নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর বরাদ্দ বাতিল হওয়ায় স্থগিত করা হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত দুটি উৎসব।
লোকসংগীত উৎসব
পাঁচ বছর পর ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। কিন্তু গতকাল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে আর্মি স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করা হয়েছে, তাই জানুয়ারি মাসে হচ্ছে না লোকসংগীত উৎসব।
এ বিষয়ে জানতে আয়োজক সান কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক আসিফুজ্জামান খান বলেন, ‘কেন স্থগিত করা হলো সেটা আমরা বলতে পারব না। আমাদের বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখতে, আমরা স্থগিত রেখেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যাদের আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল, তাদের সবারই বরাদ্দ বাতিল করে আপাতত অনুষ্ঠানগুলো স্থগিত করার জন্য বলা হয়েছে।’
উৎসবটি আবার কবে আয়োজন করা সম্ভব হবে জানতে চাইলে আসিফুজ্জামান খান বলেন, ‘ফেব্রুয়ারি পর্যন্ত তো আর করা যাবে না। জানুয়ারিতে যেহেতু অনুষ্ঠান ছিল, সব শিল্পীকে তাই কনফার্ম করা হয়েছিল। বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্যসহ নানা দেশের শিল্পীদের নিশ্চিত করা হয়েছিল। আমরা অনুষ্ঠান স্থগিত হওয়ার কথা তাঁদের জানিয়ে দিচ্ছি। সঙ্গে এও জানিয়ে দিচ্ছি, ফেব্রুয়ারির পরে দেশের পরিস্থিতি বিবেচনায় উৎসবটি আবার আয়োজন করা হবে।’
উচ্চাঙ্গসংগীত আসর
বেঙ্গল ফাউন্ডেশনও প্রস্তুতি নিয়েছিল উচ্চাঙ্গসংগীত আসরের। আর্মি স্টেডিয়ামের বরাদ্দ চেয়ে আবেদনও করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারির সব বরাদ্দ স্থগিত করায় নতুন করে আর বরাদ্দ পায়নি বেঙ্গল ফাউন্ডেশন। ফলে শুদ্ধ সংগীতের এই আসরটি কবে আয়োজন করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। শেষবার ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল এই আসর। এবারের অনুষ্ঠানের জন্য প্রাথমিক প্রস্তুতি ও দেশি-বিদেশি শিল্পীদের সঙ্গে আলোচনাও চূড়ান্ত হয়েছিল বলে জানা গেছে।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।’
নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর বরাদ্দ বাতিল হওয়ায় স্থগিত করা হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত দুটি উৎসব।
লোকসংগীত উৎসব
পাঁচ বছর পর ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। কিন্তু গতকাল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে আর্মি স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করা হয়েছে, তাই জানুয়ারি মাসে হচ্ছে না লোকসংগীত উৎসব।
এ বিষয়ে জানতে আয়োজক সান কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক আসিফুজ্জামান খান বলেন, ‘কেন স্থগিত করা হলো সেটা আমরা বলতে পারব না। আমাদের বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখতে, আমরা স্থগিত রেখেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যাদের আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল, তাদের সবারই বরাদ্দ বাতিল করে আপাতত অনুষ্ঠানগুলো স্থগিত করার জন্য বলা হয়েছে।’
উৎসবটি আবার কবে আয়োজন করা সম্ভব হবে জানতে চাইলে আসিফুজ্জামান খান বলেন, ‘ফেব্রুয়ারি পর্যন্ত তো আর করা যাবে না। জানুয়ারিতে যেহেতু অনুষ্ঠান ছিল, সব শিল্পীকে তাই কনফার্ম করা হয়েছিল। বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্যসহ নানা দেশের শিল্পীদের নিশ্চিত করা হয়েছিল। আমরা অনুষ্ঠান স্থগিত হওয়ার কথা তাঁদের জানিয়ে দিচ্ছি। সঙ্গে এও জানিয়ে দিচ্ছি, ফেব্রুয়ারির পরে দেশের পরিস্থিতি বিবেচনায় উৎসবটি আবার আয়োজন করা হবে।’
উচ্চাঙ্গসংগীত আসর
বেঙ্গল ফাউন্ডেশনও প্রস্তুতি নিয়েছিল উচ্চাঙ্গসংগীত আসরের। আর্মি স্টেডিয়ামের বরাদ্দ চেয়ে আবেদনও করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারির সব বরাদ্দ স্থগিত করায় নতুন করে আর বরাদ্দ পায়নি বেঙ্গল ফাউন্ডেশন। ফলে শুদ্ধ সংগীতের এই আসরটি কবে আয়োজন করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। শেষবার ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল এই আসর। এবারের অনুষ্ঠানের জন্য প্রাথমিক প্রস্তুতি ও দেশি-বিদেশি শিল্পীদের সঙ্গে আলোচনাও চূড়ান্ত হয়েছিল বলে জানা গেছে।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।’
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১২ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১ দিন আগে