Ajker Patrika

মার্ভেলের সিনেমায় অভিনয় করতে চান না​ ক্রিস্টেন স্টুয়ার্ট

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৩: ৫৫
মার্ভেলের সিনেমায় অভিনয় করতে চান না​ ক্রিস্টেন স্টুয়ার্ট

মার্ভেলের কাছ থেকে প্রস্তাব এলেও কোনো সুপারহিরো সিনেমায় কাজ করতে চান না হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। গত মঙ্গলবার ‘নট স্কিনি, বাট নট ফ্যাট’ পডকাস্টে বিষয়টি জানান তিনি। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, যেকোনো সুপারহিরো ছবিতে কাজ করা তাঁর কাছে ‘দুঃস্বপ্নের মতো’!

শুধু ক্রিস্টেন স্টুয়ার্ট নন, বছরের পর বছর ধরে এই ধারার বিরোধিতায় স্পষ্টভাষী ছিলেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসিস। তিনি গত বছর জিকিউকে বলেছিলেন, ‘এটি প্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সিনেমা তৈরির মতো।’

এর আগে অভিনেতা রে উইনস্টোন, অভিনেতা ও প্রযোজক নিকোলাস কেজও মার্ভেলের ধারার বিরোধিতা করেন।

তবে ক্রিস্টেন স্টুয়ার্ট এ-ও জানিয়েছেন, পরিচালক হিসেবে যদি ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গেরউইগ থাকেন, তবে তিনি কাজ করতে আগ্রহী। তাঁর কথায়, ‘শুধু পরিচালক গ্রেটা গেরউইগ যদি আমাকে কোনো প্রস্তাব দেন, তবেই একমাত্র রাজি হতে পারি।’

হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ছবি: এএফপিউল্লেখ্য, ‘টোয়াইলাইট’ সিনেমায় বেলা সোয়ান হয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এরপর যত দিন গেছে, নতুন নতুন চরিত্র আর গল্পে জয় করেছেন দর্শকের মন। সবশেষ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘লাভ লাইস ব্লিডিং’ নামের নতুন সিনেমা। তাঁর দর্শকপ্রিয় সিনেমার মধ্যে আরও রয়েছে— ‘সার্টেইন ওম্যান’, ‘পারসোনাল শপার’, ‘স্টিল অ্যালাইস’, ‘ক্লাউডস অব সিলস মারিয়া’, ‘প্যানিক রুম’, ‘দ্য রানওয়েজ’, ‘হ্যাপিয়েস্ট সিজনস’, ‘ক্যাম্প এক্স রে’, ‘ইনটু দ্য ওয়াইল্ড আর অ্যাডভেঞ্চারল্যান্ড’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত