প্রথমবারের মতো মারাঠি সিনেমায় নাম লেখালেন বলিউড তারকা অক্ষয় কুমার। ঐতিহাসিক মহাকাব্যের গল্পে নির্মিত হতে যাওয়া ‘ভেধাত মারাঠি বীর দৌদলে সাত’ চলচ্চিত্রের মাধ্যমে মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো বড় পর্দায় মহারাজ ছত্রপতি শিবাজিকে ফুটিয়ে তুলতে যাচ্ছেন অক্ষয়।
মুম্বাইতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে গতকাল বুধবার এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে অক্ষয় কুমার ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং নির্মাতা মহেশ মাঞ্জরেকার উপস্থিত ছিলেন।
মারাঠি ইন্ডাস্ট্রিতে নিজের অভিষেক নিয়ে অক্ষয় কুমার বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি মনে করি বড় পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করা অনেক বড় দায়িত্ব। আমাকে যখন এই চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আর অন্য কিছু চিন্তা করিনি, সম্মতি দিয়েছি।’
চলচ্চিত্রটির নির্মাতা মহেশ মাঞ্জরেকার বলেন, ‘আমি গত সাত বছর ধরে ‘বেদাত মারাথে বীর দৌদালে সাত’ নিয়ে কাজ করছি। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ মারাঠি চলচ্চিত্র হতে যাচ্ছে। আমি চাই মানুষ এর গল্প জানুক। ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন সবচেয়ে শক্তিশালী হিন্দু রাজা। আমি খুব ভাগ্যবান যে অক্ষয় কুমারকে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করতে রাজি করাতে পেরেছি। আমি বিশ্বাস করি, তিনিই এর জন্য উপযুক্ত হবেন।’
ঐতিহাসিক ঘটনা ‘বীর দাউদলে সাত’-এর গল্প থেকেই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। ১৬৭৪ সালে সাতজন বীরযোদ্ধার অসাধারণ সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে গল্পে, যাদের একমাত্র লক্ষ্য ছিল শিবাজি মহারাজের স্বরাজ্যের স্বপ্নকে বাস্তবে পরিণত করা।
বীর দৌদালে সাত শুধু মারাঠি নয় হিন্দি, তামিল এবং তেলেগুতেও মুক্তি পাবে। সিনেমাটি ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রথমবারের মতো মারাঠি সিনেমায় নাম লেখালেন বলিউড তারকা অক্ষয় কুমার। ঐতিহাসিক মহাকাব্যের গল্পে নির্মিত হতে যাওয়া ‘ভেধাত মারাঠি বীর দৌদলে সাত’ চলচ্চিত্রের মাধ্যমে মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো বড় পর্দায় মহারাজ ছত্রপতি শিবাজিকে ফুটিয়ে তুলতে যাচ্ছেন অক্ষয়।
মুম্বাইতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে গতকাল বুধবার এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে অক্ষয় কুমার ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং নির্মাতা মহেশ মাঞ্জরেকার উপস্থিত ছিলেন।
মারাঠি ইন্ডাস্ট্রিতে নিজের অভিষেক নিয়ে অক্ষয় কুমার বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি মনে করি বড় পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করা অনেক বড় দায়িত্ব। আমাকে যখন এই চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আর অন্য কিছু চিন্তা করিনি, সম্মতি দিয়েছি।’
চলচ্চিত্রটির নির্মাতা মহেশ মাঞ্জরেকার বলেন, ‘আমি গত সাত বছর ধরে ‘বেদাত মারাথে বীর দৌদালে সাত’ নিয়ে কাজ করছি। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ মারাঠি চলচ্চিত্র হতে যাচ্ছে। আমি চাই মানুষ এর গল্প জানুক। ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন সবচেয়ে শক্তিশালী হিন্দু রাজা। আমি খুব ভাগ্যবান যে অক্ষয় কুমারকে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করতে রাজি করাতে পেরেছি। আমি বিশ্বাস করি, তিনিই এর জন্য উপযুক্ত হবেন।’
ঐতিহাসিক ঘটনা ‘বীর দাউদলে সাত’-এর গল্প থেকেই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। ১৬৭৪ সালে সাতজন বীরযোদ্ধার অসাধারণ সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে গল্পে, যাদের একমাত্র লক্ষ্য ছিল শিবাজি মহারাজের স্বরাজ্যের স্বপ্নকে বাস্তবে পরিণত করা।
বীর দৌদালে সাত শুধু মারাঠি নয় হিন্দি, তামিল এবং তেলেগুতেও মুক্তি পাবে। সিনেমাটি ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৩ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৮ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৮ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৮ ঘণ্টা আগে