Ajker Patrika

আসছে ‘উমা’, ট্রেনের ফেরিওয়ালা থেকে দেশসেরা

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৯: ২৩
আসছে ‘উমা’, ট্রেনের ফেরিওয়ালা থেকে দেশসেরা

জীবিকার তাগিদেই ফেরি করে বেড়ায় মেয়েটি। ট্রেনে নকশি পিঠা বিক্রি করে সে। রোজ স্টেশনে কাটে তার ব্যস্ত সময়। যখনই কোনো ট্রেন এসে থামে প্ল্যাটফর্মে, শুরু হয়ে যায় তার ব্যস্ততা। দুই হাতে পিঠাভর্তি ব্যাগ ঝুলিয়ে উঠে পড়ে ট্রেনে। এ বগি থেকে ও বগি ঘুরে বিক্রি করে নকশি পিঠা। নাম তার উমা। তার নামেই জি বাংলার নতুন সিরিয়ালের নাম। ইতিমধ্যেই সিরিয়ালটির প্রমো প্রচার শুরু হয়েছে।

‘উমা’ সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করবেন শিঞ্জিনি চক্রবর্তীজানা যাচ্ছে, এর আগে চ্যানেলটি একজন ফুটবল খেলোয়াড়ের গল্প নিয়ে সিরিয়াল বানিয়েছে। ‘উমা’ সিরিয়ালটি তৈরি হয়েছে এক নারী ক্রিকেটারের গল্প নিয়ে। ট্রেনের ওই ফেরিওয়ালা মেয়েটাই একদিন হয়ে উঠবে দেশসেরা ক্রিকেটার। সংসারের খরচ জোগাতে নকশি পিঠা ফেরি করলেও মনে তার প্রবল জেদ। আর দুচোখে স্বপ্ন—একদিন সে ক্রিকেটে নাম কামাবে। ‘উমা’র জীবন চ্যালেঞ্জে ভরপুর। তবু দেশের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে দাপিয়ে বেড়ানোর স্বপ্ন দেখে সে। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে উমাকে, সেটাই নতুন সিরিয়ালের গল্প।

‘উমা’ সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করবেন শিঞ্জিনি চক্রবর্তীট্রেনে ফেরি করতে গিয়েই উমার পরিচয় হয় নারী ক্রিকেট দলের সঙ্গে। ক্রিকেটের ভক্ত উমা। কিন্তু আর্থিক দুর্দশার কারণে ব‍্যাট-বল ছাড়তে হয়েছে তাকে। ‘উমা’ সিরিয়ালের প্রযোজক, পরিচালক ও কাহিনিকার সুশান্ত দাস। তিনি জানান, গল্পের কেন্দ্রীয় চরিত্র উমা ছোটবেলায় বাবাকে হারিয়েছে। এত কষ্টের মধ‍্যেও ক্রিকেট খেলার স্বপ্ন হারায়নি তার চোখ থেকে। এই সিরিয়ালের গল্প দর্শকদের আরও একবার মনে করিয়ে দিতে পারে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর কাহিনি।

‘উমা’ সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করবেন শিঞ্জিনি চক্রবর্তী‘উমা’ সিরিয়ালে নাম ভূমিকায় দেখা যাবে শিঞ্জিনী চক্রবর্তীকে। শিঞ্জিনী একজন পেশাদার মডেল। তবে অভিনয়ে তিনি একেবারেই নতুন। ‘উমা’ দিয়েই অভিনয় শুরু হবে তাঁর। এ ছাড়া এই সিরিয়ালে নারী ক্রিকেটারের ভূমিকায় থাকবেন শ্রীতমা মিত্র। ‘উমা’য় নায়ক চরিত্রে নীল ভট্টাচার্যকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

তবে কবে থেকে শুরু হবে নতুন এই সিরিয়ালের প্রচার, সেটা এখনো জানায়নি জি বাংলা। ‘উমা’ চরিত্রে অভিনয় করা শিঞ্জিনী চক্রবর্তী ক্রিকেট খেলায় তেমন পারদর্শী নন। তাঁর মতো আরও যাঁরা অভিনয় করবেন এ ধারাবাহিকে, তাঁরা ইদানীং ব্যাট–বল নিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন। কলকাতার বিবেকানন্দ পার্কে প্রতিদিন চলছে প্রশিক্ষণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত