সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই এখন প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। চেহারায় বয়সের ছাপ ঠেকাতেও অনেকে শল্যচিকিৎসকের দ্বারস্থ হন। কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও এ পথে হেঁটেছেন। অস্ত্রোপচার করে বদলেছেন মুখের আদল। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন লরেন্স। প্লাস্টিক সার্জারির গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এভাবে সৌন্দর্য বৃদ্ধি বা বয়স ধরে রাখার পক্ষে নন তিনি। সাধারণ মেকআপই তাঁর জন্য যথেষ্ট।
গত সেপ্টেম্বরে ডিওর ফ্যাশন শোতে যোগ দেন জেনিফার লরেন্স। সেখানে তাঁকে দেখে অনেকের মনে হয়, বদল এসেছে লরেন্সের চেহারায়। বিশেষ করে তাঁর চোখ, ঠোঁট ও নাকের পরিবর্তন নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সেই থেকে চলছে লরেন্সকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুঞ্জন। সম্প্রতি দ্য ইন্টারভিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লরেন্স। কাইলি জেনারের সঙ্গে ওই আলাপে অভিনেত্রী জানান, তাঁর চেহারার এই বদল অস্বাভাবিক কিছু নয়।
লরেন্স বলেন, ‘১৯ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। সেই বয়সে আমি দেখতে কেমন ছিলাম, আর এখন কেমন—সেটা নিয়ে সব সময় তুলনা চলে। যাঁরা তুলনা করেন, তাঁদের বলতে চাই, আমি এখন বড় হয়েছি। বাচ্চাসুলভ ব্যাপারটা আমার চেহারা থেকে চলে গেছে। সবাই ভাবছে, আমি প্লাস্টিক সার্জারি করে নাকের গঠন বদলে ফেলেছি। সেটা একেবারেই সত্যি নয়।’
জেনিফার লরেন্স জানান, অস্ত্রোপচার করে কোনো অঙ্গপ্রত্যঙ্গ বদলের ইচ্ছা তাঁর কখনো ছিল না। এখনো নেই।
সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই এখন প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। চেহারায় বয়সের ছাপ ঠেকাতেও অনেকে শল্যচিকিৎসকের দ্বারস্থ হন। কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও এ পথে হেঁটেছেন। অস্ত্রোপচার করে বদলেছেন মুখের আদল। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন লরেন্স। প্লাস্টিক সার্জারির গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এভাবে সৌন্দর্য বৃদ্ধি বা বয়স ধরে রাখার পক্ষে নন তিনি। সাধারণ মেকআপই তাঁর জন্য যথেষ্ট।
গত সেপ্টেম্বরে ডিওর ফ্যাশন শোতে যোগ দেন জেনিফার লরেন্স। সেখানে তাঁকে দেখে অনেকের মনে হয়, বদল এসেছে লরেন্সের চেহারায়। বিশেষ করে তাঁর চোখ, ঠোঁট ও নাকের পরিবর্তন নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সেই থেকে চলছে লরেন্সকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুঞ্জন। সম্প্রতি দ্য ইন্টারভিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লরেন্স। কাইলি জেনারের সঙ্গে ওই আলাপে অভিনেত্রী জানান, তাঁর চেহারার এই বদল অস্বাভাবিক কিছু নয়।
লরেন্স বলেন, ‘১৯ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। সেই বয়সে আমি দেখতে কেমন ছিলাম, আর এখন কেমন—সেটা নিয়ে সব সময় তুলনা চলে। যাঁরা তুলনা করেন, তাঁদের বলতে চাই, আমি এখন বড় হয়েছি। বাচ্চাসুলভ ব্যাপারটা আমার চেহারা থেকে চলে গেছে। সবাই ভাবছে, আমি প্লাস্টিক সার্জারি করে নাকের গঠন বদলে ফেলেছি। সেটা একেবারেই সত্যি নয়।’
জেনিফার লরেন্স জানান, অস্ত্রোপচার করে কোনো অঙ্গপ্রত্যঙ্গ বদলের ইচ্ছা তাঁর কখনো ছিল না। এখনো নেই।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে