ঢাকা: প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা ও সত্য—এই চার থিমের ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের নতুন ছবি ‘রে’। চারটি থিম। চারটি গল্প। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি গল্পের আশ্রয়ে বানানো এই ছবিকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম। অর্থাৎ, এক ছবির মোড়কে কয়েকটি গল্প। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘রে’ ছবির প্রথম ঝলক। বানিয়েছেন তিনজন নির্মাতা—সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাষাণ বালা। তবে বাংলা নয়, হিন্দিতেই নির্মিত হয়েছে ছবিটি। পাশাপাশি থাকবে ইংরেজি সাবটাইটেল।
‘রে’ ছবির প্রথম গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। জনপ্রিয় এক গজলগায়ক ও কুস্তিগীর-ক্রীড়াবিদের গল্প। এক ট্রেনযাত্রায় তাদের পরিচয় হয়। অভিষেক চৌবে বানিয়েছেন গল্পটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও গজরাজ রাও।
দ্বিতীয় পর্বের পরিচালক সৃজিত মুখার্জি। গল্পের নাম ‘ফরগেট মি নট’। থ্রিলার গল্প। একজন করপোরেট ব্যক্তিত্ব, তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামের এক নারীর। তাকে ঘিরে তৈরি হয় রহস্য। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।
তৃতীয় গল্পটিও বানাচ্ছেন সৃজিত। নাম ‘বহুরূপী’। একজন মেকআপ আর্টিস্টের গল্প, যিনি নিজের অপছন্দের পেশায় আটকে আছেন। অভিনয়ে কেকে মেনন ও বিদিতা বাগ।
চতুর্থ গল্পের নাম ‘স্পটলাইট’। এটি এমন একজন অভিনেতার গল্প, যিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত। এবার নিজের ধরন বদলে ফেলতে মরিয়া তিনি। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। বানিয়েছেন ভাষাণ বালা।
নেটফ্লিক্সে আগামী ২৫ জুন মুক্তি পাবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিনেমা ‘রে’।
ঢাকা: প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা ও সত্য—এই চার থিমের ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের নতুন ছবি ‘রে’। চারটি থিম। চারটি গল্প। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি গল্পের আশ্রয়ে বানানো এই ছবিকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম। অর্থাৎ, এক ছবির মোড়কে কয়েকটি গল্প। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘রে’ ছবির প্রথম ঝলক। বানিয়েছেন তিনজন নির্মাতা—সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাষাণ বালা। তবে বাংলা নয়, হিন্দিতেই নির্মিত হয়েছে ছবিটি। পাশাপাশি থাকবে ইংরেজি সাবটাইটেল।
‘রে’ ছবির প্রথম গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। জনপ্রিয় এক গজলগায়ক ও কুস্তিগীর-ক্রীড়াবিদের গল্প। এক ট্রেনযাত্রায় তাদের পরিচয় হয়। অভিষেক চৌবে বানিয়েছেন গল্পটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও গজরাজ রাও।
দ্বিতীয় পর্বের পরিচালক সৃজিত মুখার্জি। গল্পের নাম ‘ফরগেট মি নট’। থ্রিলার গল্প। একজন করপোরেট ব্যক্তিত্ব, তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামের এক নারীর। তাকে ঘিরে তৈরি হয় রহস্য। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।
তৃতীয় গল্পটিও বানাচ্ছেন সৃজিত। নাম ‘বহুরূপী’। একজন মেকআপ আর্টিস্টের গল্প, যিনি নিজের অপছন্দের পেশায় আটকে আছেন। অভিনয়ে কেকে মেনন ও বিদিতা বাগ।
চতুর্থ গল্পের নাম ‘স্পটলাইট’। এটি এমন একজন অভিনেতার গল্প, যিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত। এবার নিজের ধরন বদলে ফেলতে মরিয়া তিনি। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। বানিয়েছেন ভাষাণ বালা।
নেটফ্লিক্সে আগামী ২৫ জুন মুক্তি পাবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিনেমা ‘রে’।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ মিনিট আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগে