রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমায় বিনোদিনী চরিত্রে হাজির হয়েছেন রুক্মিণী মৈত্র। কিছুদিন আগেই এই অভিনেত্রীর বিনোদিনী লুক প্রকাশ করা হয়। বিনোদিনী রূপে রুক্মিণীর লুক মোটেও পছন্দ হয়নি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এ নিয়ে ফেসবুকে সমালোচনাও করেছেন তিনি। এবার ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল ডট ইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্রের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ অভিনেত্রী।
বিনোদিনীর লুক নিয়ে সম্প্রতি ‘আজকাল ডট ইন’-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘রুক্মিণী মৈত্রকে আমি একটুও হিংসা করি না। ফুটফুটে বাচ্চা মেয়ে। ওর প্রেমিক দেব অধিকারীকে খুশি করতে ওকে নেওয়া হয়েছে। কারণ দেব পয়সা দিচ্ছে, আর এতে ওর কী করার আছে। এই চরিত্রে যোগ্য অভিনেতা থাকতেও যাকে বিনোদিনী মানাচ্ছে না তাঁকে জোর করে প্রস্থেটিক মেকআপ করিয়ে বিনোদিনী বানাতে হবে?’
শ্রীলেখার কথায়, ‘আমাকে নিতে হবে না, অনন্যা চট্টোপাধ্যায় রয়েছেন, ওকেতো নেওয়াই যেত। ওই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী, ওকে নিলে যেটুকু সমালোচনা করেছি, সেটুকুও করতাম না। আর তাতে সত্যিই বাংলা ছবির পাশে দাঁড়ানো হতো।’
শ্রীলেখা জানিয়েছেন, তাঁর ভালো লাগেনি, তাই সমালোচনা করেছেন। কটাক্ষ কিংবা নিন্দা করেননি।
বিনোদিনী রূপে রুক্মিণীর লুক প্রকাশ করার পরেই ফেসবুকে শ্রীলেখা প্রশ্ন তোলেন, ‘রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজুয়াল প্রশ্ন। সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য।’ সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘এমনিতেই শত্রুর অভাব নেই তাই ব্যক্তিগতভাবে নেবেন না।’
শ্রীলেখার ‘রোগা বিনোদিনী’ মন্তব্যের জবাব দিয়েছেন ‘একটি নটীর উপাখ্যান’ সিনেমাটির অন্যতম প্রযোজক অরিত্র দাস। ফেসবুকে তিনি লেখেন, যিনি রোগা বিনোদিনী নিয়ে খুব চিন্তিত, তাঁর উদ্দেশে আমাদের একটাই বক্তব্য—এর আগে যারা পর্দায় বিনোদিনী হয়েছেন, দীনেন গুপ্তর ছবিতে দেবশ্রী রায় এবং গুলজারের ধারাবাহিক ‘তেরাহ পানহে’-তে হেমা মালিনী। এরা কি কেউ মোটা ছিলেন? সঙ্গে অরিত্রর সংযোজন ভগৎ সিং কি অজয় দেবগনের মতো দেখতে? নাকি ঝাঁসির রানি লক্ষ্মীবাই কঙ্গনার মতো? সুশান্ত সিং কি ধোনির মতো দেখতে? শাশ্বত চট্টোপাধ্যায় কি ঋত্বিক ঘটকের মতো দেখতে? অরুন্ধতী দেবী কি ভগিনী নিবেদিতার মতো দেখতে? আর কত নাম নেব?
শ্রীলেখার সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অরিত্র। প্রযোজক অরিত্রর সেই পোস্টের জবাবে শ্রীলেখা সাফাই গেয়ে পাল্টা লেখেন, তিনি কাউকে অপমান করতে এমন কথা লেখেননি, তবে সাফ জানান, সমালোচনা আর অপমান এক জিনিস নয়।
রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমায় বিনোদিনী চরিত্রে হাজির হয়েছেন রুক্মিণী মৈত্র। কিছুদিন আগেই এই অভিনেত্রীর বিনোদিনী লুক প্রকাশ করা হয়। বিনোদিনী রূপে রুক্মিণীর লুক মোটেও পছন্দ হয়নি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এ নিয়ে ফেসবুকে সমালোচনাও করেছেন তিনি। এবার ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল ডট ইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্রের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ অভিনেত্রী।
বিনোদিনীর লুক নিয়ে সম্প্রতি ‘আজকাল ডট ইন’-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘রুক্মিণী মৈত্রকে আমি একটুও হিংসা করি না। ফুটফুটে বাচ্চা মেয়ে। ওর প্রেমিক দেব অধিকারীকে খুশি করতে ওকে নেওয়া হয়েছে। কারণ দেব পয়সা দিচ্ছে, আর এতে ওর কী করার আছে। এই চরিত্রে যোগ্য অভিনেতা থাকতেও যাকে বিনোদিনী মানাচ্ছে না তাঁকে জোর করে প্রস্থেটিক মেকআপ করিয়ে বিনোদিনী বানাতে হবে?’
শ্রীলেখার কথায়, ‘আমাকে নিতে হবে না, অনন্যা চট্টোপাধ্যায় রয়েছেন, ওকেতো নেওয়াই যেত। ওই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী, ওকে নিলে যেটুকু সমালোচনা করেছি, সেটুকুও করতাম না। আর তাতে সত্যিই বাংলা ছবির পাশে দাঁড়ানো হতো।’
শ্রীলেখা জানিয়েছেন, তাঁর ভালো লাগেনি, তাই সমালোচনা করেছেন। কটাক্ষ কিংবা নিন্দা করেননি।
বিনোদিনী রূপে রুক্মিণীর লুক প্রকাশ করার পরেই ফেসবুকে শ্রীলেখা প্রশ্ন তোলেন, ‘রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজুয়াল প্রশ্ন। সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য।’ সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘এমনিতেই শত্রুর অভাব নেই তাই ব্যক্তিগতভাবে নেবেন না।’
শ্রীলেখার ‘রোগা বিনোদিনী’ মন্তব্যের জবাব দিয়েছেন ‘একটি নটীর উপাখ্যান’ সিনেমাটির অন্যতম প্রযোজক অরিত্র দাস। ফেসবুকে তিনি লেখেন, যিনি রোগা বিনোদিনী নিয়ে খুব চিন্তিত, তাঁর উদ্দেশে আমাদের একটাই বক্তব্য—এর আগে যারা পর্দায় বিনোদিনী হয়েছেন, দীনেন গুপ্তর ছবিতে দেবশ্রী রায় এবং গুলজারের ধারাবাহিক ‘তেরাহ পানহে’-তে হেমা মালিনী। এরা কি কেউ মোটা ছিলেন? সঙ্গে অরিত্রর সংযোজন ভগৎ সিং কি অজয় দেবগনের মতো দেখতে? নাকি ঝাঁসির রানি লক্ষ্মীবাই কঙ্গনার মতো? সুশান্ত সিং কি ধোনির মতো দেখতে? শাশ্বত চট্টোপাধ্যায় কি ঋত্বিক ঘটকের মতো দেখতে? অরুন্ধতী দেবী কি ভগিনী নিবেদিতার মতো দেখতে? আর কত নাম নেব?
শ্রীলেখার সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অরিত্র। প্রযোজক অরিত্রর সেই পোস্টের জবাবে শ্রীলেখা সাফাই গেয়ে পাল্টা লেখেন, তিনি কাউকে অপমান করতে এমন কথা লেখেননি, তবে সাফ জানান, সমালোচনা আর অপমান এক জিনিস নয়।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে