বিতর্কে জড়ালেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ‘লাইগার’ সিনেমার জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিজয়কে। বুধবার (৩০ নভেম্বর) এ জন্য হাজিরা দিয়েছেন অভিনেতা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, ‘লাইগার’ নির্মাণে অবৈধভাবে বিদেশি মুদ্রা বিনিয়োগের যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয় বিজয়কে।
চলতি বছর ২৫ আগস্ট মুক্তি পায় ‘লাইগার’ সিনেমা। এ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী তারকা বিজয়। অনন্যা পাণ্ডে ও বিজয় অভিনীত সিনেমাটি তেমন প্রশংসা অর্জন করতে পারেনি, উল্টো কয়েক মাসের মধ্যেই আইনি সমস্যায় পড়ে।
সূত্রের বরাতে হিন্দুস্থান টাইমস জানায়, ছবি বানাতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা বৈধ নয় বলেই অভিযোগ ওঠে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতা থেকে শুরু করে নায়ক-একে একে সবাইকে তলব করেছিল ইডি।
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয়কে অবশ্য ফুরফুরে মেজাজেই দেখা যায়। বলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে, এটা পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমাকে যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। আমাকে যা জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর দিয়েছি।’
গত ১৭ নভেম্বর ‘লাইগার’-এর এক প্রযোজক চার্মি কৌরকেও তলব করা হয়েছিল। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে ‘লাইগার’ এখনো জটিলতায়। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
মুম্বাইয়ের বস্তির এক চা বিক্রেতা কীভাবে মার্কিন মুলুকে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয়, তা-ই উঠে এসেছে এই ছবিতে। বিজয় দেবেরাকোন্ডা একজন বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে অতিথি চরিত্রে রয়েছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। আর বিজয়ের মায়ের চরিত্রে অভিনয় করেন বাহুবলীর শিবগামী খ্যাত রম্যা কৃষ্ণানকে।
বিতর্কে জড়ালেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ‘লাইগার’ সিনেমার জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিজয়কে। বুধবার (৩০ নভেম্বর) এ জন্য হাজিরা দিয়েছেন অভিনেতা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, ‘লাইগার’ নির্মাণে অবৈধভাবে বিদেশি মুদ্রা বিনিয়োগের যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয় বিজয়কে।
চলতি বছর ২৫ আগস্ট মুক্তি পায় ‘লাইগার’ সিনেমা। এ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী তারকা বিজয়। অনন্যা পাণ্ডে ও বিজয় অভিনীত সিনেমাটি তেমন প্রশংসা অর্জন করতে পারেনি, উল্টো কয়েক মাসের মধ্যেই আইনি সমস্যায় পড়ে।
সূত্রের বরাতে হিন্দুস্থান টাইমস জানায়, ছবি বানাতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা বৈধ নয় বলেই অভিযোগ ওঠে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতা থেকে শুরু করে নায়ক-একে একে সবাইকে তলব করেছিল ইডি।
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয়কে অবশ্য ফুরফুরে মেজাজেই দেখা যায়। বলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে, এটা পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমাকে যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। আমাকে যা জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর দিয়েছি।’
গত ১৭ নভেম্বর ‘লাইগার’-এর এক প্রযোজক চার্মি কৌরকেও তলব করা হয়েছিল। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে ‘লাইগার’ এখনো জটিলতায়। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
মুম্বাইয়ের বস্তির এক চা বিক্রেতা কীভাবে মার্কিন মুলুকে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয়, তা-ই উঠে এসেছে এই ছবিতে। বিজয় দেবেরাকোন্ডা একজন বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে অতিথি চরিত্রে রয়েছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। আর বিজয়ের মায়ের চরিত্রে অভিনয় করেন বাহুবলীর শিবগামী খ্যাত রম্যা কৃষ্ণানকে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে