চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। একই সঙ্গে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা সিমন হাসান একার সদস্যপদও স্থগিত ঘোষণা করেছেন সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ডিপজল, রুবেল, অঞ্জনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আলেকজান্ডার বো প্রমুখ।
সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পীসমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এ ছাড়া পরীর বিষয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে: ‘কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হন, সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। তবে আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে সদস্যপদ ফিরে পাবেন। যদি দোষী সাব্যস্ত হন, সে ক্ষেত্রে আজীবনের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন।’
পরীমণির বিরুদ্ধে সবে মামলা হলো। এখনই সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কেন? এমন প্রশ্নের উত্তরে মিশা বলেন, ‘আমাদের অবজারভেশন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। তাঁর বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক পেয়েছে। তাঁর পক্ষ বা বিপক্ষে আছি–ব্যাপারটা তা নয়। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। আমরা সংগঠন থেকে গিয়ে বলতে পারি না, তাঁকে ছেড়ে দিন। কারো ব্যক্তিগত অপরাধের দায় সমিতি নেবে না।’
পরীমণি কি একা লড়বেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিশা বলেন, ‘আইন তার মতো চলবে। পরী চাইলে অবশ্যই আমরা আইনসম্মতভাবে তাঁর পাশে থাকব।’
এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘কেউ যদি চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মান ক্ষুণ্ণ করেন, তাহলে পদক্ষেপ নেওয়া হবে। এখানে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। সমিতি কাউকে নিষিদ্ধ করতে চায় না। তবে শিল্পীজগৎ ও সংগঠনের সম্মান ক্ষুণ্ণ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম ওরফে নজরুল রাজের সদস্যপদ স্থগিত করেছে টিভি নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল ইসলাম রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে যদি নজরুল ইসলাম রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাঁর সদস্যপদ পুনর্বহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাবের সদস্যপদ হারাবেন তিনি। সংগঠনটির সংবিধানের ১৩-এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন তাঁরা।
চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। একই সঙ্গে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা সিমন হাসান একার সদস্যপদও স্থগিত ঘোষণা করেছেন সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ডিপজল, রুবেল, অঞ্জনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আলেকজান্ডার বো প্রমুখ।
সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পীসমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এ ছাড়া পরীর বিষয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে: ‘কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হন, সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। তবে আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে সদস্যপদ ফিরে পাবেন। যদি দোষী সাব্যস্ত হন, সে ক্ষেত্রে আজীবনের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন।’
পরীমণির বিরুদ্ধে সবে মামলা হলো। এখনই সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কেন? এমন প্রশ্নের উত্তরে মিশা বলেন, ‘আমাদের অবজারভেশন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। তাঁর বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক পেয়েছে। তাঁর পক্ষ বা বিপক্ষে আছি–ব্যাপারটা তা নয়। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। আমরা সংগঠন থেকে গিয়ে বলতে পারি না, তাঁকে ছেড়ে দিন। কারো ব্যক্তিগত অপরাধের দায় সমিতি নেবে না।’
পরীমণি কি একা লড়বেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিশা বলেন, ‘আইন তার মতো চলবে। পরী চাইলে অবশ্যই আমরা আইনসম্মতভাবে তাঁর পাশে থাকব।’
এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘কেউ যদি চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মান ক্ষুণ্ণ করেন, তাহলে পদক্ষেপ নেওয়া হবে। এখানে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। সমিতি কাউকে নিষিদ্ধ করতে চায় না। তবে শিল্পীজগৎ ও সংগঠনের সম্মান ক্ষুণ্ণ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম ওরফে নজরুল রাজের সদস্যপদ স্থগিত করেছে টিভি নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল ইসলাম রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে যদি নজরুল ইসলাম রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাঁর সদস্যপদ পুনর্বহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাবের সদস্যপদ হারাবেন তিনি। সংগঠনটির সংবিধানের ১৩-এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন তাঁরা।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।
২ ঘণ্টা আগে২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
২ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা, যার ৪টিই দর্শকপ্রিয় হয়েছিল। এখনো বিভিন্ন হলে চলছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’। অবশেষে দেড় মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
২ ঘণ্টা আগেঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে ‘সিনে সন্ধ্যা’ আয়োজনে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’ ও ‘আনটং’। ১৮ মে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য দুটি। মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনটাং। ছুরত নির্মিত হয়েছে মানুষের
২ ঘণ্টা আগে