বিনোদন ডেস্ক
ঢাকা: আজ প্রখ্যাত সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনের জন্মদিন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা সিনেমার সংগীত পরিচালনা করেছেন। রাহুলের জন্ম কলকাতায়। বাবা শচীন দেব বর্মন একজন খ্যাতিমান সংগীতজ্ঞ। মা মীরা দাশগুপ্তও ছিলেন গানের লোক। গীতিকার ছিলেন তিনি।
রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে নিয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
রাহুল দেব বর্মনের ডাকনাম পঞ্চম– এটা সবারই জানা। কিন্তু এ ডাকনামটি জন্মের কয়েকবছর পর রাখা হয়েছিল। প্রথমদিকে টুবলু বলেই ডাকতেন সবাই তাঁকে। এই নাম দিয়েছিলেন তাঁর ঠাকুমা।
তাঁর সুর করা প্রথম গান ছিল ‘অ্যায় মেরি টোপি পলটকে আ’। এই গানটি পরে ‘মিস্টার ফান্টুস’ সিনেমায় ব্যবহার করেছিলেন বাহুল দেব বর্মনের বাবা শচীন দেব বর্মন। অবাক করা ব্যাপার হলো, রাহুল এই গানের সুর করেছিলেন মাত্র ৯ বছর বয়সে!
বাবা শচীন দেব বর্মন দেশের এত বড় সুরকার, তবুও রাহুল দেব বর্মন নিজের গুরু মানতেন আরেক কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীকে।
তিনি সরোদ বাজানো শিখেছিলেন উস্তাদ আলি আকবর খানের কাছে। সমতা প্রসাদের কাছে শিখেছিলেন তবলা। এছাড়াও রাহুল দেব বর্মন খুব ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন।
তিনি এককভাবে প্রথম কোনো সিনেমায় সুর দেন ‘ছোটে নবাব’-এ, ১৯৬১ সালে। এ সিনেমার পরিচালক মেহমুদ চেয়েছিলেন তাঁর বাবাকে দিয়ে সুর করাতে। কিন্তু শচীন দেব বর্মন জানিয়ে দেন যে, তাঁর হাতে সময় একেবারে নেই। উপায়ান্তর না দেখে রাহুল দেব বর্মনকে দায়িত্ব দেন পরিচালক। এভাবেই শুরু হয় সুরকার রাহুলের যাত্রা।
ঢাকা: আজ প্রখ্যাত সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনের জন্মদিন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা সিনেমার সংগীত পরিচালনা করেছেন। রাহুলের জন্ম কলকাতায়। বাবা শচীন দেব বর্মন একজন খ্যাতিমান সংগীতজ্ঞ। মা মীরা দাশগুপ্তও ছিলেন গানের লোক। গীতিকার ছিলেন তিনি।
রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে নিয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
রাহুল দেব বর্মনের ডাকনাম পঞ্চম– এটা সবারই জানা। কিন্তু এ ডাকনামটি জন্মের কয়েকবছর পর রাখা হয়েছিল। প্রথমদিকে টুবলু বলেই ডাকতেন সবাই তাঁকে। এই নাম দিয়েছিলেন তাঁর ঠাকুমা।
তাঁর সুর করা প্রথম গান ছিল ‘অ্যায় মেরি টোপি পলটকে আ’। এই গানটি পরে ‘মিস্টার ফান্টুস’ সিনেমায় ব্যবহার করেছিলেন বাহুল দেব বর্মনের বাবা শচীন দেব বর্মন। অবাক করা ব্যাপার হলো, রাহুল এই গানের সুর করেছিলেন মাত্র ৯ বছর বয়সে!
বাবা শচীন দেব বর্মন দেশের এত বড় সুরকার, তবুও রাহুল দেব বর্মন নিজের গুরু মানতেন আরেক কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীকে।
তিনি সরোদ বাজানো শিখেছিলেন উস্তাদ আলি আকবর খানের কাছে। সমতা প্রসাদের কাছে শিখেছিলেন তবলা। এছাড়াও রাহুল দেব বর্মন খুব ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন।
তিনি এককভাবে প্রথম কোনো সিনেমায় সুর দেন ‘ছোটে নবাব’-এ, ১৯৬১ সালে। এ সিনেমার পরিচালক মেহমুদ চেয়েছিলেন তাঁর বাবাকে দিয়ে সুর করাতে। কিন্তু শচীন দেব বর্মন জানিয়ে দেন যে, তাঁর হাতে সময় একেবারে নেই। উপায়ান্তর না দেখে রাহুল দেব বর্মনকে দায়িত্ব দেন পরিচালক। এভাবেই শুরু হয় সুরকার রাহুলের যাত্রা।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৭ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৭ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২০ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২০ ঘণ্টা আগে