এক আকাশের নিচে: জি বাংলার তখন নাম ছিল আলফা বাংলা। ওই চ্যানেলে প্রচারিত হতো ‘এক আকাশের নিচে’ সিরিয়াল। যৌথ পরিবারের গল্প। দৈনন্দিন জীবনে পরিবার ও সংসারের খুঁটিনাটি বিষয়গুলো উঠে এসেছিল এই ধারাবাহিকে। হাই ভলিউমের মিউজিক আর বাড়তি জটিলতা ছাড়াই এই ধারাবাহিক দর্শকের মন জয় করেছিল। তবে ‘এক আকাশের নিচে’র চমক ছিল একঝাঁক দক্ষ অভিনয়শিল্পী। এতে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখার্জি, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, বাদশা মৈত্র, কমলিকা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনয়শিল্পীরা।
ওগো বধূ সুন্দরী: স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল এটি। বড়লোক বাবার জেদি মেয়ে ললিতা। বিয়ের পর এক সাধারণ যৌথ পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার সংগ্রাম করে সে। আদর-ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেয়। এই সিরিয়ালে ললিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তুলিকা বসু। আর ললিতার চরিত্রে ছিলেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর প্রেমিক চরিত্রে ছিলেন রাজদীপ গুপ্ত। তখন রাজদীপ-ঋতাভরী হয়ে উঠেছিলেন দর্শকের অন্যতম পছন্দের জুটি।
এখানে আকাশ নীল: একজন রাগী চরিত্রের ডাক্তার উজান আর তাঁর মিষ্টি চরিত্রের প্রেমিকা হিয়া। এ দুই বিপরীত স্বভাবের দুজনকে নিয়েই ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের গল্প। উজানের কঠিন ব্যক্তিত্বের দেয়াল ভেঙে হিয়াই পারত তার নরম মনের মানুষটিকে খুঁজে বের করতে। স্টার জলসায় প্রচারিত হতো সিরিয়ালটি। হিয়া চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ঘোষ দাস। আর উজান চরিত্রে ছিলেন ঋষি কৌশিক। দেড় বছর আগে স্টার জলসায় আবারও দেখা গিয়েছিল ‘উজান-হিয়া’র মিষ্টি প্রেম। সেখানে অভিনয় করেছিলেন অনামিকা চক্রবর্তী ও শন ব্যানার্জি।
এক নম্বর মেসবাড়ি: একটি মেসবাড়ি। কয়েকজন ব্যাচেলর। তাদের জীবনের উত্থান-পতন কমেডির মোড়কে তুলে ধরা হয়েছিল এই সিরিয়ালে। মেসবাড়ির মালিকের সঙ্গে সমস্যা, কারো আবার প্রেমকেন্দ্রিক জটিলতা দারুণভাবে তুলে ধরেছিলেন নির্মাতা। অভিনয় করেছিলেন বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, চন্দন সেন প্রমুখ।
বিন্নি ধানের খই: গ্রামের সহজ-সরল অথচ বুদ্ধিমতি মেয়ে মোহর। বিয়ের পর শহরে আসে। শহরের পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নেয় নিজেকে, কীভাবে শ্বশুরবাড়ির নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে টিকে থাকে, সেটাই ‘বিন্নি ধানের খই’য়ের গল্প। ইটিভি বাংলায় দেখা যেত সিরিয়ালটি। একপর্যায়ে বিচ্ছেদও হয় মোহরের। তবে ভেঙে না পড়ে নিজের সাফল্যের দিকে মন দেয় মোহর। এ চরিত্রে অভিনয় করেছিলেন মনামি ঘোষ আর তাঁর স্বামী রোহন চরিত্রে ছিলেন মনোজ ওঝা।
এক আকাশের নিচে: জি বাংলার তখন নাম ছিল আলফা বাংলা। ওই চ্যানেলে প্রচারিত হতো ‘এক আকাশের নিচে’ সিরিয়াল। যৌথ পরিবারের গল্প। দৈনন্দিন জীবনে পরিবার ও সংসারের খুঁটিনাটি বিষয়গুলো উঠে এসেছিল এই ধারাবাহিকে। হাই ভলিউমের মিউজিক আর বাড়তি জটিলতা ছাড়াই এই ধারাবাহিক দর্শকের মন জয় করেছিল। তবে ‘এক আকাশের নিচে’র চমক ছিল একঝাঁক দক্ষ অভিনয়শিল্পী। এতে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখার্জি, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, বাদশা মৈত্র, কমলিকা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনয়শিল্পীরা।
ওগো বধূ সুন্দরী: স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল এটি। বড়লোক বাবার জেদি মেয়ে ললিতা। বিয়ের পর এক সাধারণ যৌথ পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার সংগ্রাম করে সে। আদর-ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেয়। এই সিরিয়ালে ললিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তুলিকা বসু। আর ললিতার চরিত্রে ছিলেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর প্রেমিক চরিত্রে ছিলেন রাজদীপ গুপ্ত। তখন রাজদীপ-ঋতাভরী হয়ে উঠেছিলেন দর্শকের অন্যতম পছন্দের জুটি।
এখানে আকাশ নীল: একজন রাগী চরিত্রের ডাক্তার উজান আর তাঁর মিষ্টি চরিত্রের প্রেমিকা হিয়া। এ দুই বিপরীত স্বভাবের দুজনকে নিয়েই ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের গল্প। উজানের কঠিন ব্যক্তিত্বের দেয়াল ভেঙে হিয়াই পারত তার নরম মনের মানুষটিকে খুঁজে বের করতে। স্টার জলসায় প্রচারিত হতো সিরিয়ালটি। হিয়া চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ঘোষ দাস। আর উজান চরিত্রে ছিলেন ঋষি কৌশিক। দেড় বছর আগে স্টার জলসায় আবারও দেখা গিয়েছিল ‘উজান-হিয়া’র মিষ্টি প্রেম। সেখানে অভিনয় করেছিলেন অনামিকা চক্রবর্তী ও শন ব্যানার্জি।
এক নম্বর মেসবাড়ি: একটি মেসবাড়ি। কয়েকজন ব্যাচেলর। তাদের জীবনের উত্থান-পতন কমেডির মোড়কে তুলে ধরা হয়েছিল এই সিরিয়ালে। মেসবাড়ির মালিকের সঙ্গে সমস্যা, কারো আবার প্রেমকেন্দ্রিক জটিলতা দারুণভাবে তুলে ধরেছিলেন নির্মাতা। অভিনয় করেছিলেন বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, চন্দন সেন প্রমুখ।
বিন্নি ধানের খই: গ্রামের সহজ-সরল অথচ বুদ্ধিমতি মেয়ে মোহর। বিয়ের পর শহরে আসে। শহরের পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নেয় নিজেকে, কীভাবে শ্বশুরবাড়ির নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে টিকে থাকে, সেটাই ‘বিন্নি ধানের খই’য়ের গল্প। ইটিভি বাংলায় দেখা যেত সিরিয়ালটি। একপর্যায়ে বিচ্ছেদও হয় মোহরের। তবে ভেঙে না পড়ে নিজের সাফল্যের দিকে মন দেয় মোহর। এ চরিত্রে অভিনয় করেছিলেন মনামি ঘোষ আর তাঁর স্বামী রোহন চরিত্রে ছিলেন মনোজ ওঝা।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৩ মিনিট আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৬ মিনিট আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১৪ মিনিট আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
২৮ মিনিট আগে