহার’ ধারাবাহিকের দৃশ্য। ছবি: দীপ্ত টিভিসবাই যেখানে সুখের ভেলায় ভাসছে সেখানে শিরিনের পরিণতি হয় মর্মান্তিক। মানসিক হাসপাতালে মানবেতর জীবনযাপন করছে শিরিন। কিন্তু বাহারের প্রতি ওর ক্ষোভ যেন কখনও শেষ হবার নয়। নিজের এই পরিণতির জন্য এখনও দায়ী করছে বাহারকে। অন্যদিকে নিজ পরিবারকে হারিয়ে বাহারদের মাঝেই পরিবারের পূর্ণতা খুঁজে নেয় এনভার। অবশেষে আন্দনঘন এক পরিবেশে, আরিফ-বাহার এবং জেইদা- রাইফ, এই দুই জুটির বিয়ের মধ্য দিয়েই শেষ হতে চলেছে দীপ্ত টিভির বহুল আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক বাহার। রবিবার (১৩ মার্চ) প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক বাহার এর শেষ পর্ব।

‘বাহার’ ধারাবাহিকের দৃশ্য। ছবি: দীপ্ত টিভিচরিত্র ও কন্ঠাভিনেতা হিসেবে রয়েছেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর)।

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। বাহার ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত