বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত বছরের শেষ দিকে পারফর্ম করে গেছে জাল ব্যান্ড, আতিফ আসলাম, আবদুল হান্নান ও রাহাত ফতেহ আলী খান। নতুন বছরের শুরুতেই ঢাকার দর্শকদের মাতাতে আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ। ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে টানা দুই দিন পারফর্ম করবে কাভিশ।
ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করবে দেশের ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়ার। দুই দিনব্যাপী এই কনসার্ট আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি।
এবারই প্রথম বাংলাদেশে কনসার্ট করছে কাভিশ। কাভিশের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১০ জানুয়ারি প্রথম দিনের আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে ব্যান্ড শূন্য। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন। দ্বিতীয় দিন ১১ জানুয়ারি শুরু হবে আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ারের পরিবেশনা দিয়ে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। শেষ দিনেও কনসার্ট শেষ করবে কাভিশ।
আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’
ঢাকা ড্রিমস কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটভাই ওয়েবসাইটে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক এক দিন কনসার্ট উপভোগ করতে পারবেন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে প্রতিদিন বেলা ৩টায়।
ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত বছরের শেষ দিকে পারফর্ম করে গেছে জাল ব্যান্ড, আতিফ আসলাম, আবদুল হান্নান ও রাহাত ফতেহ আলী খান। নতুন বছরের শুরুতেই ঢাকার দর্শকদের মাতাতে আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ। ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে টানা দুই দিন পারফর্ম করবে কাভিশ।
ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করবে দেশের ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়ার। দুই দিনব্যাপী এই কনসার্ট আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি।
এবারই প্রথম বাংলাদেশে কনসার্ট করছে কাভিশ। কাভিশের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১০ জানুয়ারি প্রথম দিনের আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে ব্যান্ড শূন্য। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন। দ্বিতীয় দিন ১১ জানুয়ারি শুরু হবে আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ারের পরিবেশনা দিয়ে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। শেষ দিনেও কনসার্ট শেষ করবে কাভিশ।
আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’
ঢাকা ড্রিমস কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটভাই ওয়েবসাইটে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক এক দিন কনসার্ট উপভোগ করতে পারবেন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে প্রতিদিন বেলা ৩টায়।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৩ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৩ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৩ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৩ ঘণ্টা আগে