ঢাকা: দেবলীনা ভট্টাচার্য বেশ পরিচিত একটা নাম। যদিও ‘গোপী বহু’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ধারাবাহিক শেষ হলেও এখনো ‘গোপী বহু’র মোহ কাটেনি দর্শকদের। ‘বিগ বস’-এর ১৩ ও ১৪ নম্বর সিজনেই নিজের ভিন্নরূপ দেখিয়েছেন। বাড়ির বউয়ের চরিত্র থেকে বেরিয়ে নিজের একটা নতুন পরিচয় তৈরি করেছেন। সেটাকে বলা যায় ‘খোলামেলা’ চরিত্র।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন দেবলীনা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো স্পোর্টস ড্রেস পরে বেলি ড্যান্স করতে। লকডাউনে বাড়িতে বসে নতুন এই ড্যান্স ফর্ম শেখায় মন দিয়েছেন অভিনেত্রী। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর এমন রূপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দেবলীনা লিখেছিলেন, ‘যদিও বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছি, তাহলেও সম্প্রতি এই ড্যান্স ফর্মের প্রেমে পড়েছি আমি। অনেকটাই শেখা বাকি। এখনো পুরোপুরি তৈরি নই যে পুরো একটা গানে নাচব। পরবর্তী সময়ে শেখা শেষ হলে নিশ্চয়ই নাচের পুরো ভিডিও আপলোড করব। ততক্ষণে এই ভিডিও উপভোগ করুন।’
দেবলীনার এই নতুন রূপে বেশ চমকে গিয়েছে অনলাইন দুনিয়া। আরে এটা গোপী বহুই তো!-র মতো কমেন্ট পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর বেলি ড্যান্সিংয়ের জ্বরে কাবু সবাই! অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যদিও নিন্দাও হয়েছে! যাকে ট্রোলিং বলে আর কি! ‘এই নাকি আর্দশ বৌমা গোপী বহু!’ কেউ আবার লিখেছেন, ‘আপনি কি নিজেকে নোরা ফাতেহি মনে করছেন! শত চেষ্টা করলেও তা হতে পারবেন না।’ তবে এসবে পাত্তা না দিয়েই নিজের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
দেখুন ‘গোপী বহু’র ভাইরাল ড্যান্স:
ঢাকা: দেবলীনা ভট্টাচার্য বেশ পরিচিত একটা নাম। যদিও ‘গোপী বহু’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ধারাবাহিক শেষ হলেও এখনো ‘গোপী বহু’র মোহ কাটেনি দর্শকদের। ‘বিগ বস’-এর ১৩ ও ১৪ নম্বর সিজনেই নিজের ভিন্নরূপ দেখিয়েছেন। বাড়ির বউয়ের চরিত্র থেকে বেরিয়ে নিজের একটা নতুন পরিচয় তৈরি করেছেন। সেটাকে বলা যায় ‘খোলামেলা’ চরিত্র।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন দেবলীনা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো স্পোর্টস ড্রেস পরে বেলি ড্যান্স করতে। লকডাউনে বাড়িতে বসে নতুন এই ড্যান্স ফর্ম শেখায় মন দিয়েছেন অভিনেত্রী। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর এমন রূপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দেবলীনা লিখেছিলেন, ‘যদিও বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছি, তাহলেও সম্প্রতি এই ড্যান্স ফর্মের প্রেমে পড়েছি আমি। অনেকটাই শেখা বাকি। এখনো পুরোপুরি তৈরি নই যে পুরো একটা গানে নাচব। পরবর্তী সময়ে শেখা শেষ হলে নিশ্চয়ই নাচের পুরো ভিডিও আপলোড করব। ততক্ষণে এই ভিডিও উপভোগ করুন।’
দেবলীনার এই নতুন রূপে বেশ চমকে গিয়েছে অনলাইন দুনিয়া। আরে এটা গোপী বহুই তো!-র মতো কমেন্ট পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর বেলি ড্যান্সিংয়ের জ্বরে কাবু সবাই! অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যদিও নিন্দাও হয়েছে! যাকে ট্রোলিং বলে আর কি! ‘এই নাকি আর্দশ বৌমা গোপী বহু!’ কেউ আবার লিখেছেন, ‘আপনি কি নিজেকে নোরা ফাতেহি মনে করছেন! শত চেষ্টা করলেও তা হতে পারবেন না।’ তবে এসবে পাত্তা না দিয়েই নিজের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
দেখুন ‘গোপী বহু’র ভাইরাল ড্যান্স:
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৯ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৯ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৯ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে