Ajker Patrika

আসছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘দ্য পিয়ানো লাউঞ্জ’

বিনোদন ডেস্ক
আসছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘দ্য পিয়ানো লাউঞ্জ’

চ্যানেল আইয়ের পর্দায় আসছে সঙ্গীত নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘দ্য পিয়ানো লাউঞ্জ’। চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজ -এর তত্বাবধানে নির্মিত অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ‘হাতিল’।

‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এর প্রথম ধাপে দেশবরেণ্য ১০ জন প্রিয় সঙ্গীতশিল্পীকে নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। শিল্পী হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মন্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে।

ব্যান্ড তারকা ও সঙ্গীত পরিচালক মানাম আহমেদ তার সংগীত আয়োজনের জাদুকরী উপস্থাপনা দিয়ে প্রতিটি গানকে অনন্যমাত্রায় নিয়ে গেছেন। পুরো অনুষ্ঠানটি ভিডিও পরিচালনা করেছেন হিমেল।

সেপ্টেম্বর ২০২১ থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে এই গানের অনুষ্ঠানটি প্রচার হবে। প্রতিটি পর্বে দর্শকশ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলোকে নতুনভাবে আবিস্কার করবে বলে পুরো অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির কলাকুশলীরাএ উপলক্ষে ১৯ আগস্ট, বৃহস্পতিবার ২০২১ দুপুর সাড়ে ১২টা চ্যানেল আই-এর ৩নং স্টুডিওতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সংবাদ সম্মেলনে অংশ নেন হাতিল এর পরিচালক মশিউর রহমান ও পরিচালক শফিকুর রহমান। সঙ্গীতশিল্পীদের মধ্যে ছিলেন ফাহমিদা নবী, শফি মন্ডল, মানাম আহমেদ, অনিমা রায়, তানভীর আহমেদ সজীব, পিন্টু ঘোষ এবং ইজাজ খান স্বপন।

পৃষ্ঠপোষক কোম্পানী তাদের বক্তব্যে বলেন, চ্যানেল আই এর এমন আয়োজনের সাথে থাকতে পেরে গর্বিত। আশা ব্যক্ত করে বলেন, আগামীতেও চ্যানেল আই এর সঙ্গে তাদের কোম্পানি যুক্ত থাকার চেষ্টা থাকবে। উপস্থিত সঙ্গীতশিল্পীরা মানাম আহমেদের প্রশংসা করে বলেন,‘এ ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠানে গান করতে পারাটা তাদের জন্য ভিন্ন একটি অভিজ্ঞতা হয়েছে।’

আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠানটি চ্যানেল আই দেখাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত