চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’
গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।
প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।
চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’
গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।
প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৩২ মিনিট আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৩ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১৩ ঘণ্টা আগে