ভারতের কালারস চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’। খুব শিগগির আসবে এর দ্বিতীয় সিজন। প্রমোও প্রকাশিত হয়েছে। আর তাতেই নস্টালজিক দর্শক। দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধান করছেন। আরেক ছোট্ট কন্যাসন্তানকে দেখা যাচ্ছে কনের বেশে। বালিকা বিবাহের রেওয়াজ, তার খারাপ দিক, শাশুড়ির কাছে মায়ের যত্নে বেড়ে ওঠার মতো বিষয়গুলো তুলে ধরেছিল প্রথম সিজন।
ইতিমধ্যে রাজস্থানে শুরু হয়ে গেছে শুটিং। ‘বালিকা বধূ ২’-এ সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ ও ঋদ্ধি নায়েক অভিনয় করবেন। জানা যাচ্ছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। যদিও খুদে আনন্দির নাম এখনো জানা যায়নি।
‘বালিকা বধূ’র প্রথম সিজন ২০০৮–এ শুরু হয়ে ২০১৬ পর্যন্ত চলেছিল। ছোট্ট আনন্দির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে অভিকা গর। পরে তরুণী চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’ -এ দেখা গেছে তাঁকে। আনন্দির স্বামী জগদীশের চরিত্রে অভিনয় করবেন অবিনাশ মুখোপাধ্যায় এবং পরিণত বয়সে শশাঙ্ক ব্যাস ও শক্তি আনন্দ।
আগস্ট থেকেই শুরু হবে নতুন ‘বালিকা বধূ’র প্রচার।
ভারতের কালারস চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’। খুব শিগগির আসবে এর দ্বিতীয় সিজন। প্রমোও প্রকাশিত হয়েছে। আর তাতেই নস্টালজিক দর্শক। দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধান করছেন। আরেক ছোট্ট কন্যাসন্তানকে দেখা যাচ্ছে কনের বেশে। বালিকা বিবাহের রেওয়াজ, তার খারাপ দিক, শাশুড়ির কাছে মায়ের যত্নে বেড়ে ওঠার মতো বিষয়গুলো তুলে ধরেছিল প্রথম সিজন।
ইতিমধ্যে রাজস্থানে শুরু হয়ে গেছে শুটিং। ‘বালিকা বধূ ২’-এ সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ ও ঋদ্ধি নায়েক অভিনয় করবেন। জানা যাচ্ছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। যদিও খুদে আনন্দির নাম এখনো জানা যায়নি।
‘বালিকা বধূ’র প্রথম সিজন ২০০৮–এ শুরু হয়ে ২০১৬ পর্যন্ত চলেছিল। ছোট্ট আনন্দির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে অভিকা গর। পরে তরুণী চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’ -এ দেখা গেছে তাঁকে। আনন্দির স্বামী জগদীশের চরিত্রে অভিনয় করবেন অবিনাশ মুখোপাধ্যায় এবং পরিণত বয়সে শশাঙ্ক ব্যাস ও শক্তি আনন্দ।
আগস্ট থেকেই শুরু হবে নতুন ‘বালিকা বধূ’র প্রচার।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৯ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৯ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৯ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে