জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।
সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।
জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।
সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১১ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১ দিন আগে