চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’
গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।
প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।
চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’
গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।
প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১০ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৫ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১৭ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১৯ ঘণ্টা আগে