ঢাকা: প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা ও সত্য—এই চার থিমের ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের নতুন ছবি ‘রে’। চারটি থিম। চারটি গল্প। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি গল্পের আশ্রয়ে বানানো এই ছবিকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম। অর্থাৎ, এক ছবির মোড়কে কয়েকটি গল্প। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘রে’ ছবির প্রথম ঝলক। বানিয়েছেন তিনজন নির্মাতা—সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাষাণ বালা। তবে বাংলা নয়, হিন্দিতেই নির্মিত হয়েছে ছবিটি। পাশাপাশি থাকবে ইংরেজি সাবটাইটেল।
‘রে’ ছবির প্রথম গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। জনপ্রিয় এক গজলগায়ক ও কুস্তিগীর-ক্রীড়াবিদের গল্প। এক ট্রেনযাত্রায় তাদের পরিচয় হয়। অভিষেক চৌবে বানিয়েছেন গল্পটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও গজরাজ রাও।
দ্বিতীয় পর্বের পরিচালক সৃজিত মুখার্জি। গল্পের নাম ‘ফরগেট মি নট’। থ্রিলার গল্প। একজন করপোরেট ব্যক্তিত্ব, তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামের এক নারীর। তাকে ঘিরে তৈরি হয় রহস্য। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।
তৃতীয় গল্পটিও বানাচ্ছেন সৃজিত। নাম ‘বহুরূপী’। একজন মেকআপ আর্টিস্টের গল্প, যিনি নিজের অপছন্দের পেশায় আটকে আছেন। অভিনয়ে কেকে মেনন ও বিদিতা বাগ।
চতুর্থ গল্পের নাম ‘স্পটলাইট’। এটি এমন একজন অভিনেতার গল্প, যিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত। এবার নিজের ধরন বদলে ফেলতে মরিয়া তিনি। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। বানিয়েছেন ভাষাণ বালা।
নেটফ্লিক্সে আগামী ২৫ জুন মুক্তি পাবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিনেমা ‘রে’।
ঢাকা: প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা ও সত্য—এই চার থিমের ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের নতুন ছবি ‘রে’। চারটি থিম। চারটি গল্প। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি গল্পের আশ্রয়ে বানানো এই ছবিকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম। অর্থাৎ, এক ছবির মোড়কে কয়েকটি গল্প। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘রে’ ছবির প্রথম ঝলক। বানিয়েছেন তিনজন নির্মাতা—সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাষাণ বালা। তবে বাংলা নয়, হিন্দিতেই নির্মিত হয়েছে ছবিটি। পাশাপাশি থাকবে ইংরেজি সাবটাইটেল।
‘রে’ ছবির প্রথম গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। জনপ্রিয় এক গজলগায়ক ও কুস্তিগীর-ক্রীড়াবিদের গল্প। এক ট্রেনযাত্রায় তাদের পরিচয় হয়। অভিষেক চৌবে বানিয়েছেন গল্পটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও গজরাজ রাও।
দ্বিতীয় পর্বের পরিচালক সৃজিত মুখার্জি। গল্পের নাম ‘ফরগেট মি নট’। থ্রিলার গল্প। একজন করপোরেট ব্যক্তিত্ব, তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামের এক নারীর। তাকে ঘিরে তৈরি হয় রহস্য। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।
তৃতীয় গল্পটিও বানাচ্ছেন সৃজিত। নাম ‘বহুরূপী’। একজন মেকআপ আর্টিস্টের গল্প, যিনি নিজের অপছন্দের পেশায় আটকে আছেন। অভিনয়ে কেকে মেনন ও বিদিতা বাগ।
চতুর্থ গল্পের নাম ‘স্পটলাইট’। এটি এমন একজন অভিনেতার গল্প, যিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত। এবার নিজের ধরন বদলে ফেলতে মরিয়া তিনি। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। বানিয়েছেন ভাষাণ বালা।
নেটফ্লিক্সে আগামী ২৫ জুন মুক্তি পাবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিনেমা ‘রে’।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে