বিনোদন প্রতিবেদক, ঢাকা
গানে আর আবৃত্তিতে বর্ষাকে বরণ করে নিল এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। সম্প্রতি এ উপলক্ষে ঢাকার শেরাটন হোটেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়া—বাদল দিনের প্রথম কদম ফুল’। বাঙালির হৃদয়ে বর্ষা কেবল ঋতু নয়, এক অন্তর্লীন আবেগ। সেই আবেগকে ছুঁয়ে যাওয়ার প্রয়াসেই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল সংগীতশিল্পী শামা রহমানের একক সংগীত পরিবেশনা এবং অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের আবৃত্তি দিয়ে। প্রতিটি পরিবেশনায় মিশে ছিল বর্ষা নিয়ে বাঙালি জাতির হৃদয়ের ব্যাকুলতা, আনন্দ, অভিমান, অন্তর্গত দ্বন্দ্ব, দ্রোহ, প্রেম আর বিরহের স্নিগ্ধ স্পর্শ। গানের সুরে আর কবিতার ছন্দে যেন মিশে ছিল সোঁদা মাটির ঘ্রাণ, নদীর উচ্ছলতা আর হারানো সময়ের মায়া।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাঈদ। রুমানা চৌধুরী বলেন, ‘শৈশবে বৃষ্টিতে ভেজার নিষ্পাপ আনন্দ, ঝোড়ো হাওয়ায় উদ্বেলিত মন কিংবা সিক্ত কদম ফুল হাতে কল্পনায় হারিয়ে যাওয়া—এসবের মধ্য দিয়েই বর্ষা হয়ে ওঠে স্মৃতির ঝাঁপি খুলে বসার এক নিঃশব্দ আহ্বান। আর ঠিক তখনই কানে বাজে পরিচিত কোনো সুর, কোনো গান। বর্ষার এই সকল আমেজ নিয়েই আমাদের এই আয়োজন।’
মালিক মোহাম্মদ সাঈদ বলেন, মায়া কেবল একটি স্কিন কেয়ার ব্র্যান্ড নয়, বরং রূপচর্চার এমন একটি অনুষঙ্গ, যা প্রকৃতির বিশুদ্ধতা ও বাঙালির চিরায়ত নান্দনিকতাকে ধারণ করে। মায়ার বেশির ভাগ ম্যাটেরিয়াল সংগ্রহ করা হয় নাটোরের ঔষধি গ্রাম থেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার মাহ্ফুজ আনাম, কথাসাহিত্যিক আনিসুল হক, সংস্কৃতি অনুরাগী আবুল খায়ের লিটু, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ, অভিনয়শিল্পী জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, রুনা খান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে গানে গানে মুগ্ধতা ছড়ান শামা রহমান। বর্ষা নিয়ে আবৃত্তি করেন আফজাল হোসেন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। অনুষ্ঠানটি আজ রোববার (১৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
গানে আর আবৃত্তিতে বর্ষাকে বরণ করে নিল এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। সম্প্রতি এ উপলক্ষে ঢাকার শেরাটন হোটেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়া—বাদল দিনের প্রথম কদম ফুল’। বাঙালির হৃদয়ে বর্ষা কেবল ঋতু নয়, এক অন্তর্লীন আবেগ। সেই আবেগকে ছুঁয়ে যাওয়ার প্রয়াসেই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল সংগীতশিল্পী শামা রহমানের একক সংগীত পরিবেশনা এবং অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের আবৃত্তি দিয়ে। প্রতিটি পরিবেশনায় মিশে ছিল বর্ষা নিয়ে বাঙালি জাতির হৃদয়ের ব্যাকুলতা, আনন্দ, অভিমান, অন্তর্গত দ্বন্দ্ব, দ্রোহ, প্রেম আর বিরহের স্নিগ্ধ স্পর্শ। গানের সুরে আর কবিতার ছন্দে যেন মিশে ছিল সোঁদা মাটির ঘ্রাণ, নদীর উচ্ছলতা আর হারানো সময়ের মায়া।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাঈদ। রুমানা চৌধুরী বলেন, ‘শৈশবে বৃষ্টিতে ভেজার নিষ্পাপ আনন্দ, ঝোড়ো হাওয়ায় উদ্বেলিত মন কিংবা সিক্ত কদম ফুল হাতে কল্পনায় হারিয়ে যাওয়া—এসবের মধ্য দিয়েই বর্ষা হয়ে ওঠে স্মৃতির ঝাঁপি খুলে বসার এক নিঃশব্দ আহ্বান। আর ঠিক তখনই কানে বাজে পরিচিত কোনো সুর, কোনো গান। বর্ষার এই সকল আমেজ নিয়েই আমাদের এই আয়োজন।’
মালিক মোহাম্মদ সাঈদ বলেন, মায়া কেবল একটি স্কিন কেয়ার ব্র্যান্ড নয়, বরং রূপচর্চার এমন একটি অনুষঙ্গ, যা প্রকৃতির বিশুদ্ধতা ও বাঙালির চিরায়ত নান্দনিকতাকে ধারণ করে। মায়ার বেশির ভাগ ম্যাটেরিয়াল সংগ্রহ করা হয় নাটোরের ঔষধি গ্রাম থেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার মাহ্ফুজ আনাম, কথাসাহিত্যিক আনিসুল হক, সংস্কৃতি অনুরাগী আবুল খায়ের লিটু, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ, অভিনয়শিল্পী জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, রুনা খান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে গানে গানে মুগ্ধতা ছড়ান শামা রহমান। বর্ষা নিয়ে আবৃত্তি করেন আফজাল হোসেন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। অনুষ্ঠানটি আজ রোববার (১৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্ট আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
৮ ঘণ্টা আগেসিতারে জমিন পার দিয়ে এক যুগের বেশি সময় পর হিন্দি সিনেমা নিয়ে হলে ফিরেছেন জেনেলিয়া। ফিরেই দর্শকের প্রতিক্রিয়া দেখে চমকে গেছেন অভিনেত্রী। তাঁর অভিনীত সিতারে জমিন পার এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২৩৯ দশমিক ৫০ কোটি রুপি।
১২ ঘণ্টা আগেচেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে ৪ জুলাই শুরু হয় কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসর। ১২ জুলাই শনিবার পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এই উৎসব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুর নগরীতে সিনেমার নির্মাতা, প্রযোজক ও সিনেমার কলাকুশলীরা।
১৪ ঘণ্টা আগে১৯৭৮ সালে তেলুগু সিনেমা ‘প্রণাম খারিদু’ দিয়ে বড়পর্দায় অভিষেক। খলনায়কের চরিত্রে তিনি বেশি জনপ্রিয়তা পান। তবে কমেডি ও ইমোশনাল চরিত্রেও সমান জনপ্রিয়তা পান কোটা শ্রীনিবাস।
১৬ ঘণ্টা আগে