বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গান গাইলেন ‘নাসেক নাসেক’ খ্যাত বাংলাদেশের গায়ক অনিমেষ রায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘ও অভাগী’র টাইটেল ট্র্যাকটি অনিমেষ গেয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। তাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অনিমেষ বলেন, ‘আমি সত্যিই খুশি। যে আমার ওপর এতটা ভরসা করেছেন মৌসুমীদিদিরা। অর্ণবদা (শায়ন চৌধুরী অর্ণব) আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন কোক স্টুডিওতে। তার আগে লকডাউনের সময় ইউটিউব চ্যানেল, ফেসবুকে নিজের গান তৈরি করে দিতে শুরু করি। আমার দাদু, বাবা, মা সকলেই কিন্তু গানবাজনার মানুষ। পরিবারের থেকেই আমার এই গানের প্রতি ভালোবাসা।’
হাজং জনগোষ্ঠীর এই শিল্পীর বাড়িতে মা ছাড়াও রয়েছেন দুই দাদা এবং একজন দিদি। সকলেই হাজং ভাষাতেই গান গাইতেন। কিন্তু সংসারের চাপে গান নিয়ে বেশি দূর এগোতে পারেননি তিনি।
আর্থিক টানাপড়েন নিয়ে অকপটে অনিমেষ বলেন, ‘তাই তো সব দায়িত্ব এখন আমার কাঁধে। পরিবারের স্বপ্নপূরণ আমাকেই করতে হবে। আমার পড়াশোনাও লোকগীতি নিয়ে। সদ্য মাস্টার্স ডিগ্রি শেষ করেছি।’
এ ছাড়া অনিমেষ জানিয়েছেন, তার স্বপ্ন হাজং ভাষা এবং সম্প্রদায়কে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে বাংলাদেশের বেশ কিছু গান নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
প্রসঙ্গত, মিথিলা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ।
প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গান গাইলেন ‘নাসেক নাসেক’ খ্যাত বাংলাদেশের গায়ক অনিমেষ রায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘ও অভাগী’র টাইটেল ট্র্যাকটি অনিমেষ গেয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। তাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অনিমেষ বলেন, ‘আমি সত্যিই খুশি। যে আমার ওপর এতটা ভরসা করেছেন মৌসুমীদিদিরা। অর্ণবদা (শায়ন চৌধুরী অর্ণব) আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন কোক স্টুডিওতে। তার আগে লকডাউনের সময় ইউটিউব চ্যানেল, ফেসবুকে নিজের গান তৈরি করে দিতে শুরু করি। আমার দাদু, বাবা, মা সকলেই কিন্তু গানবাজনার মানুষ। পরিবারের থেকেই আমার এই গানের প্রতি ভালোবাসা।’
হাজং জনগোষ্ঠীর এই শিল্পীর বাড়িতে মা ছাড়াও রয়েছেন দুই দাদা এবং একজন দিদি। সকলেই হাজং ভাষাতেই গান গাইতেন। কিন্তু সংসারের চাপে গান নিয়ে বেশি দূর এগোতে পারেননি তিনি।
আর্থিক টানাপড়েন নিয়ে অকপটে অনিমেষ বলেন, ‘তাই তো সব দায়িত্ব এখন আমার কাঁধে। পরিবারের স্বপ্নপূরণ আমাকেই করতে হবে। আমার পড়াশোনাও লোকগীতি নিয়ে। সদ্য মাস্টার্স ডিগ্রি শেষ করেছি।’
এ ছাড়া অনিমেষ জানিয়েছেন, তার স্বপ্ন হাজং ভাষা এবং সম্প্রদায়কে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে বাংলাদেশের বেশ কিছু গান নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
প্রসঙ্গত, মিথিলা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১১ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১১ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১১ ঘণ্টা আগে