Ajker Patrika

শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা কর্মকর্তা সমীরকে সিবিআইয়ের তলব

আপডেট : ১৮ মে ২০২৩, ১৫: ৫৪
শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা কর্মকর্তা সমীরকে সিবিআইয়ের তলব

শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় চাকরি হারিয়েছিলেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জ্যেষ্ঠ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়। 

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরিয়ানকে মুক্ত করতে ২৫ কোটি রুপি চেয়েছিলেন সমীর। ভিজিল্যান্স রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়।

এদিকে সিবিআই সূত্রের খবর, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতেই দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তার পরই সমীরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে সিবিআই।

তবে সমীর দিল্লি হাইকোর্টের কাছে সমন বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। এ ছাড়া তিনি চাইলে মুম্বাই হাইকোর্টেও যেতে পারেন বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।

সিবিআই জানিয়েছে, ২২ মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না, যদি সিবিআই থেকে তিনি লিখিত অনুমোদন নেন।
 
সমীর ওয়াংখেড়ে২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। তখন মাদকের ঘটনায় আরিয়ান খানের বিরুদ্ধে মামলা হয়। চার সপ্তাহ জেল খেটেছিলেন আরিয়ান।

পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে গত বছরের মে মাসে ওই মামলা থেকে খালাস পান আরিয়ান। সে সময় এএনসিবি মুম্বাই শাখার বিভাগীয় প্রধান ছিলেন সমীর ওয়াংখেড়ে।

যথাযথ তথ্য-প্রমাণ ছাড়াই আরিয়ান খান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগে সমীর ওয়াংখেড়েকে এনসিবি থেকে সরিয়ে দিয়ে গত বছরের মে মাসে ডিরেক্টোরেট জেনারেল অব ট্যাক্সপেয়ার সার্ভিসের চেন্নাই শাখায় বদলি করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত