বিনোদন ডেস্ক
পর পর তিনটি সিজনে ছক্কা হাঁকিয়ে আরও একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরছে পঞ্চায়েত। এবার গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে মঞ্জুদেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। কারণ ভোটের ময়দানে এবার তার প্রতিযোগি ক্রান্তিদেবী।
মঞ্জুদেবী ও ক্রান্তিদেবী—লড়াইয়ের ময়দানে একে অন্যকে টেক্কা দিতে প্রস্তুত। নির্বাচনে জয়লাভের জন্য দুই দলই সব রকমের কৌশল অবলম্বন করছে। বুধবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত সিরিজের চতুর্থ সিজনের ট্রেলার। তাতে দেখা গেল, মঞ্জু বনাম ক্রান্তির লড়াই একেবারে হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেছে।
ট্রেলারের পাশাপাশি মুক্তির নতুন তারিখও ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত ৪ মুক্তির কথা ছিল ২ জুলাই। তবে দর্শকদের ভোটে এগিয়ে আনা হয়েছে মুক্তির তারিখ। এক সপ্তাহ আগেই ২৪ জুন থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে সিরিজটি।
পঞ্চায়েত বরাবরই প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষের কথা বলে এসেছে। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সেটা ট্রেলারেই দেখা গেছে। নির্বাচনের পাশাপাশি এই সিজনে বিশেষভাবে নজর থাকবে রিঙ্কি ও সচিবজির প্রেমকাহিনির দিকে। কারণ তাঁদের মধ্যে রসায়ন যে আরও জমে উঠেছে, সেটা বোঝা গেছে ট্রেলারে।
পঞ্চায়েত সিজন ৪-এ আগের মতোই দেখা যাবে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখকে।
পর পর তিনটি সিজনে ছক্কা হাঁকিয়ে আরও একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরছে পঞ্চায়েত। এবার গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে মঞ্জুদেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। কারণ ভোটের ময়দানে এবার তার প্রতিযোগি ক্রান্তিদেবী।
মঞ্জুদেবী ও ক্রান্তিদেবী—লড়াইয়ের ময়দানে একে অন্যকে টেক্কা দিতে প্রস্তুত। নির্বাচনে জয়লাভের জন্য দুই দলই সব রকমের কৌশল অবলম্বন করছে। বুধবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত সিরিজের চতুর্থ সিজনের ট্রেলার। তাতে দেখা গেল, মঞ্জু বনাম ক্রান্তির লড়াই একেবারে হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেছে।
ট্রেলারের পাশাপাশি মুক্তির নতুন তারিখও ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত ৪ মুক্তির কথা ছিল ২ জুলাই। তবে দর্শকদের ভোটে এগিয়ে আনা হয়েছে মুক্তির তারিখ। এক সপ্তাহ আগেই ২৪ জুন থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে সিরিজটি।
পঞ্চায়েত বরাবরই প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষের কথা বলে এসেছে। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সেটা ট্রেলারেই দেখা গেছে। নির্বাচনের পাশাপাশি এই সিজনে বিশেষভাবে নজর থাকবে রিঙ্কি ও সচিবজির প্রেমকাহিনির দিকে। কারণ তাঁদের মধ্যে রসায়ন যে আরও জমে উঠেছে, সেটা বোঝা গেছে ট্রেলারে।
পঞ্চায়েত সিজন ৪-এ আগের মতোই দেখা যাবে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখকে।
‘ইকুয়ানিমিটি সেশনস’ শিরোনামের অনুষ্ঠানে সুনিধি নায়েক বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
২ ঘণ্টা আগেবিয়ের পর মাহি তাঁর ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করতেন রকিব সরকারের সঙ্গে তোলা ছবি। তবে বিচ্ছেদের পর একসঙ্গে তোলা তাঁদের কোনো ছবি আর দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন মাহি।
২ ঘণ্টা আগেআবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
১৫ ঘণ্টা আগে২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান।
১৫ ঘণ্টা আগে