ঢাকা: দেশি-বিদেশি সিনেমা ও টিভি অনুষ্ঠানের জন্য পুরস্কার প্রদানের আসর গোল্ডেন গ্লোব। অস্কারের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত পুরস্কার। ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটি আয়োজন করে আসছে। এই সংগঠনের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ এনে গোল্ডেন গ্লোব বয়কটের ডাক দিয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন।
শনিবার এক বিবৃতিতে তিনি সবাইকে গোল্ডেন গ্লোব বয়কটের অনুরোধ করেন। ৩৬ বছর বয়সী এই তারকা এর আগে পাঁচবার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনে আছেন ৯০ জন সাংবাদিক, যাঁরা গোল্ডেন গ্লোব বিজয়ীদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। কিন্তু এই ৯০ জনের সবাই শেতাঙ্গ। কৃষ্ণাঙ্গ কাউকে রাখা হয়নি কমিটিতে। কম গুরুত্ব দেওয়া হয়েছে নারীদেরকে। উপেক্ষিত এলজিবিটি কমিউনিটির সদস্যরাও।
এ কারনেই আপত্তি জানিয়েছেন স্কারলেট জোহানসন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সংগঠনটি এ বিষয়ে তাঁদের নীতিমালা পরিবর্তন না করবে, আমার মনে হয় সবারই উচিত এ আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থাকা।’
এ বছরের ফেব্রুয়ারিতে আরও একবার তোপের মুখে পড়েছিল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগঠনে কোনো কৃষ্ণাঙ্গ সদস্য নেই, এটা প্রকাশ হওয়ার পর অনেকেই তীব্র সমালোচনা করেছিলেন। এতদিন পরে এসে ওই সমালোচনা নতুন করে উষ্কে দিলেন ‘ম্যারেজ স্টোরি’ তারকা।
এছাড়া স্কারলেট জোহানসন জানিয়েছেন গোল্ডেন গ্লোবে অংশ নিতে গিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা। বলছেন, ‘সিনেমার প্রচারের জন্য অভিনেত্রী হিসেবে আমাকে বিভিন্ন সংবাদ সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে হয়। অতীতে এই অনুষ্ঠানে গিয়ে আমাকে নানারকম যৌনতাবাদী প্রশ্নের মুখে পড়তে হয়েছে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরাই এসব প্রশ্ন করেছেন। যেগুলো রীতিমতো যৌন হয়রানির পর্যায়ে পড়ে। এ কারণে গত কয়েকবছর ধরে আমি তাঁদের কোনো সংবাদ সম্মেলনে যাই না।’
স্কারলেট জোহানসনের এই বয়কটের ডাককে সমর্থন করেছেন অস্কার নমিনেশনপ্রাপ্ত তারকা মার্ক রাফালো। গোল্ডেন গ্লোবের আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন তিনি। মার্ক বলছেন, ‘আমি জানি এটা খুবই সত্য কথা।’ গোল্ডেন গ্লোব আয়োজকদের এমন দৃষ্টিভঙ্গিকে ‘হতাশাজনক’ বলছেন তিনি। সঙ্গে এটাও বলছেন, ‘গোল্ডেন গ্লোব পেয়ে আমার সম্মানিত হওয়ার কথা। কিন্তু কোনোভাবেই তা হতে পারছি না।’
ঢাকা: দেশি-বিদেশি সিনেমা ও টিভি অনুষ্ঠানের জন্য পুরস্কার প্রদানের আসর গোল্ডেন গ্লোব। অস্কারের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত পুরস্কার। ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটি আয়োজন করে আসছে। এই সংগঠনের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ এনে গোল্ডেন গ্লোব বয়কটের ডাক দিয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন।
শনিবার এক বিবৃতিতে তিনি সবাইকে গোল্ডেন গ্লোব বয়কটের অনুরোধ করেন। ৩৬ বছর বয়সী এই তারকা এর আগে পাঁচবার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনে আছেন ৯০ জন সাংবাদিক, যাঁরা গোল্ডেন গ্লোব বিজয়ীদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। কিন্তু এই ৯০ জনের সবাই শেতাঙ্গ। কৃষ্ণাঙ্গ কাউকে রাখা হয়নি কমিটিতে। কম গুরুত্ব দেওয়া হয়েছে নারীদেরকে। উপেক্ষিত এলজিবিটি কমিউনিটির সদস্যরাও।
এ কারনেই আপত্তি জানিয়েছেন স্কারলেট জোহানসন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সংগঠনটি এ বিষয়ে তাঁদের নীতিমালা পরিবর্তন না করবে, আমার মনে হয় সবারই উচিত এ আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থাকা।’
এ বছরের ফেব্রুয়ারিতে আরও একবার তোপের মুখে পড়েছিল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগঠনে কোনো কৃষ্ণাঙ্গ সদস্য নেই, এটা প্রকাশ হওয়ার পর অনেকেই তীব্র সমালোচনা করেছিলেন। এতদিন পরে এসে ওই সমালোচনা নতুন করে উষ্কে দিলেন ‘ম্যারেজ স্টোরি’ তারকা।
এছাড়া স্কারলেট জোহানসন জানিয়েছেন গোল্ডেন গ্লোবে অংশ নিতে গিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা। বলছেন, ‘সিনেমার প্রচারের জন্য অভিনেত্রী হিসেবে আমাকে বিভিন্ন সংবাদ সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে হয়। অতীতে এই অনুষ্ঠানে গিয়ে আমাকে নানারকম যৌনতাবাদী প্রশ্নের মুখে পড়তে হয়েছে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরাই এসব প্রশ্ন করেছেন। যেগুলো রীতিমতো যৌন হয়রানির পর্যায়ে পড়ে। এ কারণে গত কয়েকবছর ধরে আমি তাঁদের কোনো সংবাদ সম্মেলনে যাই না।’
স্কারলেট জোহানসনের এই বয়কটের ডাককে সমর্থন করেছেন অস্কার নমিনেশনপ্রাপ্ত তারকা মার্ক রাফালো। গোল্ডেন গ্লোবের আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন তিনি। মার্ক বলছেন, ‘আমি জানি এটা খুবই সত্য কথা।’ গোল্ডেন গ্লোব আয়োজকদের এমন দৃষ্টিভঙ্গিকে ‘হতাশাজনক’ বলছেন তিনি। সঙ্গে এটাও বলছেন, ‘গোল্ডেন গ্লোব পেয়ে আমার সম্মানিত হওয়ার কথা। কিন্তু কোনোভাবেই তা হতে পারছি না।’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৫ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৫ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৫ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৫ ঘণ্টা আগে