বিনোদন ডেস্ক
ঢাকা: ‘ব্ল্যাক অ্যাডাম’ এ বছরের আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম। হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন, যিনি ‘রক’ নামেই পরিচিত, তাঁর বহুল প্রত্যাশিত ছবি এটি। ‘ব্ল্যাক অ্যাডাম’–এর মূল চরিত্রে অভিনয় করছেন রক। জানিয়েছেন, তাঁর দুই দশকের ক্যারিয়ারে এ চরিত্র ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং।
ওয়ার্নার ব্রাদার্সের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি শাজামের প্রধান ভিলেন ব্ল্যাক অ্যাডাম। তবে ভিলেন না বলে অ্যান্টিহিরো বললে বেশি ভালো শোনায়। শাজামের সঙ্গে ব্ল্যাক অ্যাডামের অনেক মিল। শাজাম শক্তি পায় বিভিন্ন গ্রিক ও রোমান দেবতার কাছ থেকে। আর ব্ল্যাক অ্যাডামের শক্তির উৎস মিসরীয় দেবতারা। ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে। ব্ল্যাক অ্যাডাম হারায় তার পরিবার। এ ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই সে হয়ে ওঠে অন্যতম শক্তিশালী অ্যান্টিহিরো।
‘ব্ল্যাক অ্যাডাম’–এ অভিনয় করে খুবই উচ্ছ্বসিত ডোয়াইন জনসন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘ব্ল্যাক অ্যাডাম ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং চলছে এই সপ্তাহে। শার্ট খুলে পেশি দেখাচ্ছি। কঠিন ডায়েটে আছি, ট্রেনিং আর ব্যায়াম চলছে। পুরো ক্যারিয়ারে এত পরিশ্রম আগে কখনো করিনি।’
ডোয়াইন জনসন বলেন, ‘অনেকেই জানেন টেথ অ্যাডাম এমন এক চরিত্র, যিনি দেবতাদের মাধ্যমে অমর চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। ক্রোধ তাঁর আত্মাকে অন্ধকার করে দেয়। পরিণত হয় ব্ল্যাক অ্যাডামে।’
এর আগে ডোয়াইন জনসনকে ‘জুমানজি ২: দ্য নেক্সট লেভেল’–এ দেখা গিয়েছিল। ভবিষ্যতে মুক্তি পাবে ‘জঙ্গল ক্রুজ’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’, নেটফ্লিক্স-এর ‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’ সহ বেশ কিছু ছবি।
‘ব্ল্যাক অ্যাডাম’ মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ২৯ জুলাই।
আরও পড়ুন:
ঢাকা: ‘ব্ল্যাক অ্যাডাম’ এ বছরের আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম। হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন, যিনি ‘রক’ নামেই পরিচিত, তাঁর বহুল প্রত্যাশিত ছবি এটি। ‘ব্ল্যাক অ্যাডাম’–এর মূল চরিত্রে অভিনয় করছেন রক। জানিয়েছেন, তাঁর দুই দশকের ক্যারিয়ারে এ চরিত্র ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং।
ওয়ার্নার ব্রাদার্সের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি শাজামের প্রধান ভিলেন ব্ল্যাক অ্যাডাম। তবে ভিলেন না বলে অ্যান্টিহিরো বললে বেশি ভালো শোনায়। শাজামের সঙ্গে ব্ল্যাক অ্যাডামের অনেক মিল। শাজাম শক্তি পায় বিভিন্ন গ্রিক ও রোমান দেবতার কাছ থেকে। আর ব্ল্যাক অ্যাডামের শক্তির উৎস মিসরীয় দেবতারা। ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে। ব্ল্যাক অ্যাডাম হারায় তার পরিবার। এ ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই সে হয়ে ওঠে অন্যতম শক্তিশালী অ্যান্টিহিরো।
‘ব্ল্যাক অ্যাডাম’–এ অভিনয় করে খুবই উচ্ছ্বসিত ডোয়াইন জনসন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘ব্ল্যাক অ্যাডাম ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং চলছে এই সপ্তাহে। শার্ট খুলে পেশি দেখাচ্ছি। কঠিন ডায়েটে আছি, ট্রেনিং আর ব্যায়াম চলছে। পুরো ক্যারিয়ারে এত পরিশ্রম আগে কখনো করিনি।’
ডোয়াইন জনসন বলেন, ‘অনেকেই জানেন টেথ অ্যাডাম এমন এক চরিত্র, যিনি দেবতাদের মাধ্যমে অমর চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। ক্রোধ তাঁর আত্মাকে অন্ধকার করে দেয়। পরিণত হয় ব্ল্যাক অ্যাডামে।’
এর আগে ডোয়াইন জনসনকে ‘জুমানজি ২: দ্য নেক্সট লেভেল’–এ দেখা গিয়েছিল। ভবিষ্যতে মুক্তি পাবে ‘জঙ্গল ক্রুজ’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’, নেটফ্লিক্স-এর ‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’ সহ বেশ কিছু ছবি।
‘ব্ল্যাক অ্যাডাম’ মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ২৯ জুলাই।
আরও পড়ুন:
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে