জীবিকার তাগিদেই ফেরি করে বেড়ায় মেয়েটি। ট্রেনে নকশি পিঠা বিক্রি করে সে। রোজ স্টেশনে কাটে তার ব্যস্ত সময়। যখনই কোনো ট্রেন এসে থামে প্ল্যাটফর্মে, শুরু হয়ে যায় তার ব্যস্ততা। দুই হাতে পিঠাভর্তি ব্যাগ ঝুলিয়ে উঠে পড়ে ট্রেনে। এ বগি থেকে ও বগি ঘুরে বিক্রি করে নকশি পিঠা। নাম তার উমা। তার নামেই জি বাংলার নতুন সিরিয়ালের নাম। ইতিমধ্যেই সিরিয়ালটির প্রমো প্রচার শুরু হয়েছে।
জানা যাচ্ছে, এর আগে চ্যানেলটি একজন ফুটবল খেলোয়াড়ের গল্প নিয়ে সিরিয়াল বানিয়েছে। ‘উমা’ সিরিয়ালটি তৈরি হয়েছে এক নারী ক্রিকেটারের গল্প নিয়ে। ট্রেনের ওই ফেরিওয়ালা মেয়েটাই একদিন হয়ে উঠবে দেশসেরা ক্রিকেটার। সংসারের খরচ জোগাতে নকশি পিঠা ফেরি করলেও মনে তার প্রবল জেদ। আর দুচোখে স্বপ্ন—একদিন সে ক্রিকেটে নাম কামাবে। ‘উমা’র জীবন চ্যালেঞ্জে ভরপুর। তবু দেশের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে দাপিয়ে বেড়ানোর স্বপ্ন দেখে সে। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে উমাকে, সেটাই নতুন সিরিয়ালের গল্প।
ট্রেনে ফেরি করতে গিয়েই উমার পরিচয় হয় নারী ক্রিকেট দলের সঙ্গে। ক্রিকেটের ভক্ত উমা। কিন্তু আর্থিক দুর্দশার কারণে ব্যাট-বল ছাড়তে হয়েছে তাকে। ‘উমা’ সিরিয়ালের প্রযোজক, পরিচালক ও কাহিনিকার সুশান্ত দাস। তিনি জানান, গল্পের কেন্দ্রীয় চরিত্র উমা ছোটবেলায় বাবাকে হারিয়েছে। এত কষ্টের মধ্যেও ক্রিকেট খেলার স্বপ্ন হারায়নি তার চোখ থেকে। এই সিরিয়ালের গল্প দর্শকদের আরও একবার মনে করিয়ে দিতে পারে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর কাহিনি।
‘উমা’ সিরিয়ালে নাম ভূমিকায় দেখা যাবে শিঞ্জিনী চক্রবর্তীকে। শিঞ্জিনী একজন পেশাদার মডেল। তবে অভিনয়ে তিনি একেবারেই নতুন। ‘উমা’ দিয়েই অভিনয় শুরু হবে তাঁর। এ ছাড়া এই সিরিয়ালে নারী ক্রিকেটারের ভূমিকায় থাকবেন শ্রীতমা মিত্র। ‘উমা’য় নায়ক চরিত্রে নীল ভট্টাচার্যকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
তবে কবে থেকে শুরু হবে নতুন এই সিরিয়ালের প্রচার, সেটা এখনো জানায়নি জি বাংলা। ‘উমা’ চরিত্রে অভিনয় করা শিঞ্জিনী চক্রবর্তী ক্রিকেট খেলায় তেমন পারদর্শী নন। তাঁর মতো আরও যাঁরা অভিনয় করবেন এ ধারাবাহিকে, তাঁরা ইদানীং ব্যাট–বল নিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন। কলকাতার বিবেকানন্দ পার্কে প্রতিদিন চলছে প্রশিক্ষণ।
জীবিকার তাগিদেই ফেরি করে বেড়ায় মেয়েটি। ট্রেনে নকশি পিঠা বিক্রি করে সে। রোজ স্টেশনে কাটে তার ব্যস্ত সময়। যখনই কোনো ট্রেন এসে থামে প্ল্যাটফর্মে, শুরু হয়ে যায় তার ব্যস্ততা। দুই হাতে পিঠাভর্তি ব্যাগ ঝুলিয়ে উঠে পড়ে ট্রেনে। এ বগি থেকে ও বগি ঘুরে বিক্রি করে নকশি পিঠা। নাম তার উমা। তার নামেই জি বাংলার নতুন সিরিয়ালের নাম। ইতিমধ্যেই সিরিয়ালটির প্রমো প্রচার শুরু হয়েছে।
জানা যাচ্ছে, এর আগে চ্যানেলটি একজন ফুটবল খেলোয়াড়ের গল্প নিয়ে সিরিয়াল বানিয়েছে। ‘উমা’ সিরিয়ালটি তৈরি হয়েছে এক নারী ক্রিকেটারের গল্প নিয়ে। ট্রেনের ওই ফেরিওয়ালা মেয়েটাই একদিন হয়ে উঠবে দেশসেরা ক্রিকেটার। সংসারের খরচ জোগাতে নকশি পিঠা ফেরি করলেও মনে তার প্রবল জেদ। আর দুচোখে স্বপ্ন—একদিন সে ক্রিকেটে নাম কামাবে। ‘উমা’র জীবন চ্যালেঞ্জে ভরপুর। তবু দেশের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে দাপিয়ে বেড়ানোর স্বপ্ন দেখে সে। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে উমাকে, সেটাই নতুন সিরিয়ালের গল্প।
ট্রেনে ফেরি করতে গিয়েই উমার পরিচয় হয় নারী ক্রিকেট দলের সঙ্গে। ক্রিকেটের ভক্ত উমা। কিন্তু আর্থিক দুর্দশার কারণে ব্যাট-বল ছাড়তে হয়েছে তাকে। ‘উমা’ সিরিয়ালের প্রযোজক, পরিচালক ও কাহিনিকার সুশান্ত দাস। তিনি জানান, গল্পের কেন্দ্রীয় চরিত্র উমা ছোটবেলায় বাবাকে হারিয়েছে। এত কষ্টের মধ্যেও ক্রিকেট খেলার স্বপ্ন হারায়নি তার চোখ থেকে। এই সিরিয়ালের গল্প দর্শকদের আরও একবার মনে করিয়ে দিতে পারে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর কাহিনি।
‘উমা’ সিরিয়ালে নাম ভূমিকায় দেখা যাবে শিঞ্জিনী চক্রবর্তীকে। শিঞ্জিনী একজন পেশাদার মডেল। তবে অভিনয়ে তিনি একেবারেই নতুন। ‘উমা’ দিয়েই অভিনয় শুরু হবে তাঁর। এ ছাড়া এই সিরিয়ালে নারী ক্রিকেটারের ভূমিকায় থাকবেন শ্রীতমা মিত্র। ‘উমা’য় নায়ক চরিত্রে নীল ভট্টাচার্যকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
তবে কবে থেকে শুরু হবে নতুন এই সিরিয়ালের প্রচার, সেটা এখনো জানায়নি জি বাংলা। ‘উমা’ চরিত্রে অভিনয় করা শিঞ্জিনী চক্রবর্তী ক্রিকেট খেলায় তেমন পারদর্শী নন। তাঁর মতো আরও যাঁরা অভিনয় করবেন এ ধারাবাহিকে, তাঁরা ইদানীং ব্যাট–বল নিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন। কলকাতার বিবেকানন্দ পার্কে প্রতিদিন চলছে প্রশিক্ষণ।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৯ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৯ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৯ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে