ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান প্রমুখ। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।
গত ১৯ ফেব্রুয়ারি বিএফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়েছে।
জানা গেছে, এক দিনেই ১০০টি গানের শুটিং হয়েছে। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা, শুট করেছেন নির্মাতা। বিদেশে বসেই পুরো প্রজেক্ট সাজিয়েছেন ডিজে রাহাত। গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে তিনি দেশে আসেন। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করেই ২০ ফেব্রুয়ারি আবার ফিরে গেছেন কানাডায়।
আদিব কবির জানান, ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে। আদিব আরও জানান, এরই মধ্যে নতুন সিজন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন তাঁরা।
আদিব বলেন, ‘আমরা এখন পরের সিজন নিয়ে ভাবছি। আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে এক হাজার গানও করা সম্ভব।’
ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান প্রমুখ। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।
গত ১৯ ফেব্রুয়ারি বিএফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়েছে।
জানা গেছে, এক দিনেই ১০০টি গানের শুটিং হয়েছে। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা, শুট করেছেন নির্মাতা। বিদেশে বসেই পুরো প্রজেক্ট সাজিয়েছেন ডিজে রাহাত। গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে তিনি দেশে আসেন। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করেই ২০ ফেব্রুয়ারি আবার ফিরে গেছেন কানাডায়।
আদিব কবির জানান, ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে। আদিব আরও জানান, এরই মধ্যে নতুন সিজন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন তাঁরা।
আদিব বলেন, ‘আমরা এখন পরের সিজন নিয়ে ভাবছি। আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে এক হাজার গানও করা সম্ভব।’
প্রায় এক মাস পর আবারও দেখা যাবে নাটকটি। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে কাদামাটি নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৪১ মিনিট আগেচোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
৪ ঘণ্টা আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১৪ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১৪ ঘণ্টা আগে