Ajker Patrika

আফজাল হোসেনের আবৃত্তি আর শামা রহমানের গানে বর্ষাবরণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০০: ২৬
অনুষ্ঠানমঞ্চে আফজাল হোসেন ও শামা রহমান। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানমঞ্চে আফজাল হোসেন ও শামা রহমান। ছবি: সংগৃহীত

গানে আর আবৃত্তিতে বর্ষাকে বরণ করে নিল এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। সম্প্রতি এ উপলক্ষে ঢাকার শেরাটন হোটেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়া—বাদল দিনের প্রথম কদম ফুল’। বাঙালির হৃদয়ে বর্ষা কেবল ঋতু নয়, এক অন্তর্লীন আবেগ। সেই আবেগকে ছুঁয়ে যাওয়ার প্রয়াসেই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল সংগীতশিল্পী শামা রহমানের একক সংগীত পরিবেশনা এবং অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের আবৃত্তি দিয়ে। প্রতিটি পরিবেশনায় মিশে ছিল বর্ষা নিয়ে বাঙালি জাতির হৃদয়ের ব্যাকুলতা, আনন্দ, অভিমান, অন্তর্গত দ্বন্দ্ব, দ্রোহ, প্রেম আর বিরহের স্নিগ্ধ স্পর্শ। গানের সুরে আর কবিতার ছন্দে যেন মিশে ছিল সোঁদা মাটির ঘ্রাণ, নদীর উচ্ছলতা আর হারানো সময়ের মায়া।

অনুষ্ঠানমঞ্চে সহশিল্পীদের সঙ্গে আফজাল হোসেন ও শামা রহমান। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানমঞ্চে সহশিল্পীদের সঙ্গে আফজাল হোসেন ও শামা রহমান। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাঈদ। রুমানা চৌধুরী বলেন, ‘শৈশবে বৃষ্টিতে ভেজার নিষ্পাপ আনন্দ, ঝোড়ো হাওয়ায় উদ্বেলিত মন কিংবা সিক্ত কদম ফুল হাতে কল্পনায় হারিয়ে যাওয়া—এসবের মধ্য দিয়েই বর্ষা হয়ে ওঠে স্মৃতির ঝাঁপি খুলে বসার এক নিঃশব্দ আহ্বান। আর ঠিক তখনই কানে বাজে পরিচিত কোনো সুর, কোনো গান। বর্ষার এই সকল আমেজ নিয়েই আমাদের এই আয়োজন।’

মালিক মোহাম্মদ সাঈদ বলেন, মায়া কেবল একটি স্কিন কেয়ার ব্র্যান্ড নয়, বরং রূপচর্চার এমন একটি অনুষঙ্গ, যা প্রকৃতির বিশুদ্ধতা ও বাঙালির চিরায়ত নান্দনিকতাকে ধারণ করে। মায়ার বেশির ভাগ ম্যাটেরিয়াল সংগ্রহ করা হয় নাটোরের ঔষধি গ্রাম থেকে।

শিল্পীদ্বয়ের পরিবেশনা মুগ্ধতা ছড়ায় আমন্ত্রিত অতিথিদের মাঝে। ছবি: সংগৃহীত
শিল্পীদ্বয়ের পরিবেশনা মুগ্ধতা ছড়ায় আমন্ত্রিত অতিথিদের মাঝে। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতি‌উর রহমান ও ডেইলি স্টার মাহ্‌ফুজ আনাম, কথাসাহিত্যিক আনিসুল হক, সংস্কৃতি অনুরাগী আবুল খায়ের লিটু, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ, অভিনয়শিল্পী জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, রুনা খান প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে গানে গানে মুগ্ধতা ছড়ান শামা রহমান। বর্ষা নিয়ে আবৃত্তি করেন আফজাল হোসেন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। অনুষ্ঠানটি আজ রোববার (১৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত