বিনোদন ডেস্ক
ঢাকা: দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা পায় ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানটি। গানটির নারীকণ্ঠ কলকাতার ইমন চক্রবর্তী।
করোনা মহামারীতে যখন লকডাউন কলকাতায়, তখন মন ভালো করার রশদ নিয়ে হাজির হলেন গায়িকা ইমন চক্রবর্তী। ইনস্টাগ্রামে তাঁর আর নীলাঞ্জনের ছবি পোস্ট করে দিলেন নতুন গান প্রকাশের খবর। কিছুদিন আগেই সাত পাকে বাধা পড়েছেন ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।
দুই গান পাগল মানুষ একসঙ্গে হওয়ায় বেশ উপকারই হয়েছে মানুষের। এই যেমন, লকডাউনে একটুখানি স্বস্তির পরশ হিসেবে মিলছে নতুন গান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন গায়িকা। যার ক্যাপশন ‘কামিং সুন’। গাইবেন ইমন চক্রবর্তী। গানটির সংগীত করেছেন নীলাঞ্জন ঘোষ। ইমন লিখেছেন, ‘নতুন কিছু আসছে খুব তাড়াতাড়ি। চোখ রাখুন ইমন চক্রবর্তী প্রোডাকশনে।’
গত বৈশাখে ইমন-নীলাঞ্জনের কাজ ‘সৃজন ছন্দে’ দেখেছেন দর্শক। সেটাই ছিল বিয়ের পর দম্পতির প্রথম কাজ। এবার কী চমক থাকছে সবার জন্য? ইমন জানিয়েছেন, লকডাউনের আগে এক বেলার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন নীলাঞ্জন ও তাঁদের বন্ধু শুভদীপ। বর্ধমানে জঙ্গলের মধ্যেই হয়েছে শুটিং। সেটাই মুক্তি পাবে।
শুনুন ইমন চক্রবর্তীর ‘তুমি যাকে ভালোবাসো’
ইমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর। পড়াশোনা পুরোপুরি সংগীত নিয়ে। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও লোকগানের চর্চা করে আসছেন শুরু থেকেই। ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি তাঁর। বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। ইমনের শিকড় বাংলাদেশে। তাঁর ঠাকুরদা বাংলাদেশের কুমিল্লার মানুষ, দেশভাগের সময় তাঁরা চলে যান ভারতের পশ্চিমবঙ্গে।
সিনেমার গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। সংগীত ক্যারিয়ারে ইমন-নীলাঞ্জন দুজনই ভীষণ ব্যস্ত সময় পার করছিলেন। গানের পাশাপাশি ভারতীয় বাংলা টেলিভিশন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র অন্যতম বিচারকের দায়িত্ব পালন করেছেন ইমন চক্রবর্তী।
ঢাকা: দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা পায় ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানটি। গানটির নারীকণ্ঠ কলকাতার ইমন চক্রবর্তী।
করোনা মহামারীতে যখন লকডাউন কলকাতায়, তখন মন ভালো করার রশদ নিয়ে হাজির হলেন গায়িকা ইমন চক্রবর্তী। ইনস্টাগ্রামে তাঁর আর নীলাঞ্জনের ছবি পোস্ট করে দিলেন নতুন গান প্রকাশের খবর। কিছুদিন আগেই সাত পাকে বাধা পড়েছেন ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।
দুই গান পাগল মানুষ একসঙ্গে হওয়ায় বেশ উপকারই হয়েছে মানুষের। এই যেমন, লকডাউনে একটুখানি স্বস্তির পরশ হিসেবে মিলছে নতুন গান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন গায়িকা। যার ক্যাপশন ‘কামিং সুন’। গাইবেন ইমন চক্রবর্তী। গানটির সংগীত করেছেন নীলাঞ্জন ঘোষ। ইমন লিখেছেন, ‘নতুন কিছু আসছে খুব তাড়াতাড়ি। চোখ রাখুন ইমন চক্রবর্তী প্রোডাকশনে।’
গত বৈশাখে ইমন-নীলাঞ্জনের কাজ ‘সৃজন ছন্দে’ দেখেছেন দর্শক। সেটাই ছিল বিয়ের পর দম্পতির প্রথম কাজ। এবার কী চমক থাকছে সবার জন্য? ইমন জানিয়েছেন, লকডাউনের আগে এক বেলার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন নীলাঞ্জন ও তাঁদের বন্ধু শুভদীপ। বর্ধমানে জঙ্গলের মধ্যেই হয়েছে শুটিং। সেটাই মুক্তি পাবে।
শুনুন ইমন চক্রবর্তীর ‘তুমি যাকে ভালোবাসো’
ইমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর। পড়াশোনা পুরোপুরি সংগীত নিয়ে। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও লোকগানের চর্চা করে আসছেন শুরু থেকেই। ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি তাঁর। বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। ইমনের শিকড় বাংলাদেশে। তাঁর ঠাকুরদা বাংলাদেশের কুমিল্লার মানুষ, দেশভাগের সময় তাঁরা চলে যান ভারতের পশ্চিমবঙ্গে।
সিনেমার গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। সংগীত ক্যারিয়ারে ইমন-নীলাঞ্জন দুজনই ভীষণ ব্যস্ত সময় পার করছিলেন। গানের পাশাপাশি ভারতীয় বাংলা টেলিভিশন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র অন্যতম বিচারকের দায়িত্ব পালন করেছেন ইমন চক্রবর্তী।
গত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
৫ ঘণ্টা আগেইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোকশিল্পী। ইতিমধ্যেই তাঁর নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ প্রকাশ করেছেন নিজের গাওয়া বেশ কিছু গান। সম্প্রতি তিনি প্রকাশ করলেন নিজের কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান।
৫ ঘণ্টা আগে‘মিথিলার ফিরে আসা’ নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ, আর আবির চরিত্রে দেখা যাবে সাব্বির আহমেদকে।
৬ ঘণ্টা আগেহাবিব ওয়াহিদ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিবের নতুন গান ‘জানি না’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি প্রকাশ হয়েছে।
৬ ঘণ্টা আগে