ঢাকা : স্টার জলসার ধারাবাহিক ‘ফেলনা’। এতে শিশুশিল্পী মেঘান চক্রবর্তীর অভিনয় মন কেড়েছে দর্শকের। দুষ্টুমিষ্টি হাসি আর সরল চাহনিতে জয় করে নিয়েছে বাঙালির হৃদয়। তবে দর্শকের জন্য মন খারাপের খবর, এখন থেকে আর মেঘানকে দেখা যাবে না ‘ফেলনা’য়। খুব শিগগির সে বিদায় নেবে জনপ্রিয় এই সিরিয়াল থেকে। তার জায়গায় আসবে নতুন মুখ।
কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রযোজক-নির্মাতারা? অথচ সিরিয়ালটির জনপ্রিয় মুখ মেঘান। বলা চলে তার জন্যই দিনে দিনে সিরিয়ালটির টিআরপি বেড়েছে। জানা গেল, করোনা পরিস্থিতিতে শিশুশিল্পী নিয়ে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই নির্মাতা-প্রযোজক চাইলেও মেঘানকে নিয়ে এগোনো হচ্ছে না তাঁদের।
এই সিরিয়ালের প্রযোজক রাজ চক্রবর্তী। শিশু চরিত্র বাদ দিতে বেশ মাথা ঘামাতে হয়েছে প্রযোজক-নির্মাতাদের। গল্প এগিয়ে দিয়েছেন দশ বছর। ছোট্ট ‘ফেলনা’ ততদিনে কিশোরী। কিশোরী ‘ফেলনা’ চরিত্রে হাজির হবে হিয়া দে। এখন থেকে কিশোরী ফেলনা হিসেবে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত হিয়াকেই দেখবেন দর্শক।
সিরিয়াল থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়েছে মেঘান। ইনস্টাগ্রামে ‘ফেলনা’ চরিত্রের তিনটি ছবি পোস্ট করে লিখেছে, ‘ফেলনাকে এত আদর দিয়েছ তোমরা। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
‘ফেলনা’র আগে ‘কাদম্বিনী’ ধারাবাহিকেও কাজ করেছে মেঘান। ওটিটিতে কাজের অভিজ্ঞতাও আছে তার। হইচইয়ের ওয়েব সিরিজ ‘সেই যে হলুদ পাখি’র দ্বিতীয় সিজন এবং ‘নতুন গল্প হয়ে যাক’–এ কাজ করেছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘান জানিয়েছিল, তার বাবা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন বাবাকে কাছে পেয়ে মনের ভার একটু কমেছে। বাবা হাসপাতাল থেকে আসার পর লেখে, ‘বাবা, তুমিই আমার সব। তোমাকে এতদিন ছেড়ে কখনো থাকিনি। লড়াই জিতে তুমি ফিরে এসেছ। এতদিনের ভয়, মন খারাপ এবার শেষ।’
তবে, শেষ আর হলো কই! ‘ফেলনা’ থেকে বাদ পড়ে যাওয়ায় একটু তো প্রভাব পড়েছেই তার ছোট্ট মনে।
ঢাকা : স্টার জলসার ধারাবাহিক ‘ফেলনা’। এতে শিশুশিল্পী মেঘান চক্রবর্তীর অভিনয় মন কেড়েছে দর্শকের। দুষ্টুমিষ্টি হাসি আর সরল চাহনিতে জয় করে নিয়েছে বাঙালির হৃদয়। তবে দর্শকের জন্য মন খারাপের খবর, এখন থেকে আর মেঘানকে দেখা যাবে না ‘ফেলনা’য়। খুব শিগগির সে বিদায় নেবে জনপ্রিয় এই সিরিয়াল থেকে। তার জায়গায় আসবে নতুন মুখ।
কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রযোজক-নির্মাতারা? অথচ সিরিয়ালটির জনপ্রিয় মুখ মেঘান। বলা চলে তার জন্যই দিনে দিনে সিরিয়ালটির টিআরপি বেড়েছে। জানা গেল, করোনা পরিস্থিতিতে শিশুশিল্পী নিয়ে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই নির্মাতা-প্রযোজক চাইলেও মেঘানকে নিয়ে এগোনো হচ্ছে না তাঁদের।
এই সিরিয়ালের প্রযোজক রাজ চক্রবর্তী। শিশু চরিত্র বাদ দিতে বেশ মাথা ঘামাতে হয়েছে প্রযোজক-নির্মাতাদের। গল্প এগিয়ে দিয়েছেন দশ বছর। ছোট্ট ‘ফেলনা’ ততদিনে কিশোরী। কিশোরী ‘ফেলনা’ চরিত্রে হাজির হবে হিয়া দে। এখন থেকে কিশোরী ফেলনা হিসেবে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত হিয়াকেই দেখবেন দর্শক।
সিরিয়াল থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়েছে মেঘান। ইনস্টাগ্রামে ‘ফেলনা’ চরিত্রের তিনটি ছবি পোস্ট করে লিখেছে, ‘ফেলনাকে এত আদর দিয়েছ তোমরা। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
‘ফেলনা’র আগে ‘কাদম্বিনী’ ধারাবাহিকেও কাজ করেছে মেঘান। ওটিটিতে কাজের অভিজ্ঞতাও আছে তার। হইচইয়ের ওয়েব সিরিজ ‘সেই যে হলুদ পাখি’র দ্বিতীয় সিজন এবং ‘নতুন গল্প হয়ে যাক’–এ কাজ করেছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘান জানিয়েছিল, তার বাবা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন বাবাকে কাছে পেয়ে মনের ভার একটু কমেছে। বাবা হাসপাতাল থেকে আসার পর লেখে, ‘বাবা, তুমিই আমার সব। তোমাকে এতদিন ছেড়ে কখনো থাকিনি। লড়াই জিতে তুমি ফিরে এসেছ। এতদিনের ভয়, মন খারাপ এবার শেষ।’
তবে, শেষ আর হলো কই! ‘ফেলনা’ থেকে বাদ পড়ে যাওয়ায় একটু তো প্রভাব পড়েছেই তার ছোট্ট মনে।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
২ মিনিট আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৫ মিনিট আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১৩ মিনিট আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
২৭ মিনিট আগে