হাজং সম্প্রদায়কে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘হাজংদের জীবন সংগ্রাম’। সুজন হাজং-এর কবিতা অবলম্বনে তথ্যচিত্রটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি।
এ তথ্যচিত্রে উঠে এসেছে প্রান্তিক হাজং সম্প্রদায়ের ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক আন্দোলন, জমিদার প্রথা উচ্ছেদ, হাতি খেদা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রামে তাঁদের বীরত্ব ও সাহসিকতার গল্প।
বাংলাদেশের নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর, শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী এবং ময়মনসিংহ জেলার উত্তর অঞ্চল ও সিলেট জেলায় হাজংদের বসবাস। ঐতিহাসিক ‘হাজং বিদ্রোহ’, ‘তেভাগা আন্দোলন’, ‘টঙ্ক আন্দোলন’ ইত্যাদির নেতৃত্বে হাজংরা অগ্রণী ভূমিকা রেখেছেন।
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত ভাগ, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে নিজেদের টিকিয়ে রাখার সংগ্রামে হাজং জনগোষ্ঠীর সাহসী ভূমিকা আমাকে অনুপ্রাণিত করেছে কাজটি করার ক্ষেত্রে। এ তথ্যচিত্র নির্মাণের জন্য গত দুই বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী হাজংদের জীবন খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি।’
ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, নেত্রকোণার প্রযোজনায় তৈরি এ তথ্যচিত্রটি আগামীকাল শুক্রবার হাজংমাতা শহীদ রাশিমণি দিবসে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘হাজংদের জীবন সংগ্রাম’ তথ্যচিত্রের চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস ও আশিক মাসুদ।
হাজং সম্প্রদায়কে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘হাজংদের জীবন সংগ্রাম’। সুজন হাজং-এর কবিতা অবলম্বনে তথ্যচিত্রটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি।
এ তথ্যচিত্রে উঠে এসেছে প্রান্তিক হাজং সম্প্রদায়ের ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক আন্দোলন, জমিদার প্রথা উচ্ছেদ, হাতি খেদা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রামে তাঁদের বীরত্ব ও সাহসিকতার গল্প।
বাংলাদেশের নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর, শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী এবং ময়মনসিংহ জেলার উত্তর অঞ্চল ও সিলেট জেলায় হাজংদের বসবাস। ঐতিহাসিক ‘হাজং বিদ্রোহ’, ‘তেভাগা আন্দোলন’, ‘টঙ্ক আন্দোলন’ ইত্যাদির নেতৃত্বে হাজংরা অগ্রণী ভূমিকা রেখেছেন।
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত ভাগ, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে নিজেদের টিকিয়ে রাখার সংগ্রামে হাজং জনগোষ্ঠীর সাহসী ভূমিকা আমাকে অনুপ্রাণিত করেছে কাজটি করার ক্ষেত্রে। এ তথ্যচিত্র নির্মাণের জন্য গত দুই বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী হাজংদের জীবন খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি।’
ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, নেত্রকোণার প্রযোজনায় তৈরি এ তথ্যচিত্রটি আগামীকাল শুক্রবার হাজংমাতা শহীদ রাশিমণি দিবসে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘হাজংদের জীবন সংগ্রাম’ তথ্যচিত্রের চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস ও আশিক মাসুদ।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৮ ঘণ্টা আগে