Ajker Patrika

‘দুই বাংলা আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে’

বিনোদন ডেস্ক
Thumbnail image
লগ্নজিতা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। বাংলাদেশিদের উদ্দেশে গীতিকার ও কবি শ্রীজাতের লেখা কবিতা সমালোচিত হচ্ছে ঢাকায়। অন্যদিকে কবির সুমনের গানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের মানুষ। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান অনেক দিন ধরেই চলছে। বাংলাদেশের শিল্পীরা যেমন পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেন, গান করেন, শোতে অংশ নেন; তেমনি ওপারের শিল্পীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে বাংলাদেশে।

তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় এ সম্পর্কে ফাটল ধরেছে। শিল্পীরাও বিভক্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। প্রশ্ন তুললেন, ‘মানুষের প্রতি মানুষের ঘৃণা দেখে আমি বিচলিত। আমার প্রশ্ন, আমরা কি এতটা তীব্র রাগ নিয়েই বেঁচে থাকব? আমাদের পরবর্তী প্রজন্মকেও কি এই রাগের উত্তরাধিকার করে যাব?’

লগ্নজিতা। ছবি: সংগৃহীত
লগ্নজিতা। ছবি: সংগৃহীত

লগ্নজিতা বলেন, ‘কলকাতার যেকোনো বাঙালি শিল্পীর পোস্ট করা গানের নিচে মন্তব্য লক্ষ্য করলে দেখা যাবে, অর্ধেক যদি এপার বাংলার বাঙালিদের মন্তব্য আসে, তাহলে বাকিটা ওপারের। আমি এখনো বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান করার সুযোগ পাইনি। কয়েক বছর আগে ওপার বাংলার আইয়ুব বাচ্চু দমদমে অনুষ্ঠান করতে এসেছিলেন। তাঁর আগে সেই অনুষ্ঠানে আমি গান করি। কিন্তু মনে আছে, তাঁর গান শুরু হওয়ার পর আমি মাটিতে বসে পড়েছিলাম। তখন আইয়ুব বাচ্চু আমার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন, কোথায় বসছি, সেটা নয়।’

লগ্নজিতা। ছবি: সংগৃহীত
লগ্নজিতা। ছবি: সংগৃহীত

বিদ্বেষ ভুলে আবারও দুই বাংলা হাতে হাত মিলিয়ে চলবে, এমন প্রত্যাশা লগ্নজিতার। তিনি বলেন, ‘মানুষ এখন রেগে আছেন। সেখানে দাঁড়িয়ে আমি তো তাঁদের আরও মারামারি করতে বলতে পারি না। আমি সেখানে সম্প্রীতির বার্তাই দিতে পারি। আমি বিশ্বাস করি, একদিন পৃথিবী আবার শান্ত হবে। তখন আবার জেমস পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে আসবেন। আবার এপার বাংলার শিল্পীরা ওপার বাংলায় অনুষ্ঠান করতে যাবেন। যত বাংলাদেশি শিল্পীর সঙ্গে কাজ করেছি, তাঁরা নিশ্চয়ই আমাকে ভুলে যাবেন না। তাঁদের সঙ্গে আবারও কাজ হবে। দুই বাংলা আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত