বাহারদের জীবনে এলো বসন্তের ছোঁয়া। সকল দুঃখ-দুর্দশা পেরিয়ে এগিয়ে যাওয়া বাহারদের মুখে এখন বিজয়ের হাসি। পাওয়া, না পাওয়া আর সব শূন্যতাকে ভুলে আবার নতুন করে নিজের জীবনকে রাঙ্গিয়ে তুলেছে বাহার। জীবনের পরাজয়গুলোকে পেছনে ফেলে হার না মানা বাহার আবারও নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে আরিফের সাথে। এতকিছুর পর বাহারকে অবশেষে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছে এই নি:স্বার্থ প্রেমিক। এদিকে জেইদার জীবনেও খুশির জোয়ার। সারাজীবন অবহেলায়, অনাদরে আর অসম্মানে বেঁচে থাকা জেইদার জীবনও পরিপূর্ণ হয়ে উঠেছে রাইফের ভালোবাসার ছোঁয়ায়।
একদিকে রাইফের ভালোবাসা আর সম্মান, অন্যদিকে রাজপুত্রের মতো দুই সন্তানকে পেয়ে, জীবনের সকল কষ্ট ভুলে গেছে জেইদা। জেইদার আনন্দ আরও পরিপূর্ণ হয়ে ওঠে আর্দার মুখে আম্মু ডাক শুনে।
সবাই যেখানে সুখের ভেলায় ভাসছে সেখানে শিরিনের পরিণতি হয় মর্মান্তিক। মানসিক হাসপাতালে মানবেতর জীবনযাপন করছে শিরিন। কিন্তু বাহারের প্রতি ওর ক্ষোভ যেন কখনও শেষ হবার নয়। নিজের এই পরিণতির জন্য এখনও দায়ী করছে বাহারকে। অন্যদিকে নিজ পরিবারকে হারিয়ে বাহারদের মাঝেই পরিবারের পূর্ণতা খুঁজে নেয় এনভার। অবশেষে আন্দনঘন এক পরিবেশে, আরিফ-বাহার এবং জেইদা- রাইফ, এই দুই জুটির বিয়ের মধ্য দিয়েই শেষ হতে চলেছে দীপ্ত টিভির বহুল আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক বাহার। রবিবার (১৩ মার্চ) প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক বাহার এর শেষ পর্ব।
চরিত্র ও কন্ঠাভিনেতা হিসেবে রয়েছেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর)।
ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। বাহার ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।
বাহারদের জীবনে এলো বসন্তের ছোঁয়া। সকল দুঃখ-দুর্দশা পেরিয়ে এগিয়ে যাওয়া বাহারদের মুখে এখন বিজয়ের হাসি। পাওয়া, না পাওয়া আর সব শূন্যতাকে ভুলে আবার নতুন করে নিজের জীবনকে রাঙ্গিয়ে তুলেছে বাহার। জীবনের পরাজয়গুলোকে পেছনে ফেলে হার না মানা বাহার আবারও নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে আরিফের সাথে। এতকিছুর পর বাহারকে অবশেষে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছে এই নি:স্বার্থ প্রেমিক। এদিকে জেইদার জীবনেও খুশির জোয়ার। সারাজীবন অবহেলায়, অনাদরে আর অসম্মানে বেঁচে থাকা জেইদার জীবনও পরিপূর্ণ হয়ে উঠেছে রাইফের ভালোবাসার ছোঁয়ায়।
একদিকে রাইফের ভালোবাসা আর সম্মান, অন্যদিকে রাজপুত্রের মতো দুই সন্তানকে পেয়ে, জীবনের সকল কষ্ট ভুলে গেছে জেইদা। জেইদার আনন্দ আরও পরিপূর্ণ হয়ে ওঠে আর্দার মুখে আম্মু ডাক শুনে।
সবাই যেখানে সুখের ভেলায় ভাসছে সেখানে শিরিনের পরিণতি হয় মর্মান্তিক। মানসিক হাসপাতালে মানবেতর জীবনযাপন করছে শিরিন। কিন্তু বাহারের প্রতি ওর ক্ষোভ যেন কখনও শেষ হবার নয়। নিজের এই পরিণতির জন্য এখনও দায়ী করছে বাহারকে। অন্যদিকে নিজ পরিবারকে হারিয়ে বাহারদের মাঝেই পরিবারের পূর্ণতা খুঁজে নেয় এনভার। অবশেষে আন্দনঘন এক পরিবেশে, আরিফ-বাহার এবং জেইদা- রাইফ, এই দুই জুটির বিয়ের মধ্য দিয়েই শেষ হতে চলেছে দীপ্ত টিভির বহুল আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক বাহার। রবিবার (১৩ মার্চ) প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক বাহার এর শেষ পর্ব।
চরিত্র ও কন্ঠাভিনেতা হিসেবে রয়েছেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর)।
ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। বাহার ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
৮ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৯ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৯ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে