Ajker Patrika

পরীমণি ও একার সদস্যপদ স্থ‌গিত করল শিল্পী স‌মি‌তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৯: ৫৭
পরীমণি ও একার সদস্যপদ স্থ‌গিত করল শিল্পী স‌মি‌তি

আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও একার সদস্যপদ সাম‌য়িকভা‌বে স্থ‌গিত ক‌রে‌ছে বাংলা‌দেশ চল‌চ্চিত্র শিল্পী স‌মি‌তি। 

শনিবার চল‌চ্চিত্র শিল্পী স‌মি‌তির এক সংবাদ সম্মেলনে তাঁদের সদস্যপদ স্থগিতের কথা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর।  

এ সময় মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল। এছাড়া কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর এবং আলীরাজ উপস্থিত ছিলেন। 

এর আগে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর হাতিরঝিল উলন রোডের একটি বাসা থেকে একাকে আটক করা হয়। অন্যদিকে বিদেশি মদ, আইসবার, এলএসডিসহ বাসা থেকে আটক হন পরীমণি।

তাঁদের মামলাগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত