Ajker Patrika

সত্যজিতের গল্পে নেটফ্লিক্সের সিনেমা

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৪: ৪৮
সত্যজিতের গল্পে নেটফ্লিক্সের সিনেমা

ঢাকা: প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা ও সত্য—এই চার থিমের ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের নতুন ছবি ‘রে’। চারটি থিম। চারটি গল্প। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি গল্পের আশ্রয়ে বানানো এই ছবিকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম। অর্থাৎ, এক ছবির মোড়কে কয়েকটি গল্প। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স।

শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘রে’ ছবির প্রথম ঝলক। বানিয়েছেন তিনজন নির্মাতা—সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাষাণ বালা। তবে বাংলা নয়, হিন্দিতেই নির্মিত হয়েছে ছবিটি। পাশাপাশি থাকবে ইংরেজি সাবটাইটেল।

‘রে’ ছবির প্রথম গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। জনপ্রিয় এক গজলগায়ক ও কুস্তিগীর-ক্রীড়াবিদের গল্প। এক ট্রেনযাত্রায় তাদের পরিচয় হয়। অভিষেক চৌবে বানিয়েছেন গল্পটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও গজরাজ রাও।

কেকে মেনন। ‘রে’ সিনেমায় মেকআপ আর্টিস্টের চরিত্রে। ছবি: নেটফ্লিক্সের সৌজন্যেদ্বিতীয় পর্বের পরিচালক সৃজিত মুখার্জি। গল্পের নাম ‘ফরগেট মি নট’। থ্রিলার গল্প। একজন করপোরেট ব্যক্তিত্ব, তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামের এক নারীর। তাকে ঘিরে তৈরি হয় রহস্য। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।

তৃতীয় গল্পটিও বানাচ্ছেন সৃজিত। নাম ‘বহুরূপী’। একজন মেকআপ আর্টিস্টের গল্প, যিনি নিজের অপছন্দের পেশায় আটকে আছেন। অভিনয়ে কেকে মেনন ও বিদিতা বাগ।

চতুর্থ গল্পের নাম ‘স্পটলাইট’। এটি এমন একজন অভিনেতার গল্প, যিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত। এবার নিজের ধরন বদলে ফেলতে মরিয়া তিনি। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। বানিয়েছেন ভাষাণ বালা।

নেটফ্লিক্সে আগামী ২৫ জুন মুক্তি পাবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিনেমা ‘রে’।

দেখে নিন ‘রে’ ছবির টিজার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত