Ajker Patrika

কাজী শুভর অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কাজী শুভ। ছবি: সংগৃহীত
কাজী শুভ। ছবি: সংগৃহীত

টেলিভিশনে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পীরা। নিজেদের গানের পাশাপাশি অন্য শিল্পীর জনপ্রিয় গানও পরিবেশন করেন কেউ কেউ। তবে অনেক সময় কভার করা গানের গীতিকার ও শিল্পীর নাম থাকে উপেক্ষিত। এবার এই বিষয়ে অভিযোগ জানালেন সংগীতশিল্পী কাজী শুভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে কাজী শুভ জানান, বিষয়টি একধরনের বাটপারি ও বেয়াদবি। এটা প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলে অভিমত তাঁর।

ফেসবুকে কাজী শুভ লেখেন, ‘আমার গাওয়া মৌলিক গানের মাঝে অন্যতম একটি গান “ভুলিয়া না যাইও”; যার গীতিকবি পাগল হাসান। মিউজিক করেছিল রাফি। ছয় বছর আগে ধ্রুব মিউজিক স্টেশন থেকে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়। এই গানের জন্য শ্রোতাদের অনেক ভালোবাসাও পেয়েছি। ইদানীং দেখছি অনেক শিল্পী বিভিন্ন টিভি চ্যানেলে লাইভে গিয়ে গানটি গাইছে। যেখানে মূল শিল্পীর নামটা তারা বলে না; যেটা সত্যিকার অর্থে চরম পর্যায়ের বেয়াদবি। আর টিভি চ্যানেলগুলো লাইভ গাওয়া গানটা আবার বাণিজ্যিকভাবে ইউটিউবে প্রকাশ করছে, যেখানে মূল শিল্পীর ক্রেডিট পর্যন্ত নেই। আমার দৃষ্টিতে এ ধরনের কাজ চরম পর্যায়ের বাটপারি। তবে অনেক চ্যানেলে ফোন করে বলার পর তারা মূল শিল্পীর নাম যুক্ত করেছে।’

শুভ আরও লেখেন, ‘একটা মৌলিক গানকে প্রতিষ্ঠা করতে এবং শ্রোতাদের কাছে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়। যা-ই হোক, এ ধরনের কাজকে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না। আর সে কারণেই আমার এই প্রতিবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত