Ajker Patrika

পরীমণির ‘মুখোশ’ ছবির পরিবেশনায় কপ ক্রিয়েশন

পরীমণির ‘মুখোশ’ ছবির পরিবেশনায় কপ ক্রিয়েশন

পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’ দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে নতুন প্রযোজনা ও পরিবেশনা সংস্থা কপ ক্রিয়েশনের। সিনেমা ব্যবসার মন্দাভাবের মধ্যেই ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানটি ‘সুদিন’ ফিরিয়ে আনার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে। সেজন্য নিজেদের ছবির বাইরেও তারা অন্য প্রযোজক ও পরিচালকের সিনেমার স্বার্থে এগিয়ে আসতে বদ্ধপরিকর।

সে ভাবনা থেকে বহুল প্রতীক্ষিত ও আলোচিত ছবি ‘মুখোশ’র পরিবেশনার দায়িত্ব নিয়েছে কপ ক্রিয়েশন। ইফতেখার শুভ’র পরিচালনায় ছবিটি সরকারি অনুদান ও ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় নির্মিত হচ্ছে।

বুধবার (১০ নভেম্বর) রাতে কপ ক্রিয়েশনের পরিবেশনা ম্যানেজিং পার্টনার মাশফিকুর রহমান ও ইফতেখার শুভ’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সেসময় উপস্থিত ছিলেন কপ ক্রিয়েশনের সানী সানোয়ারও।

এ প্রসঙ্গে পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘কপ ক্রিয়েশনের মতো প্রডাকশন হাউজ ‘মুখোশ’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে, এটা আমার জন্য খুব আনন্দের। এ জন্য ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর অন্যতম প্রযোজক সানী সানোয়ার ভাইকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা যৌথভাবে সকল দর্শকের কাছে খুব সহজে ‘মুখোশ’ পৌঁছে দিতে পারব।’

মাশফিকুর রহমান ও ইফতেখার শুভ’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়এ চুক্তি নিয়ে সানী সানোয়ার বলেন, ‘তৈরিকৃত মানসম্পন্ন সিনেমার যথাযথ পরিবেশনা নিশ্চিত করার সংকল্প নিয়ে কপ ক্রিয়েশন অভিজ্ঞতাসম্পন্ন একদল পেশাদার লোকের সমন্বয়ে পরিবেশনায় যুক্ত হয়েছে। এক্ষেত্রে ‘মুখোশ’ সিনেমাটি আমাদের ইন-হাউজ সিনেমার বাইরে প্রথম সিনেমা। আশা করছি সিনেমাটি আশানুরূপ ফলাফল পাবে।’

পরিচালক ইফতেখার শুভ আরো জানান, ‘মুখোশ’র ফার্স্টলুক প্রকাশ পাবে আগামী ১৫ নভেম্বর। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত