বিনোদন প্রতিবেদক
ঢাকা: বছর পাঁচেক আগে মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, ‘স্করপিওন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন। ওই সময় ‘নিয়তি’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মাহিরই ওই সিনেমায় অভিনয় করা হয়নি। ফলে প্রযোজনার পরিকল্পনা থমকে গিয়েছিল সেখানেই।
এতদিন পর এসে অনেকটা নীরবে নিজের প্রযোজনায় একটি ওয়েব কনটেন্ট বানিয়ে ফেললেন মাহি। নাম ‘এইডা কপাল’। ত্রিশ মিনিট দৈর্ঘ্যের কনটেন্টটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এর টিজার প্রকাশ হয়েছেন অনলাইনে। গতবছর হয়েছে শুটিং।
মাহিয়া মাহি বলছেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’
হঠাৎ প্রযোজনা করা প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’
এর শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করে মাহি বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা শুটে যাব, তখন থেকে টানা বৃষ্টি। কাজ আর হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর যখন আমি শুটিং শুরু করলাম, তখন ঠিকই বৃষ্টি থেমে গেল। বিষয়টা এখনও মনে আছে।’
কনটেন্টটি কোথায় মুক্তি পাবে জানতে চাইলে বলেন, ‘এটি ঈদ উপলক্ষ্যে আমাদের উপহার। আমরা একটা বছর এটা আটকে রেখেছিলাম। এটা দর্শকরা ইউটিউবেই দেখতে পাবেন। কোনো অ্যাপে এটি যাচ্ছে না।’
দেখুন মাহি প্রযোজিত ‘এইডা কপাল’ এর টিজার:
ঢাকা: বছর পাঁচেক আগে মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, ‘স্করপিওন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন। ওই সময় ‘নিয়তি’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মাহিরই ওই সিনেমায় অভিনয় করা হয়নি। ফলে প্রযোজনার পরিকল্পনা থমকে গিয়েছিল সেখানেই।
এতদিন পর এসে অনেকটা নীরবে নিজের প্রযোজনায় একটি ওয়েব কনটেন্ট বানিয়ে ফেললেন মাহি। নাম ‘এইডা কপাল’। ত্রিশ মিনিট দৈর্ঘ্যের কনটেন্টটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এর টিজার প্রকাশ হয়েছেন অনলাইনে। গতবছর হয়েছে শুটিং।
মাহিয়া মাহি বলছেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’
হঠাৎ প্রযোজনা করা প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’
এর শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করে মাহি বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা শুটে যাব, তখন থেকে টানা বৃষ্টি। কাজ আর হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর যখন আমি শুটিং শুরু করলাম, তখন ঠিকই বৃষ্টি থেমে গেল। বিষয়টা এখনও মনে আছে।’
কনটেন্টটি কোথায় মুক্তি পাবে জানতে চাইলে বলেন, ‘এটি ঈদ উপলক্ষ্যে আমাদের উপহার। আমরা একটা বছর এটা আটকে রেখেছিলাম। এটা দর্শকরা ইউটিউবেই দেখতে পাবেন। কোনো অ্যাপে এটি যাচ্ছে না।’
দেখুন মাহি প্রযোজিত ‘এইডা কপাল’ এর টিজার:
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৮ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১২ ঘণ্টা আগে