Ajker Patrika

শত পর্বের ওয়েব সিরিজে ‘মাফিয়া’ মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে ‘মাফিয়া’ তৈরি করছেন শাহীন সুমন। বিগ বাজেটের ওয়েব সিরিজটির দৈর্ঘ্য ১০০ পর্ব। দেশে এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় ওয়েব সিরিজ। এর নির্মাণ শুরু হয় গত বছর। মাঝে করোনার কারণে শুটিং স্থগিত ছিল।

২১ আগস্ট থেকে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে ‘মাফিয়া’র দৃশ্যধারণ শুরু হয়েছে। এই সিরিজের কাস্টিংয়ে যোগ দিলেন মাহিয়া মাহি। করোনার কারণে দীর্ঘদিন শুটিং-বিরতিতে ছিলেন মাহি। গতকাল শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

মাহি বলেন, ‘শাহীন ভাইয়ের পরিচালনায় আমার সিনেমায় পথচলা শুরু। তাঁর সঙ্গে কাজ করলে অভিজ্ঞতা বাড়ে, অনেক কিছু শেখা যায়। এর আগে এত বড় পরিসরের ওয়েব সিরিজ এ দেশে হয়নি। গল্পটিও চমৎকার। আশা করি, সব মিলিয়ে ভালো কিছু তৈরি হচ্ছে।’

সিরিজটি বানাচ্ছেন শাহীন সুমন, এ নির্মাতার কাজ দিয়েই সিনেমায় অভিনয় শুরু করেছিলেন মাহিমাফিয়া’ দলে মাহিয়া মাহিসহ আরও যোগ দিয়েছেন অভিনেতা মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি। সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ।

এই ওয়েব সিরিজের মূল চরিত্র ননী ভাই নামের একজন ক্ষমতাসীন ব্যক্তি। এই চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। এ ছাড়া একটি আইটেম গানে পারফর্ম করবেন নায়িকা লাজুক। শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। আর এটি মুক্তি দেওয়া হবে শাপলা মিডিয়ার ওটিটি প্লাটফর্ম সিনেবাজ-এ।

‘মাফিয়া’ দলে মাহিয়া মাহিসহ আরও যোগ দিয়েছেন মিশা সওদাগর, ইমন, আঁচল আঁখি, জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন প্রমুখসবশেষ শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন মাহি। মাহির হাতে আছে চারটি ছবি। সেগুলো হলো শাহীন সুমনের ‘গ্যাংস্টার’, শামীম আহমেদ রনির ‘লাইভ’ ও ‘নরসুন্দর’ এবং জাকির হোসেন রাজুর ‘আর্তনাদ’।

এদিকে লকডাউনের পর নিজের একঘেয়েমি কাটাতে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন মাহি। সেখানে নিজের মতো করে সময় কাটিয়ে ঢাকায় ফিরে শুটিংয়ে অংশ নিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত