Ajker Patrika

মিস ইউনিভার্সে সেরার মুকুট যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েলের

বিনোদন ডেস্ক
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৪: ৪২
Thumbnail image

মিস ইউনিভার্সের ৭১তম আসরের সেরার মুকুট জিতেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল ও ফ্যাশন ডিজাইনার আর’বনি গ্যাব্রিয়েল। যুক্তরাষ্ট্রের সময় শনিবার দিবাগত রাতে লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। প্রথম ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। গত বছর মিস যুক্তরাষ্ট্রের খেতাবও জিতেছিলেন। 

বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন আর’বনি গ্যাব্রিয়েল। তাঁকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনেত্রী হারনাজ সান্ধু। তাঁর হাত ধরে দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট জিতেছিল ভারত। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল এবং তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ। 
 
গ্যাব্রিয়েল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রে হলেও বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। গত বছর ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন। 

মিস ইউনিভার্সের ৭১তম আসরের বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েলপ্রতিযোগিতার শেষ পর্যায়ের প্রশ্নোত্তর পর্বে গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিস ইউনিভার্সে জয়ী হলে তিনি কী করবেন। গ্যাব্রিয়েল তখন জানান, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তাঁরা নিজেকে জানতে পারেন। 

এবারের মিস ইউনিভার্স তালিকার সেরা ১৬ প্রতিযোগীর মধ্যে ছিলেন ভারতের প্রতিযোগী দিবিতা রাইও। তবে নিজের দেশের হয়ে সেরার মুকুট ধরে রাখতে পারলেন না তিনি।  

মাঝখানে কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে। প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত