Ajker Patrika

আব্বাসউদ্‌দীন ও আব্দুল আলীমের গান উর্দু সিরিয়ালে

আব্বাসউদ্‌দীন ও আব্দুল আলীমের গান উর্দু সিরিয়ালে

ঢাকা: পাকিস্তানের উর্দু টিভি সিরিয়ালে বাংলাদেশের লোকগান প্রচার হয়েছে। কিংবদন্তি দুই লোকসংগীতশিল্পী আব্বাসউদ্‌দীন আহমেদ ও আব্দুল আলীমের শ্রোতাপ্রিয় দুই গান ‘আল্লাহ মেঘ দে পানি দে’ ও ‘পরের জায়গা পরের জমি’ গান দুটি সিরিয়ালে ব্যবহার করা হয়েছে। গানের দৃশ্য টুইটারে ছড়িয়ে পড়েছে। করাচিভিত্তিক টেলিভিশন হাম টিভিতে ২০১৬ থেকে ২০১৭ সালে প্রচারিত ‘সাঙ্গে মার মার’ নামের সিরিয়ালে গানগুলো ব্যবহার করা হয়েছিল।

গীতিকার আব্দুল লতিফের কথায় আব্দুল আলীমের কণ্ঠে গানটি দশকের পর দশক মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সিরিয়ালের এক দৃশ্যে বৃষ্টির সন্ধ্যায় নারীকণ্ঠে গাওয়া গানটির তালে এক নারী অভিনয়শিল্পীকে নাচতে দেখা গেছে। আরেক দৃশ্যে আড্ডার আমেজে পরিবেশন করা হয়েছে ‘আল্লাহ মেঘ দে পানি দে’; গীতিকার জালালউদ্দিনের কথায় আব্বাসউদ্‌দীন আহমেদের কণ্ঠে গানটি বাংলাদেশ ছাপিয়ে পশ্চিমবঙ্গেও দারুণ জনপ্রিয়। ২৮ পর্বের সিরিয়ালটি পরিচালনা করেছেন পাকিস্তানি নির্মাতা সাইফি হাসান।

কয়েক দিন আগে পাকিস্তানের আরেক সিরিয়ালে ব্যবহৃত রবিঠাকুরের ‘আমার পরাণ যাহা চায়’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। পাকিস্তানি নির্মাতা মেহেরিন জব্বারের পরিচালনায় ‘দিল কেয়া করে’ সিরিয়ালে বাংলা ভাষায় রবিঠাকুরের গানটি পরিবেশন করেছেন ভারতীয় গায়িকা ও অভিনেত্রী শর্বরি দেশপাণ্ডে।

 উর্দু সিরিয়াল ‘সাঙ্গে মার মার’ এর পোস্টার। ৩০ পর্বের সিরিজটি ২০১৯ সালের ১৪ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত পাকিস্তানের জিও টেলিভিশনে প্রচার হয়েছে। অবশ্য অনেকে বলছেন, বাংলাদেশি দর্শক ধরার জন্যই এমন বাংলা গানপ্রীতি।

সম্প্রতি একের পর এক উর্দু সিরিয়ালে বাংলা গানের ব্যবহার হলেও বরাবরই বাংলা ভাষার বিরুদ্ধাচরণ করে এসেছে পাকিস্তান সরকার। ভাষা আন্দোলনে ‘পরের জায়গা পরের জমি’র গীতিকার আব্দুল লতিফের লেখা ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’, ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’ আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছে। এমনকি বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত