ঢাকা: স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ কলকাতার ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। অপর দিকে ‘অনুপমা’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করছেন এক বাঙালি, রূপালী গাঙ্গুলী। সারাভাই ভার্সেস সারাভাই, কাব্যাঞ্জলি, সঞ্জীবিনী, পরওয়ারিশের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রূপালী।
শ্রীময়ীর রিমেক অবশ্য এই প্রথম নয়, এর আগে কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম, মারাঠি ভাষায়ও এই ধারাবাহিকের রিমেক তৈরি হয়েছে। গত ১৬ মার্চ থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘অনুপমা’। এক গুজরাটি পরিবারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে অনুপমার গল্প।
রূপালীর বাবা অনিল গাঙ্গুলী ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। জয়া বচ্চন অভিনীত ফিল্ম ‘কোরা কাগজ’-এর চিত্রনাট্য তাঁর লেখা।
১৯৮৫ সালে মাত্র সাত বছর বয়সে অনিল কাপুর অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’-এর মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল রূপালীর। ‘সাহেব’–এর চিত্রনাট্যও অনিল গাঙ্গুলীর লেখা। এরপর ‘বলিদান’ নামে আরও একটি হিন্দি ফিল্মে শিশুশিল্পী হিসেবে কাজ করেন রূপালী।
রূপালী পরিচিতি সিরিয়ালজগতে জনপ্রিয় হয়ে ওঠেন স্টার ওয়ানের ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ‘মণীষা’র চরিত্রে অভিনয় করে।
২০০৬ সালে ‘বিগ বস’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করলেও জিততে পারেননি রূপালী। কিন্তু ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মায়ের মতো খেয়াল রাখা রূপালীকে জনপ্রিয় করে তুলেছিল।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রূপালী। ২০০০ সালে মুম্বাইয়ে নিজের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি তৈরি করেছেন তিনি।
২০১৩ সালে রূপালী বিয়ে করেন অশ্বিন কে বর্মাকে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম রুদ্রাংশ।
ঢাকা: স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ কলকাতার ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। অপর দিকে ‘অনুপমা’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করছেন এক বাঙালি, রূপালী গাঙ্গুলী। সারাভাই ভার্সেস সারাভাই, কাব্যাঞ্জলি, সঞ্জীবিনী, পরওয়ারিশের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রূপালী।
শ্রীময়ীর রিমেক অবশ্য এই প্রথম নয়, এর আগে কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম, মারাঠি ভাষায়ও এই ধারাবাহিকের রিমেক তৈরি হয়েছে। গত ১৬ মার্চ থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘অনুপমা’। এক গুজরাটি পরিবারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে অনুপমার গল্প।
রূপালীর বাবা অনিল গাঙ্গুলী ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। জয়া বচ্চন অভিনীত ফিল্ম ‘কোরা কাগজ’-এর চিত্রনাট্য তাঁর লেখা।
১৯৮৫ সালে মাত্র সাত বছর বয়সে অনিল কাপুর অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’-এর মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল রূপালীর। ‘সাহেব’–এর চিত্রনাট্যও অনিল গাঙ্গুলীর লেখা। এরপর ‘বলিদান’ নামে আরও একটি হিন্দি ফিল্মে শিশুশিল্পী হিসেবে কাজ করেন রূপালী।
রূপালী পরিচিতি সিরিয়ালজগতে জনপ্রিয় হয়ে ওঠেন স্টার ওয়ানের ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ‘মণীষা’র চরিত্রে অভিনয় করে।
২০০৬ সালে ‘বিগ বস’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করলেও জিততে পারেননি রূপালী। কিন্তু ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মায়ের মতো খেয়াল রাখা রূপালীকে জনপ্রিয় করে তুলেছিল।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রূপালী। ২০০০ সালে মুম্বাইয়ে নিজের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি তৈরি করেছেন তিনি।
২০১৩ সালে রূপালী বিয়ে করেন অশ্বিন কে বর্মাকে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম রুদ্রাংশ।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৯ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৯ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৯ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে