বিনোদন ডেস্ক
চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’
গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।
প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।
চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’
গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।
প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৪ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৬ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৯ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৯ ঘণ্টা আগে