মীর রাকিব হাসান, ঢাকা
মুক্তির অপেক্ষায় আছে সিয়াম আহমেদ অভিনীত অর্ধডজন ছবি। তিন বছর পর আবারও কাজ শুরু করেছেন জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। শুটিং চলছে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবির। নতুন ছবির শুটিং ও ছবি মুক্তির পরিকল্পনা নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
এখন ব্যস্ততা কী নিয়ে?
‘অন্তর্জাল’ ছবির শুটিং করছিলাম। এই ছবির শুটিংয়ে এত বেশি প্রেশার পড়ে গিয়েছিল যে পরিচালক দীপংকর দীপনসহ ইউনিটের ১০–১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাই কিছুদিনের বিরতি নিতে হয়েছে। এ মাসেই নতুন লটের শুটিং করতে হবে। কারণ, আগামী মাসে অন্য ছবির জন্য শিডিউল দেওয়া আছে আমার।
কোন ছবির জন্য ডেট দেওয়া?
তিনটি প্রজেক্ট নিয়ে কথা চলছে। এর মধ্যে বঙ্গবন্ধুর বায়োপিকে আমার কিছু অংশের শুটিং রয়েছে ডিসেম্বরে। বাকি দুটি ছবি নিয়ে এখনই বলতে চাইছি না। এতটুকু বলতে পারি, দুটি ছবির কথা এগিয়েছে। সাইনিং হয়নি। সাইন করলে বিস্তারিত জানাব।
জাজের সঙ্গে তিন বছর পর কাজ করছেন। কবে শুটিং শুরু হবে?
জাজের ‘রাস্তা’ ছবিটা করছি। জানুয়ারিতে শুটিং করব।
‘রাস্তা’ ছবির জন্য ১ হাজার ১ টাকা পারিশ্রমিক নিচ্ছেন শুনলাম?
জাজের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ পেয়েছি। জাজের পুরো টিম আমাকে যে সুযোগ দিয়েছে, সেটা অতুলনীয়। ‘পোড়ামন ২’ ছবির সুবাদে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তা টাকার বিনিময়ে পাওয়া যায় না। তা ছাড়া ‘রাস্তা’র কনসেপ্ট শুনে মনে হয়েছে ছবিটি আমার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হতে পারে। আমি চেয়েছি, ভালো একটি ছবি হোক। জাজ আবার ভালো ছবি নির্মাণে কামব্যাক করুক। কৃতজ্ঞতা থেকেই ১ হাজার ১ টাকা সম্মানী নেওয়া। বলতে পারেন ‘টোকেন অব লাভ’।
ছবি মুক্তি দেওয়া শুরু হয়েছে। আপনার আটকে থাকা ছবিগুলোর কী খবর?
আমার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘দামাল’, ‘মৃধা বনাম মৃধা’ ও ‘পাপ পুণ্য’। ছবির প্রযোজক পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে। ‘অপারেশন সুন্দরবন’ ডিসেম্বরে মুক্তি দেওয়ার প্ল্যান ছিল। কিন্তু ডিসেম্বরে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি আসছে। একই সময়ে আমার নতুন ছবি এলে দুই পক্ষেরই ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই, আমরা জানুয়ারি থেকে ছবি মুক্তি দেওয়ার প্ল্যান করেছি। আমাদের এখন দর্শককে হলে আনার চেষ্টা করতে হবে। যার ছবিই হোক, সবাই মিলে প্রচারণা চালাতে হবে।
এই যে শুটিং থেকে বিরতিতে আছেন...কী নিয়ে সময় কাটছে?
আটকে থাকা ছবিগুলোর শুটিং নিয়ে অনেক দিন টানা ব্যস্ততা গেল। পরবর্তী ছবিগুলোর স্ক্রিপ্ট হাতে এসেছে। সেগুলো ঠিকমতো পড়তে পারছিলাম না। এখন পড়ছি। পরিচালকদের সঙ্গে কথা বলছি। কখন, কীভাবে শুটিং শুরু করা যায় সেই পরিকল্পনা করছি। যে ছবিগুলো মুক্তি পাবে, সেগুলোর প্রচারণার প্ল্যান সাজাচ্ছি। আমি আইনের ছাত্র। আইন রিলেটেড কিছু পড়াশোনাও আছে।
শুটিংয়ের কারণে আইনচর্চায় কোনো অসুবিধা হচ্ছে?
ভেবেছিলাম, শুটিং ও ল প্র্যাকটিসটা একসঙ্গে ম্যানেজ করা যাবে। কিন্তু ব্যাক টু ব্যাক ছবির শুটিং চলে এল। ঢাকার বাইরে অনেক দিন থাকতে হয়েছে। চেম্বার থেকে ছুটি নিয়ে কাজ করতে হয়েছে। তাই আপাতত ল চেম্বারে জয়েন করছি না। কিন্তু যে বিষয়গুলো আমার জন্য প্রয়োজনীয়, যে বিষয়ে আমি আপডেট থাকতে চাই, সেসব বিষয়ে বাসায় পড়াশোনা করছি।
মুক্তির অপেক্ষায় আছে সিয়াম আহমেদ অভিনীত অর্ধডজন ছবি। তিন বছর পর আবারও কাজ শুরু করেছেন জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। শুটিং চলছে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবির। নতুন ছবির শুটিং ও ছবি মুক্তির পরিকল্পনা নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
এখন ব্যস্ততা কী নিয়ে?
‘অন্তর্জাল’ ছবির শুটিং করছিলাম। এই ছবির শুটিংয়ে এত বেশি প্রেশার পড়ে গিয়েছিল যে পরিচালক দীপংকর দীপনসহ ইউনিটের ১০–১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাই কিছুদিনের বিরতি নিতে হয়েছে। এ মাসেই নতুন লটের শুটিং করতে হবে। কারণ, আগামী মাসে অন্য ছবির জন্য শিডিউল দেওয়া আছে আমার।
কোন ছবির জন্য ডেট দেওয়া?
তিনটি প্রজেক্ট নিয়ে কথা চলছে। এর মধ্যে বঙ্গবন্ধুর বায়োপিকে আমার কিছু অংশের শুটিং রয়েছে ডিসেম্বরে। বাকি দুটি ছবি নিয়ে এখনই বলতে চাইছি না। এতটুকু বলতে পারি, দুটি ছবির কথা এগিয়েছে। সাইনিং হয়নি। সাইন করলে বিস্তারিত জানাব।
জাজের সঙ্গে তিন বছর পর কাজ করছেন। কবে শুটিং শুরু হবে?
জাজের ‘রাস্তা’ ছবিটা করছি। জানুয়ারিতে শুটিং করব।
‘রাস্তা’ ছবির জন্য ১ হাজার ১ টাকা পারিশ্রমিক নিচ্ছেন শুনলাম?
জাজের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ পেয়েছি। জাজের পুরো টিম আমাকে যে সুযোগ দিয়েছে, সেটা অতুলনীয়। ‘পোড়ামন ২’ ছবির সুবাদে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তা টাকার বিনিময়ে পাওয়া যায় না। তা ছাড়া ‘রাস্তা’র কনসেপ্ট শুনে মনে হয়েছে ছবিটি আমার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হতে পারে। আমি চেয়েছি, ভালো একটি ছবি হোক। জাজ আবার ভালো ছবি নির্মাণে কামব্যাক করুক। কৃতজ্ঞতা থেকেই ১ হাজার ১ টাকা সম্মানী নেওয়া। বলতে পারেন ‘টোকেন অব লাভ’।
ছবি মুক্তি দেওয়া শুরু হয়েছে। আপনার আটকে থাকা ছবিগুলোর কী খবর?
আমার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘দামাল’, ‘মৃধা বনাম মৃধা’ ও ‘পাপ পুণ্য’। ছবির প্রযোজক পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে। ‘অপারেশন সুন্দরবন’ ডিসেম্বরে মুক্তি দেওয়ার প্ল্যান ছিল। কিন্তু ডিসেম্বরে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি আসছে। একই সময়ে আমার নতুন ছবি এলে দুই পক্ষেরই ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই, আমরা জানুয়ারি থেকে ছবি মুক্তি দেওয়ার প্ল্যান করেছি। আমাদের এখন দর্শককে হলে আনার চেষ্টা করতে হবে। যার ছবিই হোক, সবাই মিলে প্রচারণা চালাতে হবে।
এই যে শুটিং থেকে বিরতিতে আছেন...কী নিয়ে সময় কাটছে?
আটকে থাকা ছবিগুলোর শুটিং নিয়ে অনেক দিন টানা ব্যস্ততা গেল। পরবর্তী ছবিগুলোর স্ক্রিপ্ট হাতে এসেছে। সেগুলো ঠিকমতো পড়তে পারছিলাম না। এখন পড়ছি। পরিচালকদের সঙ্গে কথা বলছি। কখন, কীভাবে শুটিং শুরু করা যায় সেই পরিকল্পনা করছি। যে ছবিগুলো মুক্তি পাবে, সেগুলোর প্রচারণার প্ল্যান সাজাচ্ছি। আমি আইনের ছাত্র। আইন রিলেটেড কিছু পড়াশোনাও আছে।
শুটিংয়ের কারণে আইনচর্চায় কোনো অসুবিধা হচ্ছে?
ভেবেছিলাম, শুটিং ও ল প্র্যাকটিসটা একসঙ্গে ম্যানেজ করা যাবে। কিন্তু ব্যাক টু ব্যাক ছবির শুটিং চলে এল। ঢাকার বাইরে অনেক দিন থাকতে হয়েছে। চেম্বার থেকে ছুটি নিয়ে কাজ করতে হয়েছে। তাই আপাতত ল চেম্বারে জয়েন করছি না। কিন্তু যে বিষয়গুলো আমার জন্য প্রয়োজনীয়, যে বিষয়ে আমি আপডেট থাকতে চাই, সেসব বিষয়ে বাসায় পড়াশোনা করছি।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে