Ajker Patrika

আসছে ‘খুকুমণি হোম ডেলিভারি’

আসছে ‘খুকুমণি হোম ডেলিভারি’

লকডাউনের সময়ে উপার্জন হারিয়ে সংসার বাঁচাতে অনেকেই শুরু করেছেন হোম ডেলিভারির ব্যবসা। এমন ঘটনার অনুপ্রেরণা নিয়েই স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার দুই পরিচিত মুখ, দীপান্বিতা রক্ষিত ও রাহুল মজুমদার।

সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে ‘সাঁঝের বাতি’ থেকে সরে এসেছেন অনেক দিন আগেই।

দীপান্বিতা রক্ষিতএবার দর্শকের জন্য নতুন চমক নিয়ে আবারও পর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর সঙ্গেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের মূল চরিত্র রাহুল মজুমদার। ‘ভাগ্যলক্ষ্মী’তে বোধায়ন চরিত্রে রাহুল মজুমদারের অভিনয় পছন্দ করেছিল দর্শক। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। অনেকে রাহুলকে নিয়ে আফসোস করেছিল তখন। ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকাতেই থাকছেন রাহুল। রাহুল মজুমদার এই সিরিয়ালে একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনয় করছেন।

নতুন এই ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ সম্পর্কে চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকের অনুমান, দুর্গাপূজার মৌসুমেই এবার শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমোর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঢাকের আওয়াজ। আবার খুকুমণি অর্থাৎ দীপান্বিতার ব্যাকগ্রাউন্ডেও দুর্গার ১০ হাত দেখানো হয়েছে। এক সাধারণ মেয়ে কীভাবে ১০ হাতে নিজের হোম ডেলিভারি ব্যবসা সামলাচ্ছে, তা নিয়েই এই ধারাবাহিকের গল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত