Ajker Patrika

ফের প্রচারে ধারাবাহিক ‘হাউস ৪৪’

ফের প্রচারে ধারাবাহিক ‘হাউস ৪৪’

জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।

সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত