বিনোদন ডেস্ক
বাংলা গানের ইতিহাসে এত অন্ধকার সময় হয়তো আর আসেনি। একই দিনে পতন হলো বাংলা গানের দুই উজ্জ্বল নক্ষত্র সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ির। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯০ বছর বয়সে কলকাতার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের আরেক হাসপাতালে মৃত্যুবরণ করেন বাপ্পি লাহিড়ি। হাসপাতালের তরফ থেকে বাপ্পির মৃত্যুর খবর জানানো হয় আজ বুধবার সকালে।
বাপ্পি লাহিড়ির শেষকৃত্য হবে আগামীকাল বৃহস্পতিবার। তাঁর পরিবার সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই প্রখ্যাত সংগীতশিল্পীর একমাত্র ছেলে বাপ্পা থাকেন লস অ্যাঞ্জেলেসে। সেখান থেকে ফিরতে বৃহস্পতিবার ভোর হয়ে যাবে। তার পরই মুম্বাইয়ের পবন হংস মহাশ্মশানে হবে বাপ্পি লাহিড়ির শেষকৃত্য।
শারীরিক জটিলতা নিয়ে গত মাসে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। সুস্থ বোধ করায় বাড়িও ফিরেছিলেন। কিন্তু মঙ্গলবার দুপুরে তাঁর অবস্থার অবনতি ঘটলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাতে মৃত্যুবরণ করেন তিনি।
ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি সংবাদমাধ্যমকে বলেন, ‘লাহিড়ি এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। পরে তাঁর পরিবার একজন চিকিৎসককে বাড়িতে দেখার জন্য ডেকেছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে আনা হয়। বাপ্পি লাহিড়ির একাধিক জটিলতা ছিল। রাতে ওএসএ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে তিনি মারা যান।’
স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ওয়েবএমডির প্রতিবেদনে বলা হয়েছে, স্লিপ অ্যাপনিয়া হলো ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময়ে প্রায় ১০ সেকেন্ড বা এর বেশি সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে এবং ঘুমের সময় আচমকা শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।
বাপ্পি লাহিড়ি সম্পর্কিত আরও পড়ুন:
বাংলা গানের ইতিহাসে এত অন্ধকার সময় হয়তো আর আসেনি। একই দিনে পতন হলো বাংলা গানের দুই উজ্জ্বল নক্ষত্র সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ির। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯০ বছর বয়সে কলকাতার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের আরেক হাসপাতালে মৃত্যুবরণ করেন বাপ্পি লাহিড়ি। হাসপাতালের তরফ থেকে বাপ্পির মৃত্যুর খবর জানানো হয় আজ বুধবার সকালে।
বাপ্পি লাহিড়ির শেষকৃত্য হবে আগামীকাল বৃহস্পতিবার। তাঁর পরিবার সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই প্রখ্যাত সংগীতশিল্পীর একমাত্র ছেলে বাপ্পা থাকেন লস অ্যাঞ্জেলেসে। সেখান থেকে ফিরতে বৃহস্পতিবার ভোর হয়ে যাবে। তার পরই মুম্বাইয়ের পবন হংস মহাশ্মশানে হবে বাপ্পি লাহিড়ির শেষকৃত্য।
শারীরিক জটিলতা নিয়ে গত মাসে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। সুস্থ বোধ করায় বাড়িও ফিরেছিলেন। কিন্তু মঙ্গলবার দুপুরে তাঁর অবস্থার অবনতি ঘটলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাতে মৃত্যুবরণ করেন তিনি।
ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি সংবাদমাধ্যমকে বলেন, ‘লাহিড়ি এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। পরে তাঁর পরিবার একজন চিকিৎসককে বাড়িতে দেখার জন্য ডেকেছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে আনা হয়। বাপ্পি লাহিড়ির একাধিক জটিলতা ছিল। রাতে ওএসএ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে তিনি মারা যান।’
স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ওয়েবএমডির প্রতিবেদনে বলা হয়েছে, স্লিপ অ্যাপনিয়া হলো ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময়ে প্রায় ১০ সেকেন্ড বা এর বেশি সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে এবং ঘুমের সময় আচমকা শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।
বাপ্পি লাহিড়ি সম্পর্কিত আরও পড়ুন:
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
১ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৯ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৩ ঘণ্টা আগে