বিনোদন প্রতিবেদক, ঢাকা
ক্যানসারে আক্রান্ত মেকানিক্স ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। তাঁর চিকিৎসার জন্য তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীতাঙ্গনের মানুষেরা। ইমরানকে সাহায্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পীরা। এবার ইমরানের চিকিৎসার সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট।
‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। এতে গান শোনাবে ব্যান্ড আপেক্ষিক, দুর্গ, ডিইউবিএস পারফরম্যান্স টিম, হাইওয়ে, মেকানিক্স, নিভানিয়া, পাওয়ারসার্জ, রকসল্ট ও সোনার বাংলা সার্কাস। শিগগির টিকিটের বিস্তারিত জানানো হবে।
এর আগে ইমরানকে সাহায্য করতে মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। পোস্টে লেখা হয়েছে, ‘এই লড়াইয়ে টিকতে ইমরানের দরকার সবার সাহায্য। একসঙ্গে থাকলে পথটা সহজ হয়। চলুন আমরা ইমরানের পাশে দাঁড়াই।’
অসুস্থতা নিয়ে গণমাধ্যমে ইমরান বলেন, ‘গত জুন মাসে খাদ্যনালির ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসক বেশ কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো করালে বোঝা যাবে ক্যানসারটা ছড়িয়েছে কি না। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমার সেই পরিমাণ টাকা নেই। খরচ এত বেশি যে আমার পরিবারের পক্ষেও সেটা সম্ভব হচ্ছে না। ব্যান্ডের সদস্যদের জানিয়েছি, তাঁরা পাশে দাঁড়াচ্ছেন। তবে চিকিৎসার এই দীর্ঘ পথে যদি আরও অনেকে পাশে থাকেন, তাহলে হয়তো এগোনো সহজ হবে।’
২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাঁদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ। ২০০৮ সালে মেকানিক্স ব্যান্ড ছেড়ে দেন ইমরান। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি তিনি।
ক্যানসারে আক্রান্ত মেকানিক্স ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। তাঁর চিকিৎসার জন্য তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীতাঙ্গনের মানুষেরা। ইমরানকে সাহায্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পীরা। এবার ইমরানের চিকিৎসার সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট।
‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। এতে গান শোনাবে ব্যান্ড আপেক্ষিক, দুর্গ, ডিইউবিএস পারফরম্যান্স টিম, হাইওয়ে, মেকানিক্স, নিভানিয়া, পাওয়ারসার্জ, রকসল্ট ও সোনার বাংলা সার্কাস। শিগগির টিকিটের বিস্তারিত জানানো হবে।
এর আগে ইমরানকে সাহায্য করতে মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। পোস্টে লেখা হয়েছে, ‘এই লড়াইয়ে টিকতে ইমরানের দরকার সবার সাহায্য। একসঙ্গে থাকলে পথটা সহজ হয়। চলুন আমরা ইমরানের পাশে দাঁড়াই।’
অসুস্থতা নিয়ে গণমাধ্যমে ইমরান বলেন, ‘গত জুন মাসে খাদ্যনালির ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসক বেশ কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো করালে বোঝা যাবে ক্যানসারটা ছড়িয়েছে কি না। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমার সেই পরিমাণ টাকা নেই। খরচ এত বেশি যে আমার পরিবারের পক্ষেও সেটা সম্ভব হচ্ছে না। ব্যান্ডের সদস্যদের জানিয়েছি, তাঁরা পাশে দাঁড়াচ্ছেন। তবে চিকিৎসার এই দীর্ঘ পথে যদি আরও অনেকে পাশে থাকেন, তাহলে হয়তো এগোনো সহজ হবে।’
২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাঁদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ। ২০০৮ সালে মেকানিক্স ব্যান্ড ছেড়ে দেন ইমরান। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি তিনি।
সিতারে জমিন পার দিয়ে এক যুগের বেশি সময় পর হিন্দি সিনেমা নিয়ে হলে ফিরেছেন জেনেলিয়া। ফিরেই দর্শকের প্রতিক্রিয়া দেখে চমকে গেছেন অভিনেত্রী। তাঁর অভিনীত সিতারে জমিন পার এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২৩৯ দশমিক ৫০ কোটি রুপি।
১১ ঘণ্টা আগেগানে আর আবৃত্তিতে বর্ষাকে বরণ করে নিতে সম্প্রতি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়া—বাদল দিনের প্রথম কদম ফুল’। অনুষ্ঠানটি সাজানো হয়েছিল সংগীতশিল্পী শামা রহমানের একক সংগীত পরিবেশনা এবং অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের আবৃত্তি দিয়ে।
১২ ঘণ্টা আগেচেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে ৪ জুলাই শুরু হয় কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসর। ১২ জুলাই শনিবার পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এই উৎসব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুর নগরীতে সিনেমার নির্মাতা, প্রযোজক ও সিনেমার কলাকুশলীরা।
১৩ ঘণ্টা আগে১৯৭৮ সালে তেলুগু সিনেমা ‘প্রণাম খারিদু’ দিয়ে বড়পর্দায় অভিষেক। খলনায়কের চরিত্রে তিনি বেশি জনপ্রিয়তা পান। তবে কমেডি ও ইমোশনাল চরিত্রেও সমান জনপ্রিয়তা পান কোটা শ্রীনিবাস।
১৬ ঘণ্টা আগে