Ajker Patrika

বেলি ড্যান্সে ভাইরাল ‘গোপী বহু’

আপডেট : ২৮ জুন ২০২১, ২২: ১৮
বেলি ড্যান্সে ভাইরাল ‘গোপী বহু’

ঢাকা: দেবলীনা ভট্টাচার্য বেশ পরিচিত একটা নাম। যদিও ‘গোপী বহু’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ধারাবাহিক শেষ হলেও এখনো ‘গোপী বহু’র মোহ কাটেনি দর্শকদের। ‘বিগ বস’-এর ১৩ ও ১৪ নম্বর সিজনেই নিজের ভিন্নরূপ দেখিয়েছেন। বাড়ির বউয়ের চরিত্র থেকে বেরিয়ে নিজের একটা নতুন পরিচয় তৈরি করেছেন। সেটাকে বলা যায় ‘খোলামেলা’ চরিত্র।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন দেবলীনা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো স্পোর্টস ড্রেস পরে বেলি ড্যান্স করতে। লকডাউনে বাড়িতে বসে নতুন এই ড্যান্স ফর্ম শেখায় মন দিয়েছেন অভিনেত্রী। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর এমন রূপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেবলীনা ভট্টাচার্যভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দেবলীনা লিখেছিলেন, ‘যদিও বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছি, তাহলেও সম্প্রতি এই ড্যান্স ফর্মের প্রেমে পড়েছি আমি। অনেকটাই শেখা বাকি। এখনো পুরোপুরি তৈরি নই যে পুরো একটা গানে নাচব। পরবর্তী সময়ে শেখা শেষ হলে নিশ্চয়ই নাচের পুরো ভিডিও আপলোড করব। ততক্ষণে এই ভিডিও উপভোগ করুন।’

দেবলীনার এই নতুন রূপে বেশ চমকে গিয়েছে অনলাইন দুনিয়া। আরে এটা গোপী বহুই তো!-র মতো কমেন্ট পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর বেলি ড্যান্সিংয়ের জ্বরে কাবু সবাই! অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যদিও নিন্দাও হয়েছে! যাকে ট্রোলিং বলে আর কি! ‘এই নাকি আর্দশ বৌমা গোপী বহু!’ কেউ আবার লিখেছেন, ‘আপনি কি নিজেকে নোরা ফাতেহি মনে করছেন! শত চেষ্টা করলেও তা হতে পারবেন না।’ তবে এসবে পাত্তা না দিয়েই নিজের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।

দেখুন ‘গোপী বহু’র ভাইরাল ড্যান্স:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত