দুজনের অমতেই বিয়ে হয়েছে ঋষিরাজ আর পিহুর। এরপর কী হবে তাদের ভবিষ্যৎ, এমন কৌতূহল ছিল ‘মন ফাগুন’ সিরিয়ালের দর্শকদের মধ্যে। চ্যানেলের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল, ঘুরে যাচ্ছে গল্পের মোড়।
সেটাই হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় এ সিরিয়ালের নতুন প্রোমো সে ইঙ্গিতই দিচ্ছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একে অপরকে জব্দ করতে নতুন ফন্দি আঁটছে নবদম্পতি। ঋষিরাজের সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে পিহু। রুমের মাঝ বরাবর কাপড় দিয়ে পর্দা টেনে দিয়েছে। স্বামী ঋষিরাজকে ডাকছে ‘রক্তচোষা বাদুড়’ বলে।
তবে সবকিছু মেনে নিলেও বিছানার ভাগ দিতে রাজি নয় ঋষিরাজ। পিহুকে শাসিয়ে সে বলে, ‘এটা আমার ঘর। জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নেওয়ার চেষ্টা করবেন না’। পাল্টা পিহু জানতে চায়, ‘কী করবেন আপনি?’ ঋষির সটান জবাব, ‘সবাইকে আপনার লেখা প্রেমপত্র দেখাব আর বলে দেব আপনার একটা বয়ফ্রেন্ড আছে।’
এরপর পিহুর প্রতিক্রিয়া কী হবে, সেটা বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে, খুব সহজ হবে না তাদের দাম্পত্য। অনেক কিছু ঘটবে এ সপ্তাহের পর্বগুলোতে। স্টার জলসা তাই ‘মন ফাগুন’-এর চলতি সপ্তাহের ট্যাগলাইন দিয়েছে ‘বিয়ের ফাঁদে’।
ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলছে ‘মন ফাগুন’। ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প সিরিয়ালের মূল প্রেক্ষাপট। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ আর ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।
দুজনের অমতেই বিয়ে হয়েছে ঋষিরাজ আর পিহুর। এরপর কী হবে তাদের ভবিষ্যৎ, এমন কৌতূহল ছিল ‘মন ফাগুন’ সিরিয়ালের দর্শকদের মধ্যে। চ্যানেলের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল, ঘুরে যাচ্ছে গল্পের মোড়।
সেটাই হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় এ সিরিয়ালের নতুন প্রোমো সে ইঙ্গিতই দিচ্ছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একে অপরকে জব্দ করতে নতুন ফন্দি আঁটছে নবদম্পতি। ঋষিরাজের সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে পিহু। রুমের মাঝ বরাবর কাপড় দিয়ে পর্দা টেনে দিয়েছে। স্বামী ঋষিরাজকে ডাকছে ‘রক্তচোষা বাদুড়’ বলে।
তবে সবকিছু মেনে নিলেও বিছানার ভাগ দিতে রাজি নয় ঋষিরাজ। পিহুকে শাসিয়ে সে বলে, ‘এটা আমার ঘর। জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নেওয়ার চেষ্টা করবেন না’। পাল্টা পিহু জানতে চায়, ‘কী করবেন আপনি?’ ঋষির সটান জবাব, ‘সবাইকে আপনার লেখা প্রেমপত্র দেখাব আর বলে দেব আপনার একটা বয়ফ্রেন্ড আছে।’
এরপর পিহুর প্রতিক্রিয়া কী হবে, সেটা বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে, খুব সহজ হবে না তাদের দাম্পত্য। অনেক কিছু ঘটবে এ সপ্তাহের পর্বগুলোতে। স্টার জলসা তাই ‘মন ফাগুন’-এর চলতি সপ্তাহের ট্যাগলাইন দিয়েছে ‘বিয়ের ফাঁদে’।
ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলছে ‘মন ফাগুন’। ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প সিরিয়ালের মূল প্রেক্ষাপট। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ আর ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৯ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১১ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১১ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১ দিন আগে