বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হবে হলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেছেন, বিজেপি ‘কাশ্মীর ফাইলসের’ মতো পশ্চিমবঙ্গেও একটি চলচ্চিত্রে অর্থায়ন করছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার রাজ্য সচিবালয়ে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এখন শুধু আনুষ্ঠানিক নির্দেশ বাকি।
মমতা আরও বলেন, ‘কেন তারা কাশ্মীর ফাইলস তৈরি করেছিল? একটি ধারাকে হেয় করতে। এই কেরালা ফাইল কী? যদি তারা কাশ্মীরি জনগণের নিন্দা করার জন্য কাশ্মীর ফাইলস বানাতে পারে...এখন তারা কেরালা রাজ্যেরও মানহানি করছে। প্রতিদিন তারা নিজেদের মতবাদ ছড়াতে গিয়ে অন্যদের দুর্নাম করছে।’
‘কলকাতারও দুর্নাম করেছে তারা। জানতে পারলাম “বাংলা বাঁচাও” পোস্টার লাগিয়েছে। কী হয়েছে বাংলায়? এটি একটি শান্তিপূর্ণ, শান্তিপ্রিয় রাজ্য। বিজেপি কেন সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করছে?’ যোগ করেন মমতা।
আজ দিল্লিতে ছবিটি দেখার পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘কলকাতা চলচ্চিত্রটি নিষিদ্ধ করে ভুল করছে। তারা কি কাউকে সত্য কথা বলার সুযোগ দিতে চায় না? সন্ত্রাসী সংগঠনের পাশে দাঁড়ানো থেকে আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কী পান?’
সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছেন ও পরিচালনা করেছেন সুদীপ্ত সেন। অভিনয় করেছেন আদা শর্মা প্রমুখ। সিনেমাটিতে কেরালায় হিন্দু তরুণীদের ইসলাম ধর্ম গ্রহণ ও পরে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটে (আইএসআইএস) যোগ দেওয়ার বিষয় দেখানো হয়েছে।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়— ‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’।
কেরালার ক্ষমতাসীন দল সিপিএম ও বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, সিনেমার নির্মাতারা ইচ্ছাকৃত অতিরঞ্জন করেছেন। এবং তাঁরা একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কেরালায় রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এটি ডানপন্থী এক অপচেষ্টা। এই ধরনের সিনেমাকে ‘অপপ্রচারমূলক চলচ্চিত্র’ হিসেবে দেখা উচিত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিনেমাটির পক্ষ নিয়ে বলেছেন, ‘এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে খোলাসা করেছে এবং তাদের সব চালচক্রও বেরিয়ে এসেছে। কংগ্রেস এ সিনেমার বিরোধিতা করে সন্ত্রাসী প্রবণতার সঙ্গে দাঁড়িয়েছে...ভোটের জন্য কংগ্রেস সন্ত্রাসবাদের মাথার ছাতা হয়েছে।’
মধ্যপ্রদেশ সিনেমাটিকে করমুক্তি সুবিধা দিয়েছে। রাজ্যর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘সিনেমাটি লাভ জিহাদ, ধর্মান্তরকরণ এবং সন্ত্রাসবাদের ষড়যন্ত্র প্রকাশ করেছে।’ দিল্লি বিজেপি রাজধানীতেও সিনেমাটিকে করমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে সুপ্রিম কোর্ট এবং একাধিক রাজ্য হাইকোর্ট এর আগে ছবিটির মুক্তি ও প্রদর্শনে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ ফিল্ম বোর্ডের অনুমোদন বাতিলের আবেদন খারিজ করার সময় বলেছিলেন, ‘আপনাকে অবশ্যই অভিনেতা ও প্রযোজকদের কথা ভাবতে হবে...পর্দায় থাকলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সিনেমা হলে যাওয়ার পর জনগণই বলে দেবে সিনেমা চলবে কি না।’
বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হবে হলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেছেন, বিজেপি ‘কাশ্মীর ফাইলসের’ মতো পশ্চিমবঙ্গেও একটি চলচ্চিত্রে অর্থায়ন করছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার রাজ্য সচিবালয়ে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এখন শুধু আনুষ্ঠানিক নির্দেশ বাকি।
মমতা আরও বলেন, ‘কেন তারা কাশ্মীর ফাইলস তৈরি করেছিল? একটি ধারাকে হেয় করতে। এই কেরালা ফাইল কী? যদি তারা কাশ্মীরি জনগণের নিন্দা করার জন্য কাশ্মীর ফাইলস বানাতে পারে...এখন তারা কেরালা রাজ্যেরও মানহানি করছে। প্রতিদিন তারা নিজেদের মতবাদ ছড়াতে গিয়ে অন্যদের দুর্নাম করছে।’
‘কলকাতারও দুর্নাম করেছে তারা। জানতে পারলাম “বাংলা বাঁচাও” পোস্টার লাগিয়েছে। কী হয়েছে বাংলায়? এটি একটি শান্তিপূর্ণ, শান্তিপ্রিয় রাজ্য। বিজেপি কেন সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করছে?’ যোগ করেন মমতা।
আজ দিল্লিতে ছবিটি দেখার পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘কলকাতা চলচ্চিত্রটি নিষিদ্ধ করে ভুল করছে। তারা কি কাউকে সত্য কথা বলার সুযোগ দিতে চায় না? সন্ত্রাসী সংগঠনের পাশে দাঁড়ানো থেকে আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কী পান?’
সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছেন ও পরিচালনা করেছেন সুদীপ্ত সেন। অভিনয় করেছেন আদা শর্মা প্রমুখ। সিনেমাটিতে কেরালায় হিন্দু তরুণীদের ইসলাম ধর্ম গ্রহণ ও পরে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটে (আইএসআইএস) যোগ দেওয়ার বিষয় দেখানো হয়েছে।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়— ‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’।
কেরালার ক্ষমতাসীন দল সিপিএম ও বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, সিনেমার নির্মাতারা ইচ্ছাকৃত অতিরঞ্জন করেছেন। এবং তাঁরা একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কেরালায় রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এটি ডানপন্থী এক অপচেষ্টা। এই ধরনের সিনেমাকে ‘অপপ্রচারমূলক চলচ্চিত্র’ হিসেবে দেখা উচিত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিনেমাটির পক্ষ নিয়ে বলেছেন, ‘এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে খোলাসা করেছে এবং তাদের সব চালচক্রও বেরিয়ে এসেছে। কংগ্রেস এ সিনেমার বিরোধিতা করে সন্ত্রাসী প্রবণতার সঙ্গে দাঁড়িয়েছে...ভোটের জন্য কংগ্রেস সন্ত্রাসবাদের মাথার ছাতা হয়েছে।’
মধ্যপ্রদেশ সিনেমাটিকে করমুক্তি সুবিধা দিয়েছে। রাজ্যর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘সিনেমাটি লাভ জিহাদ, ধর্মান্তরকরণ এবং সন্ত্রাসবাদের ষড়যন্ত্র প্রকাশ করেছে।’ দিল্লি বিজেপি রাজধানীতেও সিনেমাটিকে করমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে সুপ্রিম কোর্ট এবং একাধিক রাজ্য হাইকোর্ট এর আগে ছবিটির মুক্তি ও প্রদর্শনে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ ফিল্ম বোর্ডের অনুমোদন বাতিলের আবেদন খারিজ করার সময় বলেছিলেন, ‘আপনাকে অবশ্যই অভিনেতা ও প্রযোজকদের কথা ভাবতে হবে...পর্দায় থাকলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সিনেমা হলে যাওয়ার পর জনগণই বলে দেবে সিনেমা চলবে কি না।’
বাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২ মিনিট আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১০ মিনিট আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
২২ মিনিট আগেভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও সংকট কাটল না ‘ভুল চুক মাফ’-এর। নতুন করে বিপাকে পড়েছে রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমাটি। ভুল চুক মাফের মুক্তির কথা ছিল ৯ মে। মাসখানেকের বেশি সময় ধরে চলে প্রচার। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’ ঘোষণার পর পিছু
২৫ মিনিট আগে