Ajker Patrika

আজ শিল্পকলায় ‘পুলসিরাত’

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২: ০৫
আজ শিল্পকলায় ‘পুলসিরাত’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত’। ফিলিস্তিনের লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘ম্যান ইন দ্য সান’-এর বাংলা অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। ‘পুলসিরাত’ নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম।

তিনটি হতভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়, এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প। আগস্ট মাসের প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে একটি লরি এগিয়ে যায়। তিনটি ভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়। সূর্যের বিরামহীন তেজ মাথায় নিয়ে, তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে আর মগজে নতুন জীবনের উত্তপ্ত বাসনায় বয়ে চলে তাদের জীবন। সে জীবনেরও হয়তো মনে হতে থাকে, এই পথ যেন সেই পুলসিরাত। ‘পুলসিরাত’ নাটকের ভাবনা প্রসঙ্গে এভাবেই জানিয়েছে প্রাচ্যনাট।

নাটকটিতে অভিনয় করেছেন–আজাদ আবুল কালাম, শাহরিয়ার ফেরদৌস, সাইফুল জার্নাল, মিতুল রহমান, জগন্ময় পাল, মনিরুল ইসলাম, চেতনা রহমান, তানজিকুন, শামীম শ্রাবণ, তৃপ্তি প্রমুখ। নাটকটির সেট ডিজাইন করেছেন শাহিনুর রহমান, আলো নিয়ন্ত্রণ করেছেন বাবর খাদেমী, শব্দ ও সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল। পোশাক পরিকল্পনা করেছেন বিলকিস জাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত