বিনোদন ডেস্ক
ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও সংকট কাটল না ‘ভুল চুক মাফ’-এর। নতুন করে বিপাকে পড়েছে রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমাটি। ভুল চুক মাফের মুক্তির কথা ছিল ৯ মে। মাসখানেকের বেশি সময় ধরে চলে প্রচার। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’ ঘোষণার পর পিছু হটেন ভুল চুক মাফের নির্মাতারা। বিরূপ পরিস্থিতির যুক্তি দেখিয়ে মুক্তির মাত্র দুই দিন আগে তাঁরা সিদ্ধান্ত নেন, প্রেক্ষাগৃহে নয়, ১৬ মে সরাসরি মুক্তি দেওয়া হবে ওটিটিতে। তাতেই খেপেছে মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
ভুল চুক মাফের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস ও আমাজন এমজিএম স্টুডিওসের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পিভিআর আইনক্স। সিনেমাটি ওটিটিতে মুক্তি যাতে স্থগিত করা হয়, সেই আবেদন করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সেই সঙ্গে ৬০ কোটি রুপি ক্ষতিপূরণও দাবি করেছে তারা।
পিভিআর আইনক্সের অভিযোগ, সিনেমা হলে মুক্তির অন্তত আট সপ্তাহ পর ওটিটিতে মুক্তি দেওয়া হবে—প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এমনটাই চুক্তি ছিল তাদের। ভুল চুক মাফের মুক্তি উপলক্ষে বিভিন্ন স্থানে প্রমোশনও চালিয়েছে তারা। তবে অগ্রিম টিকিট বিক্রিতে অতটা সাড়া পাওয়া যাচ্ছিল না। প্রযোজনা প্রতিষ্ঠান তাই বিরূপ পরিস্থিতির সুবিধা নিয়ে চুক্তি লঙ্ঘন করে ওটিটিতে মুক্তি দিতে চাইছে। যেটা বেআইনি।
বোম্বে হাইকোর্ট দুই পক্ষের যুক্তি শুনেছেন। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সিনেমাটির ওটিটিতে মুক্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে আইনি জটিলতার মুখে অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেল রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বির ভুল চুক মাফ।
সায়েন্স ফিকশন–রোমান্টিক–কমেডি ঘরানার এ সিনেমায় রাজকুমার রাওকে দেখা যাবে রঞ্জন চরিত্রে, ওয়ামিকার চরিত্র তিতলিকে বিয়ে করার জন্য যে একেবারে পাগল। তবে তিতলির বাবার শর্ত, দুই মাসের মধ্যে সরকারি চাকরি জোগাড় করতে পারলে তবেই তার সঙ্গে বিয়ে দেবে। ঘটনাক্রমে চাকরি পেয়েও যায় রঞ্জন।
এগিয়ে আসে বিয়ের দিন। দুই পরিবারে প্রস্তুতিও সম্পন্ন। কিন্তু তারা আটকে যায় টাইম লুপে—কিছুতেই বিয়ের দিনটি আর আসে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রঞ্জন দেখে, বিয়ের আগের তারিখটিই ঘুরেফিরে আসছে প্রতিদিন। জ্যোতিষীর পরামর্শে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাইতে থাকে রঞ্জন।
ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও সংকট কাটল না ‘ভুল চুক মাফ’-এর। নতুন করে বিপাকে পড়েছে রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমাটি। ভুল চুক মাফের মুক্তির কথা ছিল ৯ মে। মাসখানেকের বেশি সময় ধরে চলে প্রচার। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’ ঘোষণার পর পিছু হটেন ভুল চুক মাফের নির্মাতারা। বিরূপ পরিস্থিতির যুক্তি দেখিয়ে মুক্তির মাত্র দুই দিন আগে তাঁরা সিদ্ধান্ত নেন, প্রেক্ষাগৃহে নয়, ১৬ মে সরাসরি মুক্তি দেওয়া হবে ওটিটিতে। তাতেই খেপেছে মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
ভুল চুক মাফের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস ও আমাজন এমজিএম স্টুডিওসের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পিভিআর আইনক্স। সিনেমাটি ওটিটিতে মুক্তি যাতে স্থগিত করা হয়, সেই আবেদন করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সেই সঙ্গে ৬০ কোটি রুপি ক্ষতিপূরণও দাবি করেছে তারা।
পিভিআর আইনক্সের অভিযোগ, সিনেমা হলে মুক্তির অন্তত আট সপ্তাহ পর ওটিটিতে মুক্তি দেওয়া হবে—প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এমনটাই চুক্তি ছিল তাদের। ভুল চুক মাফের মুক্তি উপলক্ষে বিভিন্ন স্থানে প্রমোশনও চালিয়েছে তারা। তবে অগ্রিম টিকিট বিক্রিতে অতটা সাড়া পাওয়া যাচ্ছিল না। প্রযোজনা প্রতিষ্ঠান তাই বিরূপ পরিস্থিতির সুবিধা নিয়ে চুক্তি লঙ্ঘন করে ওটিটিতে মুক্তি দিতে চাইছে। যেটা বেআইনি।
বোম্বে হাইকোর্ট দুই পক্ষের যুক্তি শুনেছেন। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সিনেমাটির ওটিটিতে মুক্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে আইনি জটিলতার মুখে অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেল রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বির ভুল চুক মাফ।
সায়েন্স ফিকশন–রোমান্টিক–কমেডি ঘরানার এ সিনেমায় রাজকুমার রাওকে দেখা যাবে রঞ্জন চরিত্রে, ওয়ামিকার চরিত্র তিতলিকে বিয়ে করার জন্য যে একেবারে পাগল। তবে তিতলির বাবার শর্ত, দুই মাসের মধ্যে সরকারি চাকরি জোগাড় করতে পারলে তবেই তার সঙ্গে বিয়ে দেবে। ঘটনাক্রমে চাকরি পেয়েও যায় রঞ্জন।
এগিয়ে আসে বিয়ের দিন। দুই পরিবারে প্রস্তুতিও সম্পন্ন। কিন্তু তারা আটকে যায় টাইম লুপে—কিছুতেই বিয়ের দিনটি আর আসে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রঞ্জন দেখে, বিয়ের আগের তারিখটিই ঘুরেফিরে আসছে প্রতিদিন। জ্যোতিষীর পরামর্শে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাইতে থাকে রঞ্জন।
অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
৭ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
৭ ঘণ্টা আগেক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য।
৭ ঘণ্টা আগেজনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
১৬ ঘণ্টা আগে