Ajker Patrika

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরানের জন্য কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘কনসার্ট ফর ইমরান’-এর পোস্টার। ছবি: সংগৃহীত
‘কনসার্ট ফর ইমরান’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত মেকানিক্স ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। তাঁর চিকিৎসার জন্য তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীতাঙ্গনের মানুষেরা। ইমরানকে সাহায্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পীরা। এবার ইমরানের চিকিৎসার সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট।

‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। এতে গান শোনাবে ব্যান্ড আপেক্ষিক, দুর্গ, ডিইউবিএস পারফরম্যান্স টিম, হাইওয়ে, মেকানিক্স, নিভানিয়া, পাওয়ারসার্জ, রকসল্ট ও সোনার বাংলা সার্কাস। শিগগির টিকিটের বিস্তারিত জানানো হবে।

এর আগে ইমরানকে সাহায্য করতে মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। পোস্টে লেখা হয়েছে, ‘এই লড়াইয়ে টিকতে ইমরানের দরকার সবার সাহায্য। একসঙ্গে থাকলে পথটা সহজ হয়। চলুন আমরা ইমরানের পাশে দাঁড়াই।’

অসুস্থতা নিয়ে গণমাধ্যমে ইমরান বলেন, ‘গত জুন মাসে খাদ্যনালির ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসক বেশ কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো করালে বোঝা যাবে ক্যানসারটা ছড়িয়েছে কি না। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমার সেই পরিমাণ টাকা নেই। খরচ এত বেশি যে আমার পরিবারের পক্ষেও সেটা সম্ভব হচ্ছে না। ব্যান্ডের সদস্যদের জানিয়েছি, তাঁরা পাশে দাঁড়াচ্ছেন। তবে চিকিৎসার এই দীর্ঘ পথে যদি আরও অনেকে পাশে থাকেন, তাহলে হয়তো এগোনো সহজ হবে।’

২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাঁদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ। ২০০৮ সালে মেকানিক্স ব্যান্ড ছেড়ে দেন ইমরান। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত